রঞ্জন কুমার মণ্ডল ।। ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

রঞ্জন কুমার মণ্ডল ।। ছড়া

 শরৎ এলে 


ফিরলো যখন বর্ষারাণী 
শরৎ শোনায় পদধ্বনি 
পেঁজা তুলোর মেঘ আকাশে 
হেসেই করে কানাকানি। 

শরৎ সবুজ ধানে 
লাগছে দোলা প্রাণে 
শিশির বিন্দু ঘাসের শিরে
আগমনী'র  গানে। 

ভোরের আকাশ লাল 
উড়ছে ভ্রমর দল 
পদ্ম শালুক দোলায় মাথা 
মন তাদের চঞ্চল। 

টগর ও জুঁই দোলে 
দোপাটি চোখ মেলে 
তাল রেখে ঠিক উড়ছে ভ্রমর 
গাইছে প্রাণটি খুলে। 

দোলায় মাথা কাশ 
শিউলি ছড়ায় বাস 
হিমের পরশ দেয় ছড়িয়ে 
শরৎ রাণীর মাস। 

ঢাকের বাদ্যি বাতাস মুখর 
মন করে আনচান 
প্রাণের পুজো শরৎ পুজো 
আহ্লাদে  আটখান। 
            --------------
নাম  :রঞ্জন কুমার মণ্ডল 
গ্রাম +পোঃ - সারাঙ্গাবাদ 
থানা : মহেশতলা, জেলা : ২৪পঃ (দঃ) 
কোলকাতা - ৭০০১৩৭.
দুরালাপ : 8240249978.


No comments:

Post a Comment