অণুগল্প ।। সান্ত্বনা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

অণুগল্প ।। সান্ত্বনা চ্যাটার্জী




গৃহ প্রবেশ

     

   অফিস ফেরতা বিধু বাবু হঠাৎ দাঁড়িয়ে পরলেন। একটা কুঁই কুঁই শব্দ , এক রত্তি কুকুরের বাচ্চা । কোন কঠিন প্রাণ তাকে শীতের সন্ধ্যায় এখানে ফেলে গেছে। আসে পাশে বাচ্চার মা কে দেখা গেলো না । অগত্যা বিধু বাবু সেটিকে কোলে তুলে নিলেন। দেখ কান্ড , ওমনি কান্না বন্ধ, পরম আদরে বিধুবাবুর নরম বুকের গরম সোয়েটারের উপর চুপটি করে বসে।

বাড়ি তে বেল বাজাতেই প্রথম খুললেন সুরোভি বিধু-পত্নি!

এ  কি !ম্যা গো, কোথা থেকে তুলে এনেছ বলতো, কি নোংরা, এক্ষুনি এ কে বাইরে রেখে এস বলছি, বাজখাঁই গলায় ফরমান জারি হল।

হাত ধরাধরি করে এসে গেল ছুটক, মুটকি যমজ বোন।
ও মা, কি মিস্টি, আমাকে দাও বাবা,
না বাবা আগে আমাকে।



বলি ব্যাপারটা কি! আমার কথা কানে যায়নি? আমার বাড়িতে এ সব চলবে না। কুকুর রাখলেই তো হল না, তাকে চান করাও সময় সময় খেতে দাও, হাগু হিসি পরিস্কার কর। এ সব কে করবে শুনি।

কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো। পড়শি গিন্নি যশোধারা।

তোমরা সবাই খুব চ্যাঁচা মিচি করছ শুনে দেখতে এলাম ব্যাপারটা কি!

ও বাবা কুকুর ছানা! তা একে পুষবে নাকি! আমার কিন্তু আপত্তি আছে আগেই বলে দিলাম।

তিনজোরা চোয়াল হাঁ করে ঝুলে আছে, কিন্তু মানে, কেন!

কুকুর আমার একদম পছন্দ নয়, তার উপর আমার মেনি ভয় পাবে।

এটা তো মগের মুলুক নয়, এটা আমার বাড়ি। আমার ছুটকি মুটকি কুকুর ভালোবাসে ওদের বাবা নিয়ে এসেছেন, ও থাকবে ।

------


Santwana Chatterjee

No comments:

Post a Comment