কবিতা // পারমিতা রাহা হালদার (বিজয়া) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // পারমিতা রাহা হালদার (বিজয়া)

আলোর খোঁজে


একটা আলো আমি খুঁজি একটা খোঁজে ভোর,
আজকে সবাই শান্তির খোঁজে 
কতই না তোড়জোড়।

ছুটছি সবাই এদিক ওদিক সুখের পিছু পিছু, 
শান্তি তাই করছে মান, মৌনতায় সব কিছু। 

উদাসী মন শান্তির পথ খুঁজে আজ দিশেহারা, 
অচিন দেশে শুধু ভালবেসে স্বপ্নরা দেয় সাড়া।

আকাশের বুকে জীবাণুর বাস কেড়ে নিয়েছে সর্বসুখ,
শান্তি হারিয়ে ধাত্রী লজ্জায় ঢাকছে নিজের মুখ। 

অনাহার- ব্যাধি,লড়াই, মারামারি উজাড় হচ্ছে দেশ, 
মেলে চাও চোখ চারিদিকে শোক হাজার অনুতাপ রেশ ।

স্বচ্ছ বিবেক সম্ভ্রান্ত রাত জাগছে মৃত্যু দূত,
ঝলসানো রুটি সেঁকা হয়ে  চাঁদে আলোয় খুঁত।

ধর্মের কল  নড়ছে বাতাসে নিস্তব্ধ পৃথিবীর বুকে, 
অশান্ত শতাব্দীর সারস্বত সমাজ তাকিয়ে শোকে।

জীবন পথে স্মৃতির বাঁকে রয়ে গেছে শান্তির খোঁজ,
গলা ছেড়ে গাই উদাত্ত গান সভ্যতারই শ্লোক।
**************************************************************
Paromita Raha Halder
C/O Bimal Kumar Halder
Noapara, Ogg Rd. Bye lane,
Land Mark : Near Taltala Math,
PO: Garulia,
Dist: 24 Pagns(N),
743133
 7605828560
 9163117228

No comments:

Post a Comment