কবিতা // বিনয় ডাঙ্গর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা // বিনয় ডাঙ্গর

অভিযোগ

 

কোন কোন মৃত্যুর পর

এক একটি মায়াময় বিছানায় জেগে থাকে

সারাজীবন মা ও মেয়ে।

 

মাঝে মাঝে ছড়িয়ে দেয় দুঃখ

নীল আকাশে। বায়ুর সূক্ষ্ম তরঙ্গবেয়ে

নেমে আসে মাটিতে।

 

দু' এক টুকরো কুড়িয়ে পাই আমি,

বুকের মধ্যে তুলে নিয়ে চুপচাপ

বসে থাকি ব্যালকনির নিভে আসা

আলোয়।

অন্ধকার নেমে এলে অভিযোগের চিঠি

নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়-

হাসপাতাল, থানা, শিক্ষা প্রতিষ্ঠান , ক্লাবঘর , পার্টি অফিস ঘুরে

মধ্য রাত্রির গাঢ় অন্ধকারে গঙ্গার তীরে গিয়ে

বসি।

নিঝুম অন্ধকারে একজন বাবাকে ভেসে যেতে

দেখে ছুঁড়ে দিই একখানা লম্বা চিঠি।

 

মেয়ের চিৎকারে মায়ের ঘুম ভেঙ্গে যায়।

বাড়ির আনাচে কানাচে জেগে থাকে এক অদৃশ্য পুরুষ।

হাতড়ে হাতড়ে রাত ভোর হয়ে আসে ।

চমকে উঠি অজানা এক নারীর কোমল

হাতের স্পর্শে।

সকালের নরম আলোয় জীবনের দুঃখ

এসে জমা হয় কচি ঘাসের ডগায়।

ফুল ফোটে , ফুল ঝরে পড়ে।

 

বাড়ির সমস্ত দরজা জানালা খুলে যায়,

পৃথিবীতে শুরু হয় মানুষের আনাগোনা,

যুবতী নারীর ঘ্রাণে

অসংখ্য পুরুষ হেলিয়ে দিয়ে যায় দেওয়াল,

দরোজা ক্রমশ নড়বড়ে হয়।

 

সেই অস্থির চৌকাঠ পেরিয়ে আর কোনদিন

কোনো বাবা ঢুকবে না ঘরে। 


 ঠিকানা-

৬৭/৭ উকিলাবাদ রোড,

বহরমপুর, মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১

ফোন- ৮০০১৫৬৯৯৭১
 
Attachments area

  

No comments:

Post a Comment