ছড়া // রিয়াদ হায়দার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

ছড়া // রিয়াদ হায়দার

মায়ের কাছে

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


কাশের বনে দোলা দিয়ে শরৎ যখন আসে,
মনটা তখন উদাসী হয় স্বপ্নতরী ভাসে!
চারিদিকে ঢাক গুড় গুড় মায়ের ছবি মনে,
মা আসছেন ভূবন জুড়ে সবার ঘরের কোণে!

আদর দিয়ে সোহাগ দিয়ে করবো মা'কে স্মরণ,
শিউলি-পলাশ রাঙিয়ে দিয়ে করবো মা'কে বরণ!
তাঁর ছোঁয়াতে ধন্য হয়ে গাইবো জয়গান,
মায়ের প্রতি তাইতো সবার অপূর্ব এক টান!

মা আসছেন ভুবন জুড়ে খুশির ঝিলিক উঠুক,
হিংসা-বিবাদ ভুলে গিয়ে সম্প্রীতি ফুল ফুটুক!
মা আসছেন শরৎ মেখে ভরিয়ে সবার প্রাণ,
চাইবো মাগো সব সমস্যার হোক না অবসান!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

রিয়াদ হায়দার
সরিষা আশ্রম মোড়
পোস্ট - সরিষা
থানা - ডায়মন্ড হারবার
জেলা - দঃ২৪ পরগনা

No comments:

Post a Comment