কবিতা ।। স্বপ্ন ।। মুহা আকমাল হোসেন ।। - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

কবিতা ।। স্বপ্ন ।। মুহা আকমাল হোসেন ।।


 স্বপ্ন 

মুহা আকমাল হোসেন


 স্বপ্নের হিসাব ভুলভাল হলে,
 চাঁদ মরতে আসে নৌকার নিচে।

  আমাদের ভাগ্যের  লন্ঠনের কাছাকাছি 
ছড়ানো  শানিত জোছনা কণা।

 কপাল পোড়া কটা মাছ নিখোঁজ!
 যথেষ্ট জলজ সন্ত্রাসে! 

শূন্য বন্দর! উন্মাদ হাওয়া।

 আখড়ার পরকীয়া আড়াল করে
                               বট অন্ধকার! 
যৌবনের রিড থেকে উড়ে যায়
 জোনাকির ঠান্ডা আগুন...

 -------

Author & Social Worker

Md. Akmal Hossain 
Editor - Yatrik 

Address : 
Vill. Brohmottor, P.O. Choto Sujapur,
P.S. Kaliachak, Dist. Malda
Pin-732206, West Bengal, India.
Mobile : 9734934497

Youtube :
https://www.youtube.com/channel/UCnpcss2bALK2doedPPTRkSg?view_as=subscriber

   


 

   

No comments:

Post a Comment