ছড়া ।। টুম্পা মিত্র সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

ছড়া ।। টুম্পা মিত্র সরকার


আষাঢ়ের পদ্য



আয় রে বেলি আয় রে কদম
চম্পা বকুল জুঁই
লাজুক লাজুক বৃষ্টি ফোঁটায়
তোদের খানিক ছুঁই ৷

আয় হিঞ্চে আয় কলমি
আয় মালঞ্চবন
তোদের সঙ্গে মনের কথা
বলি কিছুক্ষণ।

আয় রে কাগা আয় রে বগা
মাছরাঙা আর হাঁস
বৃষ্টিমধুর এই দিনেতে
ছুটির অবকাশ ৷

আয় রে দিঘি আয় রে পুকুর
ভরা নদীর কূল
জলপদ্য লিখছি বসে
খুশিতে মশগুল ৷

.........

টুম্পা মিত্র সরকার
গ্রাম+পোষ্ট—দেয়াড়া
জেলা—পূর্ব বর্ধমান
পিন—৭১৩৪০৯
ফোন—৯৭৩২০৯১০৩৭
ভারত বর্ষ

No comments:

Post a Comment