ছড়া ।। অমলেন্দু কর্মকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

ছড়া ।। অমলেন্দু কর্মকার

বউ নাচানোর বৃষ্টি


ঝরঝর ধারা আঙিনা ভাসায় ঝাপসা হয়েছে দৃষ্টি,
টুনটুনি ভয়ে কাঁপিছে বাসায়
চাষী দিন গুনে আশা নিরাশায়
চাতক-চাতকী প্রেমের নেশায় সারা গায়ে মাখে বৃষ্টি
ঝরঝর ধারা আঙিনা ভাষায় ঝাপসা আমার দৃষ্টি।

বরষণ কভু ঝিরিঝিরি ঝরে থেকে থেকে অনাসৃষ্টি,
বধূরা কাপড় মেলে দিয়ে পরে
যেই না ঢুকিল নিজ নিজ ঘরে
পুনরায় ঝরে ঝিরঝির করে বউ নাচানোর বৃষ্টি
বরষণ শুধু ঝিরিঝিরি ঝরে এ কেমন অনাসৃষ্টি।

চঞ্চলা বধূ ঘোমটা ঢাকিয়া লাজ দিল মেঘমালা কে,
সিক্ত বসনা মেঠো পথ দিয়া
গৃহ কাজ সারি কলস লহিয়া
সারা তনু মনে বৃষ্টি মাখিয়া জুড়ালো সে মনোজ্বালাকে
চঞ্চলা বধূ ঘোমটা ঢাকিয়া লাজ দিল মেঘমালা কে।

-------------------------------



Amalendu Karmakar.
Sutapa Enclave , Tetikhola, Durgapur 12.
Paschim burdwan.
Phone no 9563200029

No comments:

Post a Comment