Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

স্মৃতি কথা: রাণা চ্যাটার্জী

"টুকরো স্মৃতি-শৈশব"



স্মৃতি কথা বললে পরে ,
কতো যে কথা মনে পড়ে !
সুখ,দুঃখ আনন্দ ভারে ,
কোনটা বলি ,কোনটা পরে !
ভাবছি সেটাই দুদিন ধরে ।

তবুও জীবনের প্রারম্ভ "শৈশব"এর কিছু আবছা টুকরো প্রতিবিম্ব আজ উপস্থাপন এর
প্রয়াস করছি -

আমার শৈশব কেটেছে মামার বাড়িতে ।সেটা ছিল বন্যার এক বিধস্ত বছর ।হটাত করে ভালো
জব পেয়ে আমার বড়ো মামা ,দক্ষিণ দামোদরের অনামী গ্রাম থেকে দুর্গাপুরে জয়েন
করার কিছুদিনের মধ্যে ,না জানি কোন আক্রোশে "নিরুদ্দেশ "হয়ে গেলেন।তিনি ছিলেন
ভীষণ নরম মনের ,প্রচুর গুণের অধিকারী এক সুন্দর শিল্পী মানুষ ।
পরে রেল লাইনে মার্ডার হওয়া ডেড বডি সনাক্ত করার পর থেকেই আমার মা শারীরিক ও
মানসিক ভাবে ভীষণই ভেঙ্গে পড়লে ,মাসি আমাকে,
মামারবাড়িতে নিয়ে চলে যান । এছাড়া আর অন্য উপায় ছিলো না আমাকে বাঁচানোর,
অপুষ্টি আর রিকেট ততদিনে আমার শরীরে দাপট দেখাতে
শুরু করেছে ।

প্রায় পাঁচ বছর পর্যন্ত মাসি দের আদর যত্ন ,ছত্র ছায়ায় সেই আমার সোনালী শৈশব
শুরু । সেই থেকেই গ্রাম বাংলার সবুজ শ্যামলী প্রকৃতি রূপের প্রতি আজো আমার
অমোঘ আকর্ষণ ।
প্রতি মাসে সাইকেল করে প্রায় ঘন্টা খানেক পথ পাড়ি দিয়ে আমায় দেখতে আসা এক
মানুষ যে আমার বাবা ,এই বোধটা হালকা হলেও এসেছিলো তখন। টিফিন কৌটো তে কতো কি
খাবার নিয়ে আসতো বাবা ।কে পাঠিয়েছে সে সব বোধ ,প্রশ্ন মনে ঠাঁই পেয়েছিল কিনা
মনে পড়ে না যদিও।

দুর্বোধ্য যোগাযোগ ব্যবস্থায় মা এর কাছে যাবার সুযোগ ও ছিল না ,আর সত্যই তো
কাছে থাকার সুযোগ না থাকায় টান ও অনুভব করতাম না মা রূপি মাসি কে পেয়ে ।

কোন একবার মাসির সাথে বর্ধমানের বাড়ি এসে এক মজার ঘটনা বেশ মনে পড়ে ।এখানে এসে
এক অপরিচিত বাড়িতে আসার মতো জড়তা ,সংকোচ নিয়ে একদম মাসির কাছ ছাড়া হই নি
।দাদার হাত ধরে বলেছিলাম "তোমার মা কোনটা ?" দাদা হেসে হাঁক দিয়ে মা কে
বলেছিলো ,"ওমা দেখো ভাই ,কি বলছে ,আরে এটা তোরও মা ,আমারও " । সেকথা,ও বললে কি
হবে ,ঘাড় নেড়ে আমি কিছুতেই মানবো না ,বারে বারে প্রতিবাদ করে বলেছিলাম,"না ওটা
তোমার মা,আমার মা,আমার সঙ্গে এসেছে"।

আজও কেন জানি না মনে পড়ে,নাছোড় বান্দা,আমাদের কথাবার্তার মাঝে মা এসে
পরিস্থিতি সামাল দিতে এসে আমায় আদর করে দাদাকে চুপ করিয়ে বলেছিলেন "আরে ঠিক
আছে,হ্যা ওটা ওরই মা' । দুপুরে খাওয়া দাওয়ার পরই 'বাড়ি যাবো ,বাড়ি যাবো ' করে
মাসির কাছে বায়না,কান্নাকাটি শুরু করে মামারবাড়ি ফেরার রাস্তা অনুসরণ করে
শান্ত হই।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক