Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

বিশেষ রচনা ।। বাটারফ্লাই এফেক্ট বনাম ঈশ্বরের হাত ।। সঞ্জীব সেন





জার্মানের ছোট গোঁফের রাগী লোকটা  আর্টিস্ট হতে চেয়েছিল কিন্তু সে একদিন হয়ে উঠল স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক । এর পেছনে রয়েছে বাটারফ্লাই এফেক্ট । না পেছন থেকে অদৃশ্য কেউ কলকাঠি নাড়িয়েছিল । তবে আমরাও কি সেই কলকাঠির শিকার হচ্ছি প্রতিদিন ! ।তাহলে ব্রহ্মজ্ঞান   এ যা শুনে এসেছি সেটাই ঠিক কথা যে ,এই জগৎ সৃষ্টি হয়েছে শুধুই এনটারটেনমেন্টের জন্য। সৃষ্টিকর্তা একা একা বোর হচ্ছিল, তাই! তবে কি আমরা এখানে শুধুই একজন প্লে বয় । এই যে শেষ পর্যন্ত সেখানেই আটকে থাকলাম যেখান থেকে শুরু করে ছিলাম ,বাটারফ্লাই এফেক্টটা আসলে কী?,কি হলে কি  হতে পারত,যদি সেটাই হত, তাহলে তার কারণে অনেক কিছুই ঘটত না,আবার অপরিবর্তিত থেকে যেত এমন অনেক কিছুই,সব কিছুই কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত । তাই আমার মত পাগলের প্রলাপকে একটু গুরুত্ব দিলে আবহাওয়াবিদের দরকার পরতোই না,কথায় কথায় মূল প্রশ্ন থেকে সরে এসেছি অনেকক্ষণ আগেই, প্রশ্নটা ছিল ব্রাজিলের কোন প্রজাপতি ডানা ঝাপটালে ট্রেক্সাসে টর্নেডো হতে পারে কিনা!  এই যে তুমি আজ ছোট কফিশপে আমার বিপরীতে বসে আছো,না আমি তোমার বিপরীতে এই নিয়ে আজ ভাবতে বসলে অনেক কথাই উঠে আসতে পারে, আমি যদি তোমার প্রেমে নাই পরতাম তবে এখানে আসার প্রয়োজন হত না।এ কথাও ঠিক আসলে প্রেমে কে পরেছে আমি না তুমি।এই যে তুমি আমার বিপরীতে না আমি তোমার বিপরীতে আর অবিনাশী একটা বাতাস তোমার ওড়নাটা নাই ফেলে দিত তাহলে এ= শহরে শীতের দুপুরে এমন ধস নামতোই না ,আর অবিনাশী হাওয়াটা উঠতোই না যদি তুমি নাই আসতে স্লিভলেস চুড়িদারে ,আর যদি নাই প্রেমে পড়তে  তাহলে আসার প্রশ্নই তো উঠতো না আর বাটারফ্লাই এফেক্টে সত্যিকারের এফেক্ট ই থাকত না যদি বাগান জুড়ে এভাবে ফুল না লাগাতে ।আর এই এফেক্ট থ্রিডি এফেক্ট নয় বোঝার আগেই এমন রাত হয়ে যেত না । তারপর ধরা যাক পাড়াতুতো বৌদির লাল অন্তর্বাসটি ছাদে ঝোলানো আছে দেখতে দেখতে রাস্তা পেরতে গিয়ে পোস্টে ধাক্কা খেলাম, সারারাত জেগে ভাবলাম, আবার যখন তাকে সন্ধিপুজোয় পদ্ম ফোটাতে দেখলাম লাল পাড়ের শাড়িতে তখন মনে হল তোমাকে ছুঁতে পারব না কোনদিন । মনে মনে ঠিক করে নিলাম ধাক্কা খেয়ে কালশিটে পড়ে যাওয়া কপালের  অনুবাদ হবে অভিজ্ঞতা । এই পুজোর পরিমণ্ডল লাল পাড়ের এক মাথা সিঁদুর বাটারফ্লাই এফেক্ট এর কাজ করেছিল নিশ্চয়!। বহুকাল আগে আদি কবির সমসাময়িক এক মহিলা কবি" শিলাভট্টারিকা ," বলেছিল প্রেম চুরি হয়ে যায় । ঘর থেকে চুরি করে নেয় বিশ্বস্ত কেউ । আমার মনে হল এর কারণ তাহলে সেই বাটারফ্রাই এফেক্ট ! পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করেছে। বান্ধবীর দূত হয়ে কাজ করতে গিয়ে বান্ধবীর প্রেমিক কে ভাগিয়ে নিয়ে নেওয়ার ঘটনা আগে থেকেই ঘটে আসছে । তার কবিতার কথাই ধরি বান্ধবীকে দূত হিসাবে প্রেমিকের কাছে পাঠিয়েও সে মনে মনে ঈশ্বরের কাছে বলছে সব আকর্ষণ থেকে যেন ও নিজেকে রক্ষা করতে পারে । তাহলে সে বান্ধবীর প্রতি কনফিউজ ছিলনা , ছিল আশেপাশের অমোঘ টান পরিবেশ যদি বাধ্য করাবে এই অভিসন্ধি করাতে । এই পরিবেশ পরিস্থিতির আড়ালেই কি লুকিয়ে থাকে সেই অদৃশ্য হাত । হ্যান্ডস অফ গড। না সৃষ্টিকর্তা মজা করে আনন্দ পায় ।  আমরা তাকে বাটারফ্লাই এফেক্ট বলে ভুল করি ।আমার মনে প্রশ্ন এল তবে দিয়াগোর সেই বিতর্কিত গোলটা " ঈশ্বরের হাত " তকমা পাওয়া, সত্যিই কী ঈশ্বরের কোন হাত ছিল !

---------------------- 

সঞ্জীব সেন

পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড

পোস্ট পানিহাটী

কলকাতা114

7980188285

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল