Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গল্প।। মিসিং ডায়েরি ।। সবিতা বিশ্বাস





 

হ্---শ্---শ্----চুপ | আর একটা শব্দ করলেই খুন করে ফেলব | তারপর এই দেওয়ালের মধ্যে গেঁথে রেখে দেব | এর পর থানায় একটা মিসিং ডায়েরি | ব্যাস্ তোমার মা বাবা তো দূরের কথা আরশোলা, টিকটিকি ও টের পাবে না |

কি আশ্চর্য! সেই সময় দেয়াল ঘড়ির আড়াল থেকে টিকটিকিটা  টিক্ টিক্ করে ডেকে উঠল | টিকটিকির শব্দ শুনে উদ্দীপন হঠাত্ খেপে গিয়ে একটা চেয়ারে উঠে ঘড়ির পেছন থেকে টিকটিকিটাকে বাইরে আনার চেষ্টা করল | কিন্তু টিকটিকিটা তর্ তর্  করে দেওয়াল বেয়ে উঠে গেল সিলিংয়ে | এবারে উদ্দীপনের সব রাগ গিয়ে পড়ল ঘড়ির পরে | দামী ভিনটেজ ওয়াল ক্লক যা বেলজিয়াম থেকে এনেছিলেন ওর দাদু, সেই ঘড়িটাকে আছাড় মেরে ভেঙ্গে ফেলল | তারপর চেয়ার থেকে লাফিয়ে নামতে গিয়ে কাঁচের টুকরো ফুটে রক্তারক্তি কাণ্ড | আর ওই ভাবেই বেরিয়ে গেল বাইরে | যাবার আগে অবশ্য বাইরে থেকে দরজায় তালা দিতে ভুল করল না |

বেরিয়ে যাওয়ার শব্দ শুনতে পেল ইচ্ছা বিছানায় বসে বসেই | শব্দটা মিলিয়ে যেতে পা টিপে টিপে উঠল | ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো বাঁচিয়ে কোণের দিকে ডাঁই করে রাখা বাতিল জিনিসের মধ্যে থেকে একটা পাশ বালিশ টেনে বার করলো খুব সাবধানে | বালিশটা ফেঁসে গেছে অনেকটা | তার মধ্যে হাত চালিয়ে ছোট্ট একটা ডায়েরি আর কলম বের করে আনল | তারপর দ্রুত হাতে লিখে রাখলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা | লেখা শেষ হতেই ওই একই কায়দায় লুকিয়ে ফেলল ডায়েরি আর কলম | তার আগে একবার দেখে নিল ডায়েরির পাতা শেষ হয়ে আসছে | এরপর কিসে লিখবে? ভাবনাটা মুলতুবি রেখে বিছানায় পড়ে রইল ওইভাবে, যেভাবে উদ্দীপন ওকে ছুঁড়ে ফেলেছিল |

আজকাল সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ইচ্ছার | মনে করতে পারে না ঠিক কতদিন দেখেনি মা-কে | মা,বাবা ভাই কাউকেই দেখেনি | মা, বাবা হয়তো ভাবছে ইচ্ছা এখন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছে | ইচ্ছা তেমনই বলেছিল বাড়িতে | ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির লস এঞ্জেলস ক্যাম্পাসে চান্স পেয়েছে | ওখানে পড়ার খরচ অনেক, কিন্তু বাড়ি থেকে কিছুই দিতে হবে না | ও ফুল ফান্ডিং স্কলারশিপ পেয়েছে |

 

এই কথাগুলো উদ্দীপনই ইচ্ছাকে বলেছিল | এমনকি এয়ার টিকিটও ইচ্ছার হাতে দিয়েছিল | ইচ্ছা ফেসবুক থেকে উদ্দীপনের স্ট্যাটাস, এডুকেশন এসব জেনে ওর ব্যবহারে মুগ্ধ হয়ে মন আগেই দিয়েছিল | এখন পড়তে যাবার সুযোগ করে দেবার জন্য এডুকেশন ফাইলের সঙ্গে ব্যাংকের পাসবুক, চেক, এটিএম কার্ড সবই তুলে দিয়েছিল উদ্দীপনের হাতে |

 

মেয়ে একা একা আমেরিকাতে গিয়ে থাকবে এটা কিছুতেই মানতে পারছিলেন না ছায়া দেবী | কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্কেল ফোর অফিসার তেজেন্দ্র প্রতাপ ইচ্ছার মাকে ধমক দিয়ে থামিয়ে দেন | এখন মেয়েরা চাঁদে পাড়ি জমাচ্ছে একা, আর এ তো ঘরের পাশে আমেরিকা | ইচ্ছার বাবা আরো বলেছিলেন, তাঁর নিজের স্বপ্ন ছিল আমেরিকা যাবেন কিন্তু তা পূরণ হয়নি | এখন মেয়ে যখন এত বড় একটা সুযোগ পেয়েছে সেটা অবহেলায় হারাবে কেন? আরো বলেছিলেন স্ত্রীকে, "দেখো ইচ্ছার জন্য একদিন আমরাও বিখ্যাত হয়ে যাব" | আর বেশি কিছু ভাবার সময় পেল না ইচ্ছা | তালা খুলে উদ্দীপন ঘরে ঢুকলো | হাতে একটা প্যাকেট | ইচ্ছা জানে ওর মধ্যে আছে খাবার আর বিয়ারের বোতল |

 

এরপরে এই ঘরে শুরু হবে অন্য নাটক | উদ্দীপন প্রথমে ইচ্ছাকে খুব আদর করবে, চুমোয় চুমোয় ভরিয়ে দেবে ওকে | তারপর জড়িয়ে ধরে গালে গাল ঘষে আলতো করে কামড় দেবে কানের লতিতে | এই সময় ইচ্ছার মন বিদ্রোহ করে কিন্তু শরীরটা গলতে শুরু করে মোমের মত | তারপর উদ্দীপন নিজে হাতে করে ওকে খাওয়াবে | জলের বদলে খাওয়াবে বিয়ার | খেতে খেতে ইচ্ছার চোখ জড়িয়ে আসে | ইচ্ছা তলিয়ে যায় ঘুমের অতলে | মনে হয় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় উদ্দীপন |

 

কতক্ষণ ঘুমিয়ে ছিল কে জানে | ঘুম ভাঙতে দেখল সেই টিকটিকিটা পড়ে আছে বিছানায় | লেজ নেই, মুন্ডুটাও নেই, ধড়টা পড়ে আছে | নিজের অজান্তেই একটা ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে এল মুখ থেকে | সঙ্গে সঙ্গে গা গুলিয়ে উঠল | মুখ চেপে ধরে পা টিপে টিপে বিছানা থেকে নামল ইচ্ছা, ঘরের লাগোয়া বাথরুমের বেসিন এ ঢেলে দিল যা যা খেয়েছিল দুপুরে | অম্ল কটু গন্ধে ভরে গেল ঘরের বাতাস | কিন্তু ভেন্টিলেটরহীন ঘরের মধ্যেই পাক খেতে লাগল অসহনীয় গন্ধটা | টলতে টলতে বিছানায় ফিরে এলো ইচ্ছা | পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে কবন্ধ টিকটিকিটাকে ছুঁড়ে ফেলল | বেশি দূরে গেল না সেটা, টকাস্ করে দেওয়ালে গোত্তা খেয়ে পড়ল কোণের জঞ্জালের গাদায় |

 

পা টিপে টিপে আবারও বিছানা থেকে নামল ইচ্ছা, দরজার গায়ে কান পাতল |  নাঃ উদ্দীপনের কোনো সাড়া শব্দ নেই | এই সুযোগে ইচ্ছা যদি শেষ চেষ্টা করে এই নরক থেকে মুক্তি পাওয়ার, তাহলে কেমন হয়? এর আগে যতবার চেষ্টা করেছে ততবার উদ্দীপনের হাতে ধরা পড়ে গেছে | আর জুটেছে আরো আরো বেশি অত্যাচার | শংকর মাছের লেজের চাবুকটা পড়েছে সপাং সপাং | ইচ্ছার সারা গায়ে দগদগে ঘা | যদি আবার ধরা পড়ে?

 

মা, মাগো কোথায় তুমি? কতদিন-- ক-ত-দি-ন মা, বাবাকে দেখে নি | ভাইকে ও না | ফোনেও কথা বলেনি | সব স—ব-কেড়ে নিয়েছে উদ্দীপন | শেষবারের মতো বাবার সঙ্গে যেদিন কথা বলেছিল সেদিনও উদ্দীপনের শেখানো বুলি-ই আওড়েছিল | "আমি খুব ভালো আছি, খুব সুন্দর ক্যাম্পাস | তোমরা চিন্তা কোরোনা" |

 

হা ঈশ্বর! কি অন্যায় করেছে ইচ্ছা, যার জন্য এই শাস্তি পেতে হচ্ছে | হ্যাঁ, ছোট থেকে বড় জেদী ছিল ও | যা চাই তা দিতেই হবে | আচ্ছা মায়ের কথা না শোনার জন্যই কি এই দুর্দশা!

 

মেয়ের বিদেশ যাবার কথা শুনে ইচ্ছার মা ভয় পেয়েছিল খুব | কিন্তু তেজেন্দ্র প্রতাপের মেয়ের পরে ছিল অগাধ বিশ্বাস | তাই ছায়া দেবীর কথা একরকম উড়িয়ে দিয়ে বলেছিলেন, "কি বলছ ছায়া এরকম সুযোগ কেউ ছাড়ে? আর ও তো একা যাচ্ছেনা, ওর বন্ধু উদ্দীপন যাচ্ছে | ওদের বিরাট ব্যবসা সেখানে, ওখানে গিয়ে বাবার সঙ্গে ব্যবসার কাজে হাত লাগবে | রিয়েলি! নাইস বয়" |

 

তখন ইচ্ছা তাই-ই জানতো, বিমান তৈরির ব্যবসা | এছাড়াও ক্যালিফোর্নিয়াতে মার্সিডিস বেঞ্চের ডিলারশিপ | আবার আমেরিকার লাস ভেগাস ও সান দিয়েগোতে আছে "উদ্দীপন গ্লোবাল" | স—ব সবটা ফাঁকা | কিছু নেই, কিচ্ছু নেই উদ্দীপনের |  আবার, আবারো কেঁপে উঠলো ইচ্ছা | ওঃ কি নিষ্ঠুর এই ছেলেটা !

না হলে নিজের বাবা মাকে ওইভাবে ...........................

আর ভাবতে পারছেনা ইচ্ছা |

উদ্দীপনের হাত ধরে ইচ্ছা যখন গোয়ালিয়রের এই বাড়িতে আসে তখন আমেরিকা যাবার আনন্দে ইচ্ছা টগবগ করে ফুটছে | আর উদ্দীপনের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে | সেই সময় দিন-রাত একাকার হয়ে গিয়েছিল | তেমনই এক রাতে ওরা দুজন যখন টইটুম্বুর হয়ে গেছিল শরীরী নেশা আর গ্লাসের নেশায়, ঠিক তখনই তলিয়ে যেতে যেতে ইচ্ছাকে উদ্দীপন বলেছিল ওর বাবা-মার কথা | ইচ্ছার ও নেশা হয়ে গেছিল কিন্তু উদ্দীপনের মুখে ওই নিষ্ঠুরতার কথা শুনে কেটে গিয়েছিল নেশা | কিন্তু উদ্দীপনকে  বুঝতে দেয়নি, বরং ওকে উস্কে দিয়েছিল সবটা শোনার জন্য |

সেদিন সকালে উদ্দীপনের বাবা ধীরাজশঙ্কর বেরিয়ে গিয়েছিলেন মর্নিংওয়াকে | মা রীনা দেবী ব্যস্ত ছিল ঘরের কাজে | উদ্দীপন ঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরে আদুরে গলায় টাকা চেয়েছিল মায়ের কাছে | রীনা দেবী ছেলের মতিগতি ঠিকঠাক বুঝতে পারতেন না, দিনরাত ঘরের দরজা-জানালা বন্ধ করে  কি যে কম্পিউটারে দেখে! মাঝে মাঝেই গাদা গাদা সিডি কিনে নিয়ে আসে | কোনো বন্ধু নেই | গ্রাজুয়েশন করতে করতে পড়া ও ছেড়ে দিল | ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন দুজনেই | আজ রিনা দেবী ছেলেকে দেখেই বুঝলেন ছেলে টাকা চায় | যেদিন টাকার দরকার থাকে সেদিনই উদ্দীপন মাকে খুব আদর করে |  না পেলে মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধা করেনা |

 তাই রীনা দেবী ঠিক করেছিলেন এবার থেকে  কঠোর হবেন, সেজন্য ছেলে টাকা চাওয়া মাত্রই না করলেন | কয়েকবার না শুনল উদ্দীপন মাথা ঠান্ডা রেখে | তারপর আস্তে আস্তে মাকে জড়িয়ে ধরলো, "মা মাগো তুমি আমার ভালো মা, লক্ষ্মী মা" | ছেলের এরকম ব্যবহারে কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন রীনা দেবী | আর তখনই ঊনত্রিশ বছরের উদ্দীপনের শক্ত-সমর্থ হাত দুটো সাঁড়াশির মতো চেপে বসে রিনা দেবীর গলায় | একটু ছটফট, তারপর নিস্তেজ মাকে যত্ন করে শুইয়ে দেয় বিছানায় |

মায়ের কথা বলতে বলতে ইচ্ছার গলায় হাত বোলাচ্ছিল উদ্দীপন | ইচ্ছার দম বন্ধ হয়ে আসছিল | উদ্দীপন বলে চলছিল, মাকে শুইয়ে ও অপেক্ষা করছিল বাবা ধীরাজশঙ্করের জন্য | বাবা বাড়ি ফিরতেই বাবাকে ড্রইংরুমে বসিয়ে বাবার জন্য নিয়ে আসে ব্ল্যাক কফি | অনেকদিন বাদে ছেলে ভালো আচরণ করছে বলে খুশি হলেন, ভাবলেন ছেলের মতিগতি ফিরেছে বোধ হয় | কিন্তু ভালো করে ভাবার আগেই ঘুমিয়ে পড়লেন | সে ঘুম আর ভাঙলো না | উদ্দীপন কফির কাপের মধ্যে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল |

 ইচ্ছা বুঝে গেছে এই খুনিটার হাত থেকে ওর নিস্তার নেই | কিন্তু কিভাবে খুন করবে? খাবারে বিষ মিশিয়ে, নাকি দমবন্ধ করে | না, না কিছুতেই মরবে না ইচ্ছা | শুধু একবার বাবাকে খবর দেবে, তাহলে ওর বাবা এসে ওকে উদ্ধার করে নিয়ে যাবে | কিন্তু কি করে খবর দেবে?  চীৎকার করবে অনেক জোরে, কিন্তু গলা দিয়ে চিঁ চিঁ আওয়াজ ছাড়া আর কিছুই বের হয়না | খাবারের সঙ্গে কি যে মেশায় উদ্দীপন! মৃদু আওয়াজটা ঘরের মধ্যে ঘুরে ফিরে ওর কাছেই ফিরে এলো | কোথায় আর যাবে? সব ফাঁক ফোঁকর সেলোটেপ দিয়ে বন্ধ করে দিয়েছে উদ্দীপন |

তেজেন্দ্র প্রতাপ যতবার মেয়ের নাম্বারে ফোন করেন ফোনটা বেজে যায় কেউ ধরে না | কিছুক্ষণ পরে হোয়াটস আপ থেকে মেসেজ আসে "বাবা আমি ক্লাসে, চিন্তা কোরো না আমি ভালো আছি" |

 

মেসেজ আর মেসেজ | ইচ্ছা কেন ভিডিও কল করে না! তাহলে ওরা সবাই ইচ্ছাকে একটু দেখতে পারেন | ছায়া দেবী মেয়ের চিন্তায় নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন | আত্মীয়-স্বজনরা তো প্রায়ই খোঁজ নেয়, আবার তেজেন্দ্র প্রতাপের অফিস কলিগরা ও মেয়ের কথা জানতে চায় | কলিগ অনির্বাণ সাহার ছেলে সমন্বয় টেক্সাসে থাকে | তার সঙ্গে অনির্বাণ বাবুরা সবসময় ভিডিও কলে কথা বলছেন, একদিন অফিস আওয়ারে তেজেন্দ্রপ্রতাপ ও বলেছেন | কিন্তু ইচ্ছা কেন এমন করছে? পড়াশোনার এতো কি চাপ! বাবা-মা ভাইকে ভুলে যেতে হবে?

আশ্চর্যজনকভাবে একদিন ইচ্ছার মেসেজ এলো, "বাবা তোমরা আমার এখানে বেড়াতে এসো | উদ্দীপন সব ব্যবস্থা করে দেবে, তোমরা পাসপোর্ট নিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করো" | সঙ্গে একটা ঠিকানা |  সেইমতো তেজেন্দ্রপ্রতাপ সপরিবারে গোয়ালিয়র গেলেন | কিন্তু ওই ঠিকানায় উদ্দীপনকে পাওয়া গেলনা | ফোনেও না | বাধ্য হয়ে ফিরে এলেন লাভপুর | এসেই মেয়ের নাম মিসিং ডায়েরি করলেন |

পুলিশ ফোনের মেসেজ ট্যাপ করে দেখল আমেরিকা নয়, গোয়ালিয়র থেকেই মেসেজ আসে | তারপর ফোনের সূত্র ধরে, লোকজনকে জিজ্ঞাসাবাদ করে গোয়ালিয়রে উদ্দীপনের বাড়ির সন্ধান পায় | কিন্তু উদ্দীপনকে কিছুতেই ধরা যাচ্ছিল না | পুলিস সাদা পোষাকে ওর বাড়ির দিকে সবসময় নজর রাখতে থাকে | অবশেষে উদ্দীপন ধরা পড়ে পুলিশের পাতা ফাঁদে |

ইচ্ছাকে পাওয়া গেছে | তবে জীবন্ত নয়, সমাধিস্থ | ইচ্ছার আমেরিকা যাবার গল্পটা পুরোটাই মিথ্যে | এই মিথ্যে নাটক তৈরী করেছিল উদ্দীপন | পুলিশি জেরার মুখে উদ্দীপনের সব প্রতিরোধ ভেঙ্গে পড়ে | একটা নয়, পাঁচ পাঁচটা ফেক প্রোফাইল ছিল উদ্দীপনের | ইংরাজী বলিয়ে, লিখিয়ে উদ্দীপনের পাতা জালে ধরা দিয়েছিল অনেকেই |

উদ্দীপন আসলে একজন 'সিরিয়াল কিলার' | টিভি শো 'লিভিং ডেড' এর ভক্ত উদ্দীপন একই কায়দায় ওর বাবা, মা আর ইচ্ছাকে মেরে সিমেন্ট গুলে ঢেলে দিয়েছিল | তারপর বডি জমে গেলে মাটির নীচের চেম্বারে পুঁতে দিয়েছিল | ছয় মাস ধরে ইচ্ছার ফোন ব্যবহার করে ওর পরিবারকে ধোঁকা দিয়েছিল | নিঁখুত পরিকল্পনা করে পরিচিতদের বুঝিয়েছিল ওর বাবা, মা আমেরিকা চলে গিয়েছেন | ওর পরবর্তী পরিকল্পনা ছিল ইচ্ছার পরিবারকে মেরে সমস্ত টাকা আত্মসাত্ করার | সেজন্য বেশ কয়েকবার লাভপুর ঘুরেও গিয়েছিল |  কিন্তু নিজেরই পাতা ফাঁদে নিজেই ধরা পড়ল |

ছোটবেলায় উদ্দীপনের বন্ধুরা ওকে 'কালা কালুটা বেঙ্গন লুটা' (মিশকালো বেগুন চোর) বলে ক্ষ্যাপাত | তখন থেকেই উদ্দীপন ওর চেহারা ও গায়ের রঙ নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকে | সবাইকে এড়িয়ে একা থাকাটা রপ্ত করে নেয় | একইসঙ্গে একটা স্বপ্ন পোষণ করতে থাকে, বড় হয়ে অনেক অনেক টাকার মালিক হয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে | কিন্তু তার জন্য বেছে নিয়েছিল অসত্পথ | একটু বড় হতেই গাদা গাদা ইংরাজী থ্রিলার দেখে রপ্ত করেছিল অপরাধ জগতের খুঁটিনাটি | সেই সঙ্গে পোক্ত হয়েছিল নেশায় | বাবা-মায়ের সাথে সংঘাত শুরু হয় এখান থেকেই | ছেলের বেহিসেবী  জীবনযাপনের খরচ যোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন ব্যবসায়ী ধীরাজশঙ্কর | তারই পরিণতিতে ছেলের হাতে খুন হতে হল ওদের |

 উদ্দীপনের গোয়ালিয়রের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেই ছোট্ট ডায়েরি আর কলম | সেখানে এক জায়গায় লেখা আছে, "আমার চেকবুক, এ টি এম কার্ড সব কেড়ে নিয়েছে | ও আরো টাকা চায় | আমি বলেছি আমাকে একবার বাবার কাছে যেতে দাও | তুমি যত টাকা চাও তাই দেব" |

তারপর কিছুটা গ্যাপ দিয়ে---"উদ্দীপন কি আমাকে বাবার কাছে নিয়ে যাবে"?

এমন টুকরো টুকরো কিছু কথা যা থেকে পুলিশের সন্দেহ, হয়তো আরো কিছু দেহ মিলতে পারে ওই বাড়ির আনাচ কানাচ খুঁড়ে | কাজের লোক কেউ ছিলনা, কেন? তাকেও কি --- ?

এই তদন্ত চলতে চলতেই পুলিশ অফিসার তেজেন্দ্র প্রতাপকে দুটি খবর দিলেন,  

এক নম্বর-- উদ্দীপনের বাড়ির অন্য একটি ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেছে একটি দেহ | দেহটি মুন্ডুহীন |   

দুই নম্বর—গোয়ালিয়র থানায় নিষ্কৃতি ঠক্কর নামে আরো একটি মিসিং ডায়েরি জমা পড়েছে |

                                                ------

শব্দ সংখ্যা—২০০০

 

 

সবিতা বিশ্বাস

প্রযত্নে – লন্কেশ্বর বিশ্বাস

গ্রাম + পোস্ট – মাজদিয়া (বিশ্বাসপাড়া)

(শুভক্ষণ লজের পাশে )

জেলা-নদীয়া পিন-৭৪১৫০৭

ফোন-৮৯০০৭৩৯৭৮৮

ভারত

ই মেইল- sraybiswas@gmail.com

 

 

 

 

 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত