যে পথে হেঁটেছি আজন্ম, এটা কি সেই পথ! সজ্ঞানে বা অজ্ঞানে। তথাকথিত শিক্ষিত হবার আগে বা পরে! আসলে শিক্ষালাভ তো জন্ম হওয়া ইস্তক। প্রকৃতির কাছে, প্রকৃতির দুয়ারে। প্রকৃতির পাঠ। আর গুরুজনের শিক্ষার হাত মাথায় নিয়েই পথ চলা শুরু। বসন্ত আসা-যাওয়ার সঙ্গে বয়স বেড়ে যাওয়ার এক প্রাকৃতিক খেলা। বয়স বাড়ে প্রকৃতির নিয়মে। আপন গতিতে, নিজের ছন্দে ও তালে। পথ চলতে চলতে কোথায় নিয়ে যায় আজ! এত দিন পরে, এত চলার পরেও। মাঝেমধ্যে মনে হয় এটাই কি সেই পথ! যে পথে চলেছি যুগ যুগ ধরে। চলেছে আমার পূর্বপুরুষেরা। আমার অন্তরাত্মারা। বারবার হোঁচট খেয়ে পড়ে গিয়েও থামেনি। থামিনি। উঠে দাঁড়াব বলে আবার শক্তি সঞ্চয় করার চেষ্টায় ব্রতী হয়েছি। কখনো কোন অবলম্বনের ভরসা না করেও। তবু কেন আজ এত অচেনা লাগে এই পথ। যে পথের প্রতিটি বাঁক পরিচিত হাতের তালুর মতো, সেই পথকে কেন আজ নতুন লাগে! যে পথের প্রতিটি নুড়িতে লেখা রয়েছে আমার রক্তবিন্দুর ডাকনাম, সেই পথ কেন ঝাপসা হয়ে আসে! এমনকি সূর্য যখন মধ্যগগনেও। সেই পথ হাতছানি দিয়ে ডাকে আজো, তবে ইশারার ভাষা যেন বদলে গেছে! নাকি পুরো পথই! ভাবি আর ভাবি। ভেবেই চলি, পথের ইন্চিতে ইন্চিতে। ইঙ্গিতে ইঙ্গিতে!
Thursday, December 17, 2020
মুক্তগদ্য ।। পথ আজ নতুন বাঁকে।। পার্থ সারথি চক্রবর্তী
Tags
# ৩৪তম সংখ্যা: পৌষ ১৪২৭ ডিসেম্বর 2020
# গদ্য

প্রসঙ্গ : নবপ্রভাত পরিবার
গদ্য
Subscribe to:
Post Comments (Atom)
'নবপ্রভাত সাহিত্য পরিবার'
* 'নবপ্রভাত' মাসিক ব্লগ-ম্যাগাজিন সাহিত্যের সমস্ত শাখার লেখাই প্রকাশ করে। গোষ্ঠীর ছুঁৎমার্গ নেই।
* মুদ্রিত নবপ্রভাত বছরে ১/২ বার প্রকাশিত হয়।
* নবপ্রভাত প্রকাশনী সুনামের সঙ্গে তার পথ চলা জারি রেখেছে।
* সাধারণ সম্পাদকঃ নিরাশাহরণ নস্কর। প্রয়োজনে যোগাযোগঃ ৯৪৩৩৩৯৩৫৫৬।
* আমাদের পরিবারের অন্য দুটি মাসিক ব্লগজিন— ১) কথাকাহিনি (সমস্ত রকম গদ্য প্রকাশিত হয়। সম্পাদকঃ শ্রী বিশ্বনাথ প্রামাণিক) এবং ২) কিশলয় (শিশুকিশোর উপযোগী আঁকা-লেখা প্রকাশিত হয়। যুগ্ম সম্পাদকঃ শ্রী প্রিয়ব্রত দত্ত ও শ্রী কার্তিক চন্দ্র পাল)। * সম্পাদকমণ্ডলীর অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য—শ্রী লক্ষ্মণ চন্দ্র নস্কর, জগবন্ধু হালদার, অরবিন্দ পুরকাইত, চন্দন মিত্র, পরিতোষ মণ্ডল প্রমুখ।
No comments:
Post a Comment