Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

গল্প ।। শরতের আকাশ ।। অঞ্জনা দেব রায়

শরতের আকাশ 


___এই সাতসকালে কোথায় বেরিয়েছিলে ? 
গ্রামের সকালের সঙ্গে পরিচয় তো প্রায় অনেক দিনের স্মৃতি । বেশ লাগল কিন্তু । এক এক জায়গায় মাঠের চার পাশে কাশফুলে ভরে আছে , সকালের বাতাসে দোল খাচ্ছে । ওঃ কী যে সুন্দর মন খুশিতে ভরে যায় । তারপর পথের ধারে ধারে শিউলি গাছের নীচে শিশিরে ভেজা শিউলি ফুলের গন্ধে চারিদিক ভরে আছে । আর শরতের আকাশে তুলোর মত সাদা মেঘের খেলা চলছে । এ যেন এক স্বর্গীয় রুপ । মনে হয় স্বয়ং মা দুর্গা এখানে বিরাজ করছেন  ।
-আহা অনেকদিন বাদে আমার কবি দাদা এলেন আর সকাল বেলায় প্রকৃতির রুপের বর্ণনা শুরু করে দিলেন । আচ্ছা অনেক হয়েছে ঘরে এসে চেয়ারে বসো । আমি অরুপ ও পাখিকে ডাকি । একসাথে  বসে গরম কফি খাওয়া যাবে  । 
আরে,, অরুপ ও পাখি এখনো ঘুম থেকে ওঠেনি  ? ঠিক আছে ওদের ডেকে দে একসাথে কফি খেতে খেতে গল্প করা যাবে । আচ্ছা  শোন তোদের এদিকে কাছাকাছি কোন দোকান বাজার নেই ? 
ওমা, থাকবে না কেন ? বড় রাস্তার কাছেই  সব রকমের দোকান ও বাজার আছে । সেখানে সব কিছু  পাওয়া যায় । আমাদের বাড়ির কাছে কিছু মুদি দোকান  ও চায়ের দোকান আছে ।
বনি খাবার টেবিলের কাছে চেয়ার টেনে বসে পড়ল । অনু চলে গেল রান্না ঘরে কফি বানাতে । এক  এক করে অরুপ ও পাখি ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে বনির পাশে এসে বসল । কিছুক্ষণের মধ্যে ধোঁয়া ওঠা কফি ও গরম গরম পকরা নিয়ে অনু এসে হাজির । অনুও বসে পড়ল সবার সাথে কফি খেতে । গরম কফি খেতে খেতে নানারকমের গল্পে মেতে উঠলো সবাই । 
শরতের ঝলমলে রোদ্দুর সমস্ত বাড়ি ও উঠোনে ছড়িয়ে পড়েছে । উঠোনের এক পাশে তুলসী মঞ্চ আর এক পাশে নানারকমের ফুলের গাছ । টিনের চালের উপর কুমড়ো গাছের বিস্তার । বাড়ির গেটে মাধবীলতা ফুলের গাছে ঘিরে আছে । চারিদিকে যেন জীবনের সজীব আবহ ।   
সকালের জলখাবারে লুচি , ছোলার ডাল , বেগুনভাজা খেয়ে বনিদা খুব খুশি ।  দুপুরে মোচার ঘণ্ট কাতলা মাছের কালিয়া করব ভাবছি ।  অরুপ মোচার ঘণ্ট খেতে খুব ভালবাসে ।
বনিদা সঙ্গে সঙ্গে বলে উঠল আমারও খুব প্রিয় । সেই কবে যে মোচার ঘণ্ট খেয়েছিলাম ভুলে গেছি । কাল তোর হাতের ধোঁকার ডালনাটা চমৎকার খেলাম । 
অরুপ রোজ বাজারে যেতে পচ্ছন্দ করে না । তাই সপ্তাহে একদিন বাজারে গিয়ে মাছমাংস ও সবজি বেশি করে নিয়ে আসে । সেগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয় । আর কোনো কিছু দরকার হলে বাড়ির সামনে দিয়ে যখন ঠেলাগাড়িতে করে সবজি নিয়ে যায় চাষিরা তখন ওদের কাছ থেকে নিয়ে নি । 
হ্যাঁ সেতো বুঝলাম কিন্তু অরূপ চাকরি সূত্রে এতো ভাল ভাল জায়গায় থেকে এখন কিনা কলকাতা  শহর থেকে এত ভেতরে বাড়ি কিনল । চারিদিকে গাছ  দিয়ে ঘেরা ,অনেকটা গ্রামের মত।
অনু বলল এটা গ্রাম নয় , কলকাতার মধ্যেই পরে , গাছ দিয়ে ঘেরা বলে ওরকম মনে হচ্ছে । প্রচুর মানুষ আসছে এদিকে । কলকাতায় ঘারের উপর এত লোক আর থাকবার জায়গাইবা পাবে কোথায় ।
অরুপ বলল এই দেখো না রুবি থেকে মেট্রো রেল চলবে বলে কাজ ও শুরু হয়ে গেছে । আর এখানে প্রচুর ফাঁকা জায়গা থাকায় অনেকটা জায়গা জুড়ে প্রোমোটারেরা কমপ্লেক্স  তৈরি  করছে । ফলে দিনরাত ট্রাক বোঝাই করে সিমেন্ট ,বালি, ইট আসছে।  যারা আগে জমি কিনে বছরের পর বছর ফেলে রেখেছিল , তারা সব নড়েচড়ে বসেছে । এখন তারাই লাখপতি হচ্ছে । অনেক বড়লোকেরা জমি কিনে বাগানবাড়ি করে রেখেছে । ছুটিছাটা হলে সবাই আসে পিকনিক করে , হইচই করে  আবার চলে যায় । অনেক সময় সিনেমা ও দূরদর্শনের সিরিয়ালের শুটিং ও হয় এখানে ।   এই সব কথা শুনতে শুনতে বনি অনুর দিকে তাকিয়ে তার চঞ্চল ভাবটা লক্ষ্য করে  ভাবছে বয়েসটা বাড়লেও আগের মতোই হাসিখুশি আছে । অনুই একদিন তাঁর উপন্যাস লেখার প্রেরণা ছিল । অনুর কি সে সব কথা মনে আছে?
অনুদের বাড়ির উঠোন জুড়ে রোদ । সেই রোদের ছটা বাগানের গাছের মধ্যে দিয়ে যেন গলে পড়ছে । বনির মনের ভিতর সেই রোদের ছটা প্রবেশ করে জমে থাকা অন্ধকার সরে গিয়ে আলোকিত হয়ে ওঠে পুরনোদিনের সব কথা । অনেকদিন পর আবার উপন্যাস লিখতে ইচ্ছে করে বনির । মনের মধ্যে  তৈরি হতে থাকে নানা চরিত্রের ছবি । 
কী ভাবছ বনিদা ? নাঃ তেমন কিছু না । আসলে কিছু পুরনো কথা মনে পড়ে গেল । কিন্তু হঠাৎ করে এদিকে তোরা চলে এলি কেন বল তো ?  বেশ তো ছিলি বালিগঞ্জের কোয়াটারে । 
অনু বলল আসলে অরুপের খোলামেলা জায়গা পচ্ছন্দ । কোলকাতার কোলাহল, রাতদিন গাড়ির আওয়াজ , গায়ে গায়ে বাড়ি , আলো হাওয়া কম এসব কিছু অরুপের  একদম পচ্ছন্দ নয় । 
জানো তো বনিদা অরুপ বরাবরই কথা কম বলে । এছাড়া মনের কথা প্রকাশ করার ভাষাই জানত না। তবে যা হয় অনেকদিন একসঙ্গে থাকতে থাকতে পরস্পরকে কিছুটা চেনা হয়ে যায় । তাই ওর মনের কথা কিছুটা হলেও বুঝতে পারতাম । মেয়ে যখন ছোট অরুপ তখন কোলকাতায় চাকরি করে । সেই সময় বাড়িটা তৈরি করা হয়েছিল । এখন অরুপ চাকরি থেকে অবসর হয়েছে তাই আমরা বালিগঞ্জ কোয়াটার ছেড়ে এই বাগান বাড়িতে চলে এসেছি । আর মেয়ে এখন ডাক্তারি পড়ছে । ও হোস্টেলে থাকে , ছুটিছাটা পড়লে বাড়িতে আসে । মেন শহরের কোলাহল থেকে আমরা খোলা হাওয়ায় গাছে ঘেরা বাগান বাড়িতে খুব ভাল আছি । 
আচ্ছা বনিদা এবার তোমার কথা বল । তোমার সাহিত্যচর্চা মানে গল্প, উপন্যাস লেখা কেমন চলছে ? তুমি তো জান তোমার লেখা উপন্যাস পড়তে আমার খুব ভাল লাগে ।
বনিদা বলল তোদের বাড়িতে যখন থাকতাম তখন খুব লেখা হত । চাকরিসূত্রে বাইরে থাকতে হয়েছে । আর ওখানকার অফিসের কাজের চাপ এত বেশি যে লেখালেখি করার সময় হতো না । কয়েকটা গল্প লিখেছিলাম।  এই মুহূর্তে তোদের এই বাগান বাড়িতে এসে এত ভালো লাগলো আর তোকে দেখতে পেয়ে আবার উপন্যাস লেখার কথা  মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবছি বাড়ি গিয়েই লেখা শুরু করব । অনু  একটু লজ্জা পেয়ে রান্না ঘরে চলে গেল  । রান্নাঘরে কাজ করতে করতে অনুর অনেক পুরনো কথা মনে পড়ে গেল ।  বনি তখন অনুদের বাড়ি থেকে লেখাপড়া করছে ।  অনুর বাবার বন্ধুর ছেলে  বনিদা। হালিশহরে ওদের বাড়ি । অনুর বাবা স্কুলটিচার ছিল । বনিদা অনুদের বাড়িতে থেকে অনুর বাবা যেই স্কুলে পড়াত  সেই স্কুলে পড়ত । বনিদা লেখাপড়ায় খুব ভালো ছিল । বরাবর ক্লাসে প্রথম হত। বনিদা ছাত্রজীবন থেকেই কবিতা, গল্প, ছড়া লিখত । স্কুল ম্যাগাজিনে বনিদার লেখা কবিতা ছাপা হত । পরে অবশ্য বনিদার লেখা গল্প,উপন্যাস  দেশ পত্রিকা ,আনন্দবাজার দৈনিক পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়েছে  ।  বনিদার খুব নামডাক ও পরিচিতি হয়েছিল । বনিদার সাথে অনুর খুব মিলমিশ ছিল । অনুর বান্ধবীদের সাথেও বনিদার পরিচয় ছিল । বনিদা মেয়েদের সাথে মিশতে ও কথা বলতে বেশ পচ্ছন্দ করত । বনিদার লেখার মধ্যে প্রেম ও নারীদের শরীর নিয়ে কিছু না কিছু বর্ণনা থাকত । বনিদার লেখা গল্প ও উপন্যাস পড়ে অনু তির্যক ভঙ্গি করে বলত”তোমরা লেখকরা ভারী অসভ্য  “,  এসব ভাবতে ভাবতে রান্নাঘর থেকে বসার ঘরে এসে দেখে বনিদা গল্পের বই পড়ছে ।আর অরুপ  খবরের কাগজ পড়ছে ।  অনু অরুপকে বলল বনিদাকে নিয়ে এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে  এসো। সকালে বনিদা একা একা একটা দিক ঘুরেছে । আমার ততক্ষণে রান্না হয়ে যাবে । 
ঘণ্টাখানেক বাদে ঘুরে এসে বনিদা খুব খুশি । আশে পাশের দুচারজনের সঙ্গে আলাপও হয়েছে । বনিদা অনুকে বলল জানিস তোদের এই জায়গায় এসে শরতের আবোহাওয়ায় মনটা খুশিতে ভরে  গেল । চারিদিকে কাশফুলের সৌন্দর্য মনকে আরো আনন্দে ভরিয়ে তুলল । তোদের এখানে এসে  নতুন নতুন ভাষা ও নতুন ছন্দ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে । ভাবছি আবার লেখালেখি শুরু করব।  চাকরিসূত্রে সিঙ্গাপুরে থাকতে হত আর প্রচুর কাজের চাপে সাহিত্যচর্চা বন্ধ হয়ে গিয়েছিল ।  
এখন কি তুমি পুরোপুরি কলকাতায় চলেএসেছ ?  
হ্যাঁ আমি চাকরি থেকে অবসর নিয়ে এসেছি । প্রাইভেট কোম্পানির চাকরি করতে আর ভাল লাগলো   না ।  আচ্ছা বনিদা তুমি বিয়ে করলে না কেন ? তুমি তো মেয়েদের সাথে  মিশতে ও গল্প করতে খুব  ভালবাসতে । 
বনি বলল জনিস তো অনু আমার মনের মত যাকে পেয়েছিলাম তাকে কখনো মনের ভালবাসার কথা বলা হয়ে ওঠেনি । পরিস্থিতি আমার জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছে । তুই কি বুঝতে পারিসনি কখনো ?
অনু কিছু না বলে মাথা নিচু করে ঘরে চলে গেল । অনু জানত বনিদা মনে মনে অনুকে ভালবাসত। সেভাবে কখনো বলে উঠতে পারেনি কারণ অনুর বাবা খুব রাগী মানুষ ছিলেন । এবং নিজের পচ্ছন্দ করা সরকারি চাকরি  ছেলের সাথেই অনুর বিয়ে দেবেন   আর বনিদা তখন প্রাইভেট কোম্পানিতে     চাকরি করত, ফলে অন্য কোন উপায় ছিল না । অনুও বনিদাকে মনে মনে খুব ভালবাসত । কিন্ত কিছু  করার ছিল না বাবার কথামত অরুপকে বিয়ে করতে হয়েছিল যেহেতু অরুপ সরকারি চাকরি করত।  তবে অরুপ খুব ভাল ছেলে । অনুর সবকিছু খেয়াল রাখে আর অনুকে খুব ভালবাসত ।অনুর কোন ইচ্ছাতে বাদ সাধে না । অনু ভাল গান করত বলে অরুপ ওকে ভাল গানের টিচার রেখে দিয়েছিল। কয়েকবছর পর ওদের ঘরে যখন মেয়ে আসলো তখন অরুপ ও অনুর সংসার আনন্দে ভরে উঠল ।
কড়াতে ফোড়ন ও মশলা দিয়ে  চিকেনের টুকরোগুলো ঢেলে দেয় অনু । রান্নার সুগন্ধে চারিদিক ভরে গেছে । রান্না করতে করতে অনুর মনে প্রশ্ন জাগল যে হঠাৎ করে বনিদার ওদের বাড়িতে আশার কারণটা কি ? কোথা থেকে অনুর খবর পেয়েছে কে জানে । বনিদা অনুর  স্মৃতিতে অনেকদিন ছিল । কিন্তু এখন সে স্মৃতি  ঝাপসা হতে হতে অনুর মন থেকে মুছে গেছে । এখন অনুর মন ঘিরে রয়েছে  অরুপ ও তার মেয়ে । 
অরুপ মানুষটা সৎ , শান্ত ও খুব ভালমানুষ। প্রতিভাবান নয় , কাউকে আঘাত করে না এবং কোন কাজে ফাঁকি দেয় না । এই কারণে অফিসে অরুপকে সবাই ভালবাসে । এবং অরুপের কাজের সবাই  খুব সুনাম করে  ।  এছাড়া অফিসে যেমন দায়িত্ব নিয়ে কাজ করে তেমনি পরিবারের প্রতি দায়িত্ব তাঁর অপরিসীম এককথায় পরিপূর্ণ মানুষ ।
আজকে বনিদার এখানে আসাটা অবাক লাগলেও ততটা খারাপ লাগছেনা অনুর  । বহুকাল আগের চেনা মানুষকে হঠাৎ   দেখতে  পেলে  তাকে আদর যত্ন করে খাওয়াতে ভালই লাগে । বনিদা খেতে  যেমন ভালোবাসে তেমনি  রান্নার প্রশংসা করে ।  অরুপ কোন প্রশংসার মধ্যে নেই যা রান্না হয় তাই খেয়ে নেয় । অরুপ কথাও কম বলে । বাড়িতে বনিদা এসেছে বলে কত কথা ভেসে বেড়াচ্ছে । বনিদার সাথে গল্প করতে করতে কত পুরনো মানুষের কথা ও কত পুরনো ঘটনার কথা মনে পড়ছে তবে বনিদার এখনকার জীবন যাপন সম্বন্ধে জানার আগ্রহ থাকলেও অনু জিজ্ঞাসা করার সাহস পায়নি । বনিদার সাথে গল্প করতে করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়েছে বোঝা  যায় নি । অনু চার জল চাপিয়ে সন্ধ্যে দিতে চলে যায় । আশে পাশের বাড়ি থেকে  মাঙ্গলিক শঙ্খধ্বনির আওয়াজ  ভেসে আসছে । কিছুক্ষণ বাদে অনু  চা ও পাপর ভাজা নিয়ে আসল । চা খেতে খেতে বনিদা বললে ভাবছি কাল দুপুরে খেয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ব । কয়েকটা দিন বেশ কাটল এখানে এসে । 
অনু অবাক হয়ে বললে – ওমা , সেকি কালই চলে যাবে ?  বনি হাসে আর বলে ভবঘুরে বেশিদিন কোথাও থাকে না । তাও তো তোদের এখানে দুদিন থেকে গেলাম । 
ঠিক আছে সবাই ভেতর ঘরে বসে গল্প কর, চট জলদী  একটু খিচুড়ি ডিম ভাজা বানিয়ে আনি । অরুপ ও বনিদা দুজনেই খিচুড়ি খেতে পচ্ছন্দ করে ।
অনু চলে গেল রান্না ঘরে । বনিদা অরুপকে বলল সকালে তোমাদের জায়গাটা আর একবার ঘুরে আসব । শরৎ কালের এত সুন্দর আবহাওয়া কলকাতা শহরে পাওয়া যাবে না । তাইএত সুন্দর  কাশফুলের সৌন্দর্য চোখকে সমৃদ্ধ করে নিয়ে যাচ্ছি আর শিউলিফুলের সুগন্ধ্য ও প্রানভরে নিয়ে যাচ্ছি। 
অরুপ বলল সত্যিই শরতের আকাশটা এখানে বড় সুন্দর। আর এখানকার দুর্গাপূজা দেখার মত ।  এখানকার মানুষের মধ্যে এত আন্তরিকতা মেন শহরে পাবে না । তুমি একবার দুর্গাপুজার সময়ে  এখানে আসবে  খুব ভাল লাগবে ।  অনুর ডাকে সবাই রান্না ঘরে খিচুড়ি খেতে চলে গেল ।      

*************************













অঞ্জনা দেব রায় 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক