Featured Post
ছড়া ।। মকর সংক্রান্তি || ঊষা মল্লিক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মকর সংক্রান্তি
ঊষা মল্লিক
ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস, বইছে চারপাশে,
পিঠের গন্ধ ভাসে আজ আকাশে বাতাসে।
আজ যে সংক্রান্তি, আর পৌষ মাসের শেষ,
সকাল থেকে মনে যেন আজ, বড়ই খুশীর আবেশ।
গঙ্গা সাগরের জলে আজ, নাগা সন্ন্যাসীর স্নান,
আদিবাসীদের সুরে আজ, জমে উঠেছে গান।
কদিন ধরে চলেছে ঢেঁকি সমস্ত গ্রাম জুড়ি,
ঢেঁকি কুটে সবাই আজ বানাল চাল গুঁড়ি।
রং বে রং এর আলপনাতে, সেজেছে সব উঠান,
মকর সংক্রান্তির মেলা আজ, পল্লীতে ফিরেছে প্রাণ।
নারকেল আর মাখা সন্দেশে তৈরী কতো কিছু,
পিঠে খাবার তরে, বাচ্চারা ঘুরছে , মায়ের পিছু পিছু।
সব রকমের পিঠেতে প্রায়, লাগছে খেজুর গুড়,
পাটিসাপটা আর পুলি পিঠেতে, লাগবে গুড়ের পুর।
বাংলার আকাশ জুড়ে দেখি চলছে ঘুড়ির মেলা,
ছোট থেকে বড় সবাই খেলছে, কাটাকুটি খেলা।
সন্ধ্যা বেলায় প্রায় আজকাল, টুসু পৃজা হয়,
পিঠে খেতে দারুণ মজা, সবাই যে তাই কয়।
দুধ পুলি, সরুচাকলী আর ভাপা পিঠের স্বাদে,
মানুষের মন যেন আজ, ভরেছে আহ্লাদে।
পিঠে খেতে এসো সবাই, করি নিমন্ত্রণ,
সবাইকে জানাই, মকর সংক্রান্তির শুভেচ্ছা, অভিনন্দন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন