হয়ে গেল গত ৩০ শে আষাঢ়,১৪২৫,রবিবার,ইং-15/07/2018 জয় গুরু সেবাঞ্জলি সেবা
সমিতির বাৎসরিক পত্রিকা "সেবাঞ্জলি"র দ্বিতীয় সংখ্যা 'পরিত্রাতা'র আবরণ
উন্মোচন অনুষ্ঠান।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা
থানার অন্তর্গত রামজীবনপুরের নতুনহাট তলায়।অনুষ্ঠানের মূল বিষয় ছিল চারটি।যথা
১)"সেবাঞ্জলি"পত্রিকার দ্বিতীয় সংখ্যা 'পরিত্রাতা'র আবরণ উন্মোচন
২)কবি ও বিশিষ্ট ব্যক্তি সংবর্ধনা ৩)কবিদের স্বরচিত কবিতা পাঠ ৪)শ্রোতাদের
কবিতা আবৃত্তি।
মঙ্গলদীপ প্রজ্জলনের মাধম্যে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন
করেন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক মাননীয় শ্রী অলোক কুমার ঘোষ মহাশয়,উপস্থিত ছিলেন
পৌরসভার চেয়ারম্যান মাননীয় নির্মল চৌধুরী মহাশয়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক
মাননীয় শ্রী অজিতেশ নাগ মহাশয়,বিশিষ্ট ঔপন্যাসিক মাননীয় শ্রী দেবব্রত সান্যাল
মহাশয়,বিশিষ্ট মাননীয়া শ্রী মতি সোমা প্রধান মহাশয়া,বিশিষ্ট সাহিত্যিক মাননীয়া
শ্রী মতি স্মৃতি পাল মহাশয়া,সাহিত্যিক মাননীয় শ্রী প্রেমচাঁদ ফৌজদার মহাশয়,
কবি মাননীয় শ্রী বিলাস ঘোষ মহাশয়, বিশিষ্ট শিক্ষক ও পাঠ্যপুস্তক রচয়িতা মাননীয়
শ্রী তপন কুমার ভট্টাচার্য মহাশয়,গীতিকার ও কবি মাননীয় শ্রী বি কে স্বপন
মহাশয়, ভাষা শ্রমিক মাননীয় শ্রী সোমাদ্রি সাহা মহাশয়,ঘাটাল প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক মাননীয় শ্রী কমল কৃষ্ণ বেরা মহাশয়,অবসর প্রাপ্ত অধ্যাপক এবং
কবি মাননীয় শ্রী অজিত কুমার কর মহাশয় এবং তার সহধর্মিণী জয়শ্রী কর মহাশয়া,কবি
প্রবীর কুমার চৌধুরী মহাশয়,কবি সুবীর কুমার ঘোষ মহাশয়,সঙ্গীতানুরাগী মাননীয়
অনিমেষ সূত্রধর মহাশয়,কবি রাত্রি দত্ত প্রমুখ প্রথিতযশা ব্যক্তিবর্গ সহ
বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী,এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি বৃন্দ।সমগ্র
অনুষ্ঠানটি পরিবেশন করেন জয় গুরু সেবাঞ্জলি সেবা সমিতির সম্পাদক, কর্নধার ও
প্রতিষ্ঠাতা মাননীয় শ্রী প্রশান্ত কুমার ঘোষ মহাশয়, তাঁকে সহযোগিতা করেন
মাননীয়া শ্রীময়ী অপর্ণা দোলুই মহাশয়া।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকল বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবীকে "সেবাঞ্জলি
ভাষা সাহিত্য সম্মাননা-১৪২৫"- সম্মাননা সনদ প্রদান করা হয়েছে তাঁরা হলেন-
১)মাননীয় শ্রী অলোক কুমার ঘোষ মহাশয়
২) মাননীয় শ্রী নির্মল চৌধুরী মহাশয়
৩)মাননীয় শ্রী দেবব্রত সান্যাল মহাশয়
৪)মাননীয় শ্রী অজিতেশ নাগ মহাশয়
৫)মাননীয় তপন কুমার ভট্টাচার্য মহাশয়
৬)মাননীয় শ্রী অজিত কুমার কর মহাশয়
৭) মাননীয় শ্রী কৌশিক সেন মহাশয়
৮)মাননীয়া শ্রীমতি মাধবী আদক মহাশয়া
৯)মাননীয় শ্রী বি কে স্বপন মহাশয়
১০)মাননীয়া শ্রীমতি মিতা চ্যাটার্জি মহাশয়া
১১)মাননীয়া শ্রীমতি নয়না বেগম মহাশয়া
১২)মাননীয়া শ্রীমতি সোমা প্রধান মহাশয়া
১৩)মাননীয়া শ্রীমতি স্মৃতি পাল মহাশয়া
১৪)মাননীয় শ্রী সৌমেন বন্দ্যোপাধ্যায় মহাশয়
১৫)মাননীয় শ্রী সোমাদ্রি সাহা মহাশয়
১৬)মাননীয় শ্রী প্রবীর সেন মহাশয়
১৭)মাননীয় শ্রী প্রবীর কুমার চৌধুরী মহাশয়
১৮)মাননীয় শ্রী জগবন্ধু ঘোষ মহাশয়
১৯)মাননীয় শ্রী প্রেমচাঁদ ফৌজদার মহাশয়
২০)মাননীয় কমল কৃষ্ণ বেরা মহাশয়
২১)মাননীয় শ্রী বিলাস ঘোষ মহাশয়
২২)মাননীয়া শ্রীমতি দীপালি মুখার্জি মহাশয়া
২৩)মাননীয়া শ্রীমতি বর্ণালী কর মহাশয়া
২৪)মাননীয়া শ্রীময়ী সোমা বিশ্বাস মহাশয়া।
২৫) মাননীয় শ্রী সুবীর কুমার ঘোষ মহাশয়
২৬)মাননীয় শ্রী অনিমেষ সূত্রধর মহাশয়।
ছিল গান, স্বরচিত গান, স্বরচিত কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ প্রভৃতি
সাহিত্য চর্চা। অনেকেই তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। সেবা মূলক কাজে সকলেই
সাহায্য ও সহযোগিতা করেন এবং সমাজসেবা মূলক কাজে নিয়োজিত হবার অঙ্গীকারবদ্ধ
বদ্ধ হন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন