"যদি পৃথিবীর এক কোণে আমার হৃদয় চাপা পড়ে থাকে
সেটা আমার দায় নয়"
অনেকদিন আগে করি শুভদীপ এই কাব্যগ্রন্থটি
উপহার স্বরূপ হাতে পেয়েছিলাম।সেসময় কিছুটা দায়বদ্ধতা আবার সামান্য সৌজন্যের
কারনে প্রায় করতে হবে তাই করা -এমন মনোভাব নিয়ে বইটির আলোচনা করেছিলাম।আর এখন
করছি মনের আনন্দে।তরুণ কবির উত্তরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।প্রতিটি কবিতাতেই
পরিণতির ছাপ স্পষ্ট।"সেলের ভেতর থেকে"কবিতায় কবি বলেন,
"সফলতা হাতের মুঠোয় এসে
যখন আত্মক্ষরণ হয়,তখন আমি
সেলের ভেতর বসে থাকি "
বৃষ্টি বিষয়ক কবির বেশ কয়েকটি কবিতায় ঝংকৃত হয়েছে বিরহ, স্মৃতিমেদুরতা,আত্মকথন, আত্মক্ষরণ ও ভালোবাসা। তিনি বলেন "বৃষ্টির শব্দে আমার কথা ফোটে মুখে"। তার এই সব উচ্চারণ পাঠকের বুকে আশার সঞ্চার ঘটায়।
কখনও কবির বলছেন, "বৃষ্টি কখনো রোদ্দুর হলে মেঘের হাসি পায়।"
কবির বলবার ধরনটি একেবারেই কবির নিজস্ব।এই প্রসঙ্গে জাঁ পল সার্তে এর উক্তি
অনুসরণ যোগ্য। তিনি বিশ্বাস করতেন ,"ব্যক্তি যদি তার অস্তিত্ব বিষয় সচেতন থাকে
তবে তাকে শোষণ করা সহজ নয় ।" "স্বাধীনতা মানুষকে সাহায্য করে সবকিছুকে
চিনতে,ভাবতে ও অর্জন করতে।" তিনি তার নানা সাহিত্য কর্মে দেখিয়েছেন একটি সমগ্র
বিবেচনাহীনতার কাছে ব্যক্তি মানুষ কতই না অসহায়। কবি শুভদীপ নিজের অস্তিত্বকে
প্রকাশ করেছেন সচেতন ভাবে।
নির্বাক বাল্মীকি শীর্ষক কবিতায় সেজন্য তার সদম্ভ উচ্চারণ -
"একটা সমুদ্র চাই আমার - যেখানে সহনসীমা পরিযায়ী
বিন্দুবৃত্ত তৈরি করবে অসামরিক অধিকার -রক্তচাপ"কবির ভাষাশৈলি ও শব্দচয়ন
পাঠককে বিমোহিত করবে। দেশ ও প্রেমী কবিতায় তিনি বলেন , দেশ জানে না কতটা
বিদ্বেষ করলে
একটা নতুন কবিতার জন্ম হয।
কবি শুভদীপের এটা যে প্রথম কাব্যগ্রন্থ তা বোঝা যায় না কবিতাগুলি পাঠ করলে।মনে
হয় কবি যেন দীর্ঘকাল ধরে কবিতা লিখছেন।তার ছয় নম্বর রাজ্য সড়ক শীর্ষক
কবিতাগুলো যেন তরবারির মতো শাণিত।"ভোরের পাখিরা নিশাচর সেজে বসে থাকে
ইলেকট্রিক পোস্টের ছাদে। হুশ শশ করে ঢলে যায় উড়ন্ত সব ক্লান্তির
দল।"ক্লান্তির দল কবির কাছে উড়ন্ত।তারা আসে বটে তবে ঝেড়ে ফেলতে পারলে উড়ে
পালায়। এই অকুতোভয় কবি সেজন্য উচ্চারণ করতে পারেন,নতুন নতুন ক্লান্তিরা
ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে।আসলে "নির্বাক বাল্মীকি" একটি ল্যান্ডমার্ক। এই
কাজটি করবার জন্য বিরুৎজাতীয় সাহিত্য সম্মিলনীকে বাহবা দিতেই হয়। শুভদীপদের
মতো ছাত্র কবিদের প্রচার পাবার দরকার,এটা যত বেশি বেশি করে হবে তত মঙ্গল।
প্রচ্ছদ,ছাপা এবং কাগজ ভাল।নিজের আঁকা প্রচ্ছদে শুভদীপ আর একবার নিজের জাত
চিনিয়েছেন।
====================================
কাব্যগ্রন্থ "নির্বাক বাল্মীকি" ।। কবি শুভদীপ সেনশর্মা।।
প্রকাশক -বীরুতজাতীয় সাহিত্য সম্মিলনী, কালীমোহনপল্লী, বোলপুর ।।
বিনিময় 60 টাকা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন