Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গ্রন্থঃ ব্ল্যাক ফরেষ্ট -- তুষ্টি ভট্টাচার্য ।। আলোচনায়ঃ বিপ্লব গঙ্গোপাধ্যায়

 

ব্ল্যাক ফরেষ্ট- আলোর উৎসমুখ থেকে সরে যাওয়া কৃষ্ণবিন্দু, নিওনের ছায়া



বিপ্লব গঙ্গোপাধ্যায়




" যে দেশ আমাদের নয় মায়ার টানে সেখানে গড়িনি আমরা নিজেদের বসত " ম্যাজিক
রিয়েলিজমের সেই ভূখন্ড সেই মানচিত্রে উপর দাঁড়িয়ে কবি তুষ্টি ভট্টাচার্য
খুজেচলেছেন দেশকালের সীমারেখা অতিক্রম করে এক আবহমানের ঠিকানা। তুষ্টি
খুব সহজ সাবলীল ভঙ্গিমায় কবিতা লেখেন ফলে তাঁর কবিতার ভেতর
দুষ্প্রবেশ্যতার কোন অভিযোগ আনা যায় না। ছোট ছোট শব্দ সাজিয়ে কবিতার
ঘরবাড়ি গড়ে তোলেন সহজেই অথচ তাঁর স্থাপত্যে কোথাও জরাজীর্ণতার বিন্দু
মাত্র আচড় কামড় নেই। জীবনের গভীর গভীরতর উপলব্ধির নির্যাস উপুড় করে
দিয়েছেন সরল ও ঋজু বক্তব্যে।এই দেওয়ালেই বুকে হেঁটে উঠে পড়েছি একদিন
পেটের মধ্যে অচেনা গলায় কেউ ডেকে উঠেছে -" টিক টিক টিক
আর লেজ খসে গেছে অতর্কিতে।
ব্ল্যাক ফরেষ্ট। নয় ফর্মার এই কাব্যগ্রন্থ ব্ল্যাক ফরেষ্ট , দেওয়ালের
গল্প , মারমেড এবং ব্ল্যাক ম্যাজিক এই চার পর্বে বিভক্ত। চারটি পর্বের
মধ্যে সুক্ষ্ণ বিভেদরেখা রয়েছে যা যেকোন মগ্ন পাঠকের নজরে আসবেই ।কবি
নিজেও অবশ্য পৃথক করেছেন পর্ব থেকে পর্বান্তরের পথ। প্রথম পর্বে রয়েছে
সৃষ্টির রহস্য এবং জীবন সংকেতের এক আশ্চর্য জগত। কীভাবে প্রাণের বার্তা
ধারণ আছে এই মহাবিশ্ব ।কৃষ্ণগহ্বর থেকে সেই মহাজাগতিক পথ যেন জীবনেরই
ধারাবাহিক অন্বেষণ। দ্বিতীয় পর্বে এসেছে দেওয়াল অর্থাৎ বিচ্ছিন্নতা।
তৃতীয় পর্বে জীবনের পরিব্যপ্ত অনুভব এবং সামগ্রিক মহাবিশ্ব থেকে বিযুক্ত
ব্যক্তিমানসের অন্তর্জগতের জটিল আবর্ত।চতুর্থ পর্বে
যাদুবাস্তবতারপরমাশ্চর্য যাত্রাপথ।
উদাহরণ দিয়ে বললে এই কথাগুলি স্পষ্ট হয়ে উঠবে
১ ওর বইয়ের প্রচ্ছদে ছিল এক মহিলার দু-পা ফাঁক করা ছবি
যে কোন অন্তর্বাস পরেনি
ফলে তার যোনিদ্বার দেখা যাচ্ছিল ( ব্ল্যাক ফরেষ্ট ৮)

সে এক কাচের দেওয়াল
বরফের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে ( দেওয়ালের গল্প ১)

মারমেড , মারমেড তুমি কলঙ্ক চেনো নি
কুঁড়ি স্তন থেকে জন্ম নেওয়া ফুল তুমি
নারীর স্তনে দুধের ভান্ডার রেখেছ
......
......
নারীটি ভরন্ত বেশি
পড়ন্ত যৌবন খুলে রেখেছে ফ্রকের ফ্রিলে
বালার মকরমুখ থেকে জন্মেছিল যে
সে আর কেউ না, তুমিই মারমেড , মারমেড (মারমেড ৩)

তবুও সুর থেকে গেছে
আজন্মের তৃষ্ণারই রূপে
মনে ধরে রেখেছে চাতক শরীর।
অলৌকিক এই বৃষ্টিদিন এভাবেই রাত হয়ে যায়।(ব্ল্যাক ম্যাজিক ১১)


জীবন রহস্যের ছায়া সেই আদি সৃষ্টিবিন্দু মহাজাগতিক" শরীরের থলে থেকে
আমাকে বের করো" ঝড়ের ড্রয়ার খুলে এভাবেই তুষ্টি দেখেছেন আজন্ম তৃষ্ণার
রেশ যেখানে জন্মের পিপাসা নিয়ে অনন্ত গর্ভ থেকে বেরিয়ে এসেছে পরিপ্লাবিত
কালপ্রবাহ। এই সময়ের উপাদান হিসেবেই বস্তুর অবস্থান চিহ্নিত হয়ে আছে
শূন্যের ভেতর অন্ধকারের ভেতর।
"রোদ পোহানোর ছলে বৃষ্টিতে ভিজেছো কখনও ? " অজুহাত সাজিয়ে এভাবেই হয়তো
আমরা শৃঙ্খলিত করেছি আমাদের চলাচল আমাদের কর্মপদ্ধতির যাবতীয় সারণী।
তাই " জলের নীচে চাঁদের ছায়া নেমে এলে " আমরা রাত নামে তাকে ডাকি। গভীর
ঘুমের মধ্যে নদী ডেকে ওঠে। তখন " বালিকার জোনাকি খেলা আর নারীর জ্যোৎস্না
স্নান দেখে " চাঁদ হতে ইচ্ছে করে।

==============================================

ব্ল্যাক ফরেষ্ট।।তুষ্টি ভট্টাচার্য।।সৃষ্টিসুখ।।প্রচ্ছদ পার্থপ্রতিম দাস।।৯৯ টাকা

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩