Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গ্রন্থঃ ব্ল্যাক ফরেষ্ট -- তুষ্টি ভট্টাচার্য ।। আলোচনায়ঃ বিপ্লব গঙ্গোপাধ্যায়

 

ব্ল্যাক ফরেষ্ট- আলোর উৎসমুখ থেকে সরে যাওয়া কৃষ্ণবিন্দু, নিওনের ছায়া



বিপ্লব গঙ্গোপাধ্যায়




" যে দেশ আমাদের নয় মায়ার টানে সেখানে গড়িনি আমরা নিজেদের বসত " ম্যাজিক
রিয়েলিজমের সেই ভূখন্ড সেই মানচিত্রে উপর দাঁড়িয়ে কবি তুষ্টি ভট্টাচার্য
খুজেচলেছেন দেশকালের সীমারেখা অতিক্রম করে এক আবহমানের ঠিকানা। তুষ্টি
খুব সহজ সাবলীল ভঙ্গিমায় কবিতা লেখেন ফলে তাঁর কবিতার ভেতর
দুষ্প্রবেশ্যতার কোন অভিযোগ আনা যায় না। ছোট ছোট শব্দ সাজিয়ে কবিতার
ঘরবাড়ি গড়ে তোলেন সহজেই অথচ তাঁর স্থাপত্যে কোথাও জরাজীর্ণতার বিন্দু
মাত্র আচড় কামড় নেই। জীবনের গভীর গভীরতর উপলব্ধির নির্যাস উপুড় করে
দিয়েছেন সরল ও ঋজু বক্তব্যে।এই দেওয়ালেই বুকে হেঁটে উঠে পড়েছি একদিন
পেটের মধ্যে অচেনা গলায় কেউ ডেকে উঠেছে -" টিক টিক টিক
আর লেজ খসে গেছে অতর্কিতে।
ব্ল্যাক ফরেষ্ট। নয় ফর্মার এই কাব্যগ্রন্থ ব্ল্যাক ফরেষ্ট , দেওয়ালের
গল্প , মারমেড এবং ব্ল্যাক ম্যাজিক এই চার পর্বে বিভক্ত। চারটি পর্বের
মধ্যে সুক্ষ্ণ বিভেদরেখা রয়েছে যা যেকোন মগ্ন পাঠকের নজরে আসবেই ।কবি
নিজেও অবশ্য পৃথক করেছেন পর্ব থেকে পর্বান্তরের পথ। প্রথম পর্বে রয়েছে
সৃষ্টির রহস্য এবং জীবন সংকেতের এক আশ্চর্য জগত। কীভাবে প্রাণের বার্তা
ধারণ আছে এই মহাবিশ্ব ।কৃষ্ণগহ্বর থেকে সেই মহাজাগতিক পথ যেন জীবনেরই
ধারাবাহিক অন্বেষণ। দ্বিতীয় পর্বে এসেছে দেওয়াল অর্থাৎ বিচ্ছিন্নতা।
তৃতীয় পর্বে জীবনের পরিব্যপ্ত অনুভব এবং সামগ্রিক মহাবিশ্ব থেকে বিযুক্ত
ব্যক্তিমানসের অন্তর্জগতের জটিল আবর্ত।চতুর্থ পর্বে
যাদুবাস্তবতারপরমাশ্চর্য যাত্রাপথ।
উদাহরণ দিয়ে বললে এই কথাগুলি স্পষ্ট হয়ে উঠবে
১ ওর বইয়ের প্রচ্ছদে ছিল এক মহিলার দু-পা ফাঁক করা ছবি
যে কোন অন্তর্বাস পরেনি
ফলে তার যোনিদ্বার দেখা যাচ্ছিল ( ব্ল্যাক ফরেষ্ট ৮)

সে এক কাচের দেওয়াল
বরফের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে ( দেওয়ালের গল্প ১)

মারমেড , মারমেড তুমি কলঙ্ক চেনো নি
কুঁড়ি স্তন থেকে জন্ম নেওয়া ফুল তুমি
নারীর স্তনে দুধের ভান্ডার রেখেছ
......
......
নারীটি ভরন্ত বেশি
পড়ন্ত যৌবন খুলে রেখেছে ফ্রকের ফ্রিলে
বালার মকরমুখ থেকে জন্মেছিল যে
সে আর কেউ না, তুমিই মারমেড , মারমেড (মারমেড ৩)

তবুও সুর থেকে গেছে
আজন্মের তৃষ্ণারই রূপে
মনে ধরে রেখেছে চাতক শরীর।
অলৌকিক এই বৃষ্টিদিন এভাবেই রাত হয়ে যায়।(ব্ল্যাক ম্যাজিক ১১)


জীবন রহস্যের ছায়া সেই আদি সৃষ্টিবিন্দু মহাজাগতিক" শরীরের থলে থেকে
আমাকে বের করো" ঝড়ের ড্রয়ার খুলে এভাবেই তুষ্টি দেখেছেন আজন্ম তৃষ্ণার
রেশ যেখানে জন্মের পিপাসা নিয়ে অনন্ত গর্ভ থেকে বেরিয়ে এসেছে পরিপ্লাবিত
কালপ্রবাহ। এই সময়ের উপাদান হিসেবেই বস্তুর অবস্থান চিহ্নিত হয়ে আছে
শূন্যের ভেতর অন্ধকারের ভেতর।
"রোদ পোহানোর ছলে বৃষ্টিতে ভিজেছো কখনও ? " অজুহাত সাজিয়ে এভাবেই হয়তো
আমরা শৃঙ্খলিত করেছি আমাদের চলাচল আমাদের কর্মপদ্ধতির যাবতীয় সারণী।
তাই " জলের নীচে চাঁদের ছায়া নেমে এলে " আমরা রাত নামে তাকে ডাকি। গভীর
ঘুমের মধ্যে নদী ডেকে ওঠে। তখন " বালিকার জোনাকি খেলা আর নারীর জ্যোৎস্না
স্নান দেখে " চাঁদ হতে ইচ্ছে করে।

==============================================

ব্ল্যাক ফরেষ্ট।।তুষ্টি ভট্টাচার্য।।সৃষ্টিসুখ।।প্রচ্ছদ পার্থপ্রতিম দাস।।৯৯ টাকা

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল