আজ স্বাধীনতা
স্বাধীনতা আজ অসহায় বড়, স্বাধীনতা আজ কাঁদে,
স্বাধীনতা আজ পথের ভিখারী কুটিল জটিল ফাঁদে।
স্বাধীনতা আজ হারিয়েছে তার জীবন ধারন খাদ্য,
স্বাধীনতা আজ ভুমিহারা চাষি, শিয়রে বিপদ বাদ্য।
স্বাধীনতা আজ স্কুলছুট শিশু, স্বাধীনতা আজ জঙ্গি,
স্বাধীনতা আজ একা ভবঘুরে, অনিশ্চয়তা সঙ্গী।
স্বাধীনতা আজ তৃষ্ণার জল মাইল খানেক দূর,
স্বাধীনতা আজ বন্ধ বাগিচা, অনাহারে মজদুর।
স্বাধীনতা আজ পারভাঙা নদী, স্বাধীনতা আজ বন্দুক,
স্বাধীনতা আজ মাওবাদী নেতা, বিষ্ফোরণের সুখ।
স্বাধীনতা আজ অকূলপাথার, গৃহহারা জনগন,
স্বাধীনতা আজ রথের রশিতে জীবন মরন পণ।
স্বাধীনতা আজ উলটপুরান, খেইহারা এক কাব্য,
তবু স্বাধীনতা বেঁচে থাকো তুমি, তোমাকেই শুধু ভাববো।
_______________________________________
AMIT PAL C/O ANIL KUMAR PAL
(NEAR G.R.U.VIDYAPITH BOYS)
P.O: DEBINAGAR, RAIGANJ,
DIST: UTTAR DINAJPUR
No comments:
Post a Comment