অমিত পালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

অমিত পালের কবিতা


আজ স্বাধীনতা


স্বাধীনতা আজ অসহায় বড়, স্বাধীনতা আজ কাঁদে,
স্বাধীনতা আজ পথের ভিখারী কুটিল জটিল ফাঁদে।

স্বাধীনতা আজ হারিয়েছে তার জীবন ধারন খাদ্য,
স্বাধীনতা আজ ভুমিহারা চাষি, শিয়রে বিপদ বাদ্য।

স্বাধীনতা আজ স্কুলছুট শিশু, স্বাধীনতা আজ জঙ্গি,
স্বাধীনতা আজ একা ভবঘুরে, অনিশ্চয়তা সঙ্গী।

স্বাধীনতা আজ তৃষ্ণার জল মাইল খানেক দূর,
স্বাধীনতা আজ বন্ধ বাগিচা, অনাহারে মজদুর।

স্বাধীনতা আজ পারভাঙা নদী, স্বাধীনতা আজ বন্দুক,
স্বাধীনতা আজ মাওবাদী নেতা, বিষ্ফোরণের সুখ।

স্বাধীনতা আজ অকূলপাথার, গৃহহারা জনগন,
স্বাধীনতা আজ রথের রশিতে জীবন মরন পণ।

স্বাধীনতা আজ উলটপুরান, খেইহারা এক কাব্য,
তবু স্বাধীনতা বেঁচে থাকো তুমি, তোমাকেই শুধু ভাববো।

_______________________________________


 AMIT PAL C/O ANIL KUMAR PAL
(NEAR G.R.U.VIDYAPITH BOYS)
P.O: DEBINAGAR, RAIGANJ,
DIST: UTTAR DINAJPUR

No comments:

Post a Comment