সবর্না চট্টোপাধ্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

সবর্না চট্টোপাধ্যায়ের কবিতা

.

ঘুম





গোধূলি বিকেলে ফুটে আছে
                 
বেলফুল মায়াবী স্নিগ্ধতায়
আর আমি ভাবি,
                 
এরপর, অন্ধকার নামলে
একে একে জেগে উঠবে শেয়ালের চোখ

লাল লিপস্টিক ঘষা সন্ধ্যেআলোয়
হাতে বেলকুঁড়ির মালা পেঁচিয়ে
দাঁড়িয়ে থাকবে শ্যামলীরা,
আর অপরাধীর মত আমি প্রেমের
                   
কবিতা লিখে যাব মুখ বুজে
দেখেও দেখছি না মৃত্যু
শুনেও শুনছি না প্রহসন
শুধু পুষ্পপ্রদর্শনী দেখছি রাতের সমুদ্রতীরে...

আস্তাকুঁড়ের মত ঢাঁই করা মানুষ
পড়ে আছে ফুটপাতে....
খিদে নিয়ে জ্বলন্ত,
ক্লান্ত শরীর....
ঘুমিয়ে ঘুমিয়ে ওরা প্রশ্ন করে রোজ, 'ফুটপাতের ঘুম কোন বাপের?'



.

রথ





মধ্যবিত্ত দাম্পত্যকলহের
ডালভাত রেঁধে মেয়ের হাত ধরে
জগন্নাথ দর্শনের ভিড়ে
বাকীদের মতো আমিও
ভেড়া হয়ে গেছি
ঈশ্বরের মোহে...

ওদিকে আরও কিছু ঈশ্বর
কিছু মধ্যবিত্ত ঘরে
বুক চাপড়ানোর প্রদীপের শোকে
অসুস্থ পড়ে আছে থরে থরে....

খালি পেটে
মায়েদের সন্তান,
তেরোদিন ধরে
দেওয়ালে আঁচড় কেটে কেটে
চড়াচ্ছে প্রতিবাদ

তবুও চোখকানহীন ক্ষমতার
কঠোর সরকার
রথের মেলার আগে
উপহারে
বন্দেমাতরম তুলে দিচ্ছে পাঁপড়ভাজার মতো..!


No comments:

Post a Comment