সুশান্ত কোড়ার দুটি লেখা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

সুশান্ত কোড়ার দুটি লেখা

ভাগবাটরা


অসীম হাওয়ার টানে পতপত করছে পতাকাটি । সরগরম চারদিক দাম্ভিক ভাষণে। ছেলেটা
কেনারামের দোকানে হামানদিস্তায় আদার সাথে শৈশবটাকেও পিষছে । শুধু দুপুরে
পেটপুরে খাবার চায় ওর । কিন্তু !

কীসের স্বাধীনতা তাহলে ? লোকদেখানো ?

কই দেখলাম নাতো মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো না বলে একদিন উল্কার মতো এসে সব কাজ
ফিনিশ করতে !

এখনও তো আলো ডুবলে নবীনের মেয়ে বেরোতে ভয় পায় । ও দেখেছে হিংস্র ধারালো দাঁত ।
টাকা আসে গাড়ি করে গনষা দেখেছে । কিন্তু ওরা পায় না । সন্ধ্যেবেলা ক্লাবঘরে
লাইট জ্বললে ভাগবাটরা হয় । দাসীবুড়ি ওর নাতনির জন্যে একটা সোনার চেন কিনতে
চেয়েও পারে না ।


============================


একাল



কাঁটাতার ঘেরা একটা এরিয়া
সাঁঝ এলে দলাপাকানো দেহগুলো
দরজায় কড়া নাড়ে 
এই বুঝি এল কোনো সৈনিকের খবর 

ষ্টেশনের চৌহদ্দিতে পাখির নীড়
কামাতুর চোখে তাকায় ওরা 
দশের কাজের উন্নয়নের তীর বিঁধে
ছুটে চলে , এই বুঝি লাগল আগুন
আসমান চাচার ঘরে 

পুকুর থেকে শালুক তুলে ঘরে ফেরে না বৌটা 
ওপাড়ার রতনগোয়ালা বলছিল , উই যে বাবু পুলের পাশের রাস্তা !
উইখানে পড়েছিল ;

আশ্বাস আসে , ভরসায় বাঁচে 
একদিন সূর্য ডোবে ঝিলের পিছনে , পার্টি অফিসের আড়ালে
সুসময় আর আসে না 

ছেলেটা শুধু কলম দিয়ে কালি ঝরায় 
আসলে কিছু করে না  

=====================================


সুশান্ত কোড়া
প্রযত্নে – নৃসিংহ ঘোষ
গুরুপল্লি পশ্চিম
ভোডাফোন টাওয়ারের কাছে , গুরুদ্বান রোড
শান্তিনিকেতন বীরভূম
পিন ৭৩১২৩৫ ফোন ৮৯০০৬৬৫০৫৭

No comments:

Post a Comment