কবিতা ভট্টাচার্যের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

কবিতা ভট্টাচার্যের কবিতা

"কাদের  আর্তনাদ"


চোখে  ঘুম  নেই
রাত গভীর  থেকে  গভীরতর হয়
শুনতে পাই কানফাটা চিৎকার
রাএির নিস্তব্ধতা ভেদ করে
যে মেয়েটি সকলে  উঠে ফুল  তোলে
মন্দির  পরিষ্কার  করে
হাওয়ায় ভাসে তার গোঙানি
অন্ধকারে সে ধর্ষিতা হয়েছে
রক্তে ভিজে যাচ্ছে মাটি
নিঝুম  রাএিতে মারামারি
ধিক্ ধিক্ জ্বলছে চারিদিক
দরজায় কাছে শুনি কড়া নাড়ার শব্দ
শঙ্কিত  মানুষের  কোলাহল
এ কাদের  আর্তনাদ
আমার  দুখানি হাত  শিথিল  হয়ে যায়

**********************************

Kobita Bhattachrya
35 palmAveneu,
Kolkata --19

No comments:

Post a Comment