বিনয় লাহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

বিনয় লাহার কবিতা




বন্দেমাতরম

----------------------


আর কত দূরে নিয়ে যাবে
অন্ধকার থেকে অন্ধকারে,
নির্বোধ  বোবার মতো নিঃশ্চুপ  তারপর চুপচাপ।
আর কেউ এগোবে না।
সেনা টহল দিয়ে ভূগোল মেপে দেবে নির্বিকার।
বিভেদ থাকতেই পারে তোমার ধর্মে
তবু আগ্নেয়াস্ত্র  দিয়ে রাস্তাঘাট, স্কুল কিছুই চলে না।
দুর্বোধ্য  হাতিয়ার দিয়ে রন্ধ্রে রন্ধ্রে টেনে নিয়ে গেলে
আমি তখন অনাগ্রহী  শ্রোতা,
অজাতশত্রুর কনিষ্ঠ  ইচ্ছায় দেশ বিতর্কিত হয়;
সে সময় বেলুন ওড়ালে কিছু শিশু জড়ো হতো।

আড়ালে আড়ালে দেওয়াল পড়ে গেছে আমাদের
সেটা সরাবে কিভাবে
দুর্বোধ্য  আইন টেনে হিজিবিজি  বুঝিয়ে
কেড়ে নিতে  সব---শুধু বাকস্বাধীনতা জেগে থাকে মধ্যরাতে।

রঙ,তুলি দাগ, টোপোগ্রাফি, রাজনীতি-এক একটা চেপে সংবিধান  বানানো যায়।
হৃৎপিন্ড  আঁকা  যায়  কি সেভাবে!
একটা সম্পুর্ণ নিজের দেশ
একযোগে ঐক্যের রেশ------
সেখানে এতো চিৎকারের দরকার নেই,
এতো শিৎকার নামে না।
অনাম্নি ভালোবাসায় বন্দে মাতরম।

-----------০০-----------



No comments:

Post a Comment