প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র



=: সম্পাদকীয় := 

স্বাধীনতার ৭১ বছর পর হাসিম শেখ,  রমা কৈবর্ত আর তাদের প্রতিপার্শ্বের মানুষ-মানুষী-শিশুরা কেমন আছে সে কথাই এই সংখ্যায় প্রধানভাবে প্রকাশিত হয়েছে ভাবের বিচিত্রে আর ভাষার ভিন্নতায়। কেমন লাগলো আপনাদের জানার আগ্রহে রইলাম। অকপট মতামত ও পরামর্শ চাই। 
সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা।
নিরাশাহরণ নস্কর
সম্পাদক: নবপ্রভাত

=: সূচিপত্র :=

প্রবন্ধ/মুক্তগদ্য:
প্রণব কুমার চক্রবর্তী শেফালি সর অ-নিরুদ্ধ সুব্রত  সম্পা পাল রণেশ রায় স্বরূপা রায় রাণা চ্যাটার্জী শান্তা কর রায়  শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কুমার ঘোষ সুদীপ্ত বিশ্বাস  রাজশ্রী ব্যানার্জী  মোনালিসা পাহাড়ী  রীনা তালুকদার


অণুগল্প
পারিজাত মৌমিতা ঘোষাল চন্দ্রাবলী ব্যানার্জী সন্তু চ্যাটার্জী বিজয়ন্ত সরকার 


কবিতা:
দেবাশিস মোহন মুখোপাধ্যায়  মনোতোষ আচার্য  আর্যতীর্থ পবিত্র রায়চৌধুরী মৌ দাশগুপ্তা সবর্না চট্টোপাধ্যায়  অনামিকা দত্ত  সুজান মিঠি কৌশিক সিনহা  তাপসকিরণ রায়  অমিত পাল দুলাল সুর  মানস বিশ্বাস  পুলক মণ্ডল  কাজল দাস  বসন্ত কুমার প্রামানিক  তপন কান্তি মুখার্জি  বিকাশ দাস কোয়েলী ঘোষ  পাপিয়া মজুমদার  রবিউল ইসলাম মন্ডল  নৃপেন্দ্রনাথ মহন্ত  কবিতা ভট্টাচার্য  আবদুস সালাম  সুনন্দ মন্ডল  শুভদীপ পাপলু আরিয়ান প্রিয়স(পাল)   দেব শংকর দাস  ঘনশ্যাম কল্পতরু  ইন্দ্রজিৎ নন্দী  আমিরুল ইসলাম  জীবন কৃষ্ণ দে  দিব্যেন্দু শেখর দাস  তরুণ কুমার মাঝি  অমিত পাল  বিনয় লাহা     কৌশিক বড়াল  সংস্কৃতি ব্যানার্জী  দীনমহাম্মদ সেখ  জগবন্ধু হালদার  সুমন কল্যাণ  জয়দীপ রায়  সোহিনী সামন্ত  অরিন্দম দাস  অমৃতা বিশ্বাস সরকার  অরবিন্দ পুরকাইত  শুক্লা মালাকার  বিকাশ দাস  শ্যামাপদ মালাকার  সোমনাথ বেনিয়া  কান্তিলাল দাস  তরুনার্ক লাহা  সুশান্ত কোড়া  মোহাম্মদ ইমাদ উদ্দীন  ববিতা পাল  হরিৎ বন্দ্যোপাধ্যায়  সফিকুজ্জামা  খুকু ভূঞ‍্যা  শুভাশিস দাশ   খগপতি বন্দ‍্যোপাধ‍্যায়

গ্রন্থ আলোচনা:
বিপ্লব গঙ্গোপাধ্যায়  দেবাশিস কোনার

সদ্যপ্রয়াত সাহিত্যিক রমাপদ চৌধুরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য:
রবীন বসু



সাংস্কৃতিক সংবাদ








No comments:

Post a Comment