ব্লগ-নবপ্রভাতের সেপ্টেম্বর সংখ্যার বিষয়ঃ শিক্ষা ও শিক্ষক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

ব্লগ-নবপ্রভাতের সেপ্টেম্বর সংখ্যার বিষয়ঃ শিক্ষা ও শিক্ষক

ব্লগ-নবপ্রভাতের  সেপ্টেম্বর সংখ্যার বিষয়ঃ 

শিক্ষা ও শিক্ষক



শিক্ষক দিবস পালনের তাৎপর্য কী কিংবা
এই শিক্ষক দিবস পালনের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা লিখুন যুক্তিপূর্ণভাবে।

লিখুন শিক্ষার সেকাল একাল নিয়ে। পরিমাণগত ও গুণগত দিক থেকে শিক্ষার কী কী পরিবর্তন ধরা পড়ছে আপনার চোখে লিখুন মুক্তকলমে।

আগের দিনের শিক্ষকগণের সঙ্গে বর্তমান সময়ের শিক্ষকদের কোন কোন পার্থক্য ধরা পড়ছে আপনার চোখে?
অনেকে বলেন, আগে শিক্ষকদের বেতন ছিল কম কিন্তু আন্তরিকতার খামতি ছিল না। আর এখন হয়েছে ঠিক উল্টোটা-- লিখুন এই মতের পক্ষে বা বিপক্ষে।

শিক্ষক মহাশয়রা লিখুন , পেশাগত জীবন ও সামাজিক অবস্থানের খুঁটিনাটি অভিজ্ঞতা নিয়ে। প্রত্যাশা-প্রাপ্তি উচ্ছ্বাস-বিষাদের কথা বলুন অকপটে।

আপনার জীবনের আদর্শ শিক্ষককে নিয়ে লিখুন।

আপনি যাঁকে বৃহত্তর সমাজের একজন শ্রেষ্ঠ শিক্ষক বলে মনে করেন লিখুন তাঁর কথা।

আপনার ব্যক্তিজীবনে কোন মানুষ --- যিনি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নাও হতে পারেন, হতে পারেন আপনার কোন পরিজন, বন্ধু, আপনার চেয়ে ছোট কেউ, সমাজের চোখে তথাকথিত নীচ কোন ব্যক্তি, কোন বাউল বা ফকির --- তিনি
আপনাকে কোনো বিশেষ শিক্ষায় চোখ খুলে দিয়েছেন, যা আজও আপনি মনে করতে পারেন তা লিখে শেয়ার করুন সকলের সঙ্গে। কৃতজ্ঞতা জানান আপনার জীবনের সেই বিশেষ শিক্ষককে।

👉🏿 নিবন্ধ, মুক্তগদ্য, স্মৃতিকথা, অণুগল্প বা ছোটগল্পের আদলে আসুক আপনার কথা। বিষয়ছোঁয়া কবিতা বা ছড়াও পাঠানো যাবে।

👉🏿মেলবডিতে টাইপ করে আপনার লেখা পাঠান নাম, ঠিকানা ও ছবি সহ
10ই সেপ্টেম্বরের মধ্যে।

👉🏿পত্রিকা প্রকাশ: ১লা আশ্বিন (18 Sep)

👉🏿লেখা পাঠানোর শেষ তারিখঃ ১০ সেপ্টেম্বর 

👉🏿মেলঃ nabapravatblog@gmail.com

👍প্রয়োজনে বার্তালাপ: 9433393556

No comments:

Post a Comment