সুনন্দ মন্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

সুনন্দ মন্ডলের কবিতা

____৭২-এ স্বাধীনতা

              

ক্রমে এলো ৭২
      স্বাধীনতা দিবস নাকি স্মরণীয় দিন?
      ‎
'স্বাধীনতা' নিয়ে কোনো মাথা ব্যথা আছে কি কারো!
স্বাধীনতা ক্ষুন্ন আজ স্বাধীন ভারতে
দু'একটা ফুল ঝরালে কিংবা ত্রিবর্ন পতাকা ওড়ালে
দেশ স্বাধীন নয়!
দেশের মানুষের মনে থাকতে হবে স্বাধীনতার স্বাদ।

হ্যাঁ! আমরা স্বাধীন, 
    কিন্তু মানি কজন?
    ‎সবাই স্ব-আচারে নিয়োজিত
    ‎পরাধীনতার আগল এখনো মনে
    ‎মানবিকতা খুইয়ে জিইয়ে রেখেছি অসংযম
    ‎হিংসা আর স্বার্থের বিশাল পাহাড় গড়েছি
    ‎থেকে গেছি প্রত্যেকে সংকীর্ণ গন্ডিতেই।

অনেক তো হলো, এবার দেখো নতুন
ভোরের আলো ফোটার মতোই স্নিগ্ধ
রাত্রির কালো ছায়া পেরিয়ে এসেছে ৭২
সুস্বাগতম জানাই গঙ্গা জলে দাঁড়িয়ে
শুচিতা ফিরিয়ে দায়বদ্ধ হতে আমন্ত্রণ জানাই।

দ্বারপ্রান্তে এসে থমকে থাকা ৭২-এর স্বাধীনতা
এখনো কানে কানে বলছে,
তোমরা পরাধীন নও
স্বাধীন ভারতের শিরদাঁড়া!
শক্ত করো দেহ-মন
মানবিক হয়ে ধ্বংস করো দানবিক লীলা।
               --------------


 সুনন্দ মন্ডল
কাঠিয়া,মুরারই, বীরভূম

No comments:

Post a Comment