জয়দীপ রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

জয়দীপ রায়ের কবিতা

পরাধীন উঠান




আকাশের কোণে জমা 

কালশিটে মেঘের নীচে

কিঞ্চিৎ নেমেছে আলো

গোধূলি সন্ধ্যের আগে

আমি তুমির কত শব্দ

এখন ম্লান তারা ঝির ঝিরে বৃষ্টির মত

কাঁটাতারের এপারে

পিঠে এখনও লেগে ক্ষত

পেরোনোর দাগ

লুকিয়ে চুরিয়ে মুখ বুজে বাঁচে

সত্যিগুলো মৃত ইস্তেহার

অপরাধীর মত লুকিয়ে

অন্যের মাটিতে অন্যের পতাকায়

আমি তো স্বাধীন

তবে আমার উঠান এখনও

ভীত পরাধীন

পিদিমের নীচের অন্ধকারে

=================

জয়দীপ রায়

No comments:

Post a Comment