মৌ দাশগুপ্তার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

মৌ দাশগুপ্তার কবিতা

স্বাধীনতা



দেশের আনাচে কোণাচে মাটির তলায়, ঝোপঝাড়ে,
ডাষ্টবিনে,জলে-জঙ্গলে, বিসর্জিত অজাতিকা কন্যাভ্রূণ,
আমাদের চিরসবুজ স্বাধীনতা।

চার দেওয়ালের নির্জনে,বৃদ্ধাবাসে,
বৃন্দাবনে,শহরের অলিগলিতে
বেঘর, নির্বাসিতা বৃদ্ধাদের অসহায়তা,
আমাদের পঁয়ষট্টি বছরের পুরানো স্বাধীনতা।

দেশের কোণে কোণে নির্যাতিতা নারীর
অপমান আর অশ্রুপাত,
নারীর সম্ভ্রম, আত্মসম্মান,
মৌলিক অধিকারের নিত্যনৈমিত্তিক ধর্ষণ,
আমাদের রোজকার স্বাধীনতা।

কালীঘাটের পটচিত্রের সেবাদাসী থেকে
মন্দিরের দেবদাসী,অবিদ্যা,নাচনি,
সম্পর্কের মিথ্যে গয়নামোড়া (হাতগুনতি) বধূ থেকে
বারবধূ, সবার আত্মজীবনী
আমাদের আটপৌরে স্বাধীনতা।

ভোট-রঙে খালি হয়ে যাওয়া কিছু মায়ের কোল,
কিছু বিধবার শূণ্য সিঁথি,
কিছু বর্ধিত অনাথের সংখ্যা,
পারিবারিক বা ব্যক্তিগত ঘৃণ্য রাজনীতি,
আমাদের সাদামাটা দলবদলের স্বাধীনতা।

প্রতিটি ভোরের সূর্যস্নান,
প্রতিটি ভাষাহীন রাতের মূর্ছ্ছনা,
প্রতি দিনই একটি ইতিহাসের দিকে ধাবিত হওয়া৷
আর,
একটি বৈষম্যহীন সুখী সমাজের অলীক স্মৃতিতে ডুবে যেতে থাকা৷
আমাদের স্বপ্নের স্বাধীনতা।

ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ



Dr. Mahuya Dasgupta Adak,

Dr.M.Dasgupta Adak
B330 Samdariya City,
(Behind Parth Health Club)
Madhabnagar, Katni,
Madhyapradesh 483501

No comments:

Post a Comment