কবিতা: সফিকুজ্জামান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

কবিতা: সফিকুজ্জামান

ভালোবাসার মাটি

***********************

উদ্বিগ্ন প্রহর গুণেযায়
আকাশে কি লেগেছে আগুন?
বৃষ্টির মতো যদি আগুন ঝরে পড়ে
দাউ দাউ করে জ্বলেযাবে 
আমার সাতপুরুষের বাসা
কোথায় দাঁড়াবো বলো,কে দেবে আশ্রয়?

আমার পিতামহ বলেছিলো-
সে না কি ব্রিটিশের বিরুদ্ধে
করেছে লড়াই,অনেক বার।
কিন্তু ইতিহাস ঘেঁটে তার নামটা
কোথা ও পাইনি আজ ও!
কালের রথচাকায় তবে কি পিষ্ঠ হয়ে গেছে?

জন্মসূত্রে পেয়েছি শুধু এই বাসা
আম,কাঠাল,লিচুর ডালে
কত পাখি গানগেয়ে যায়।
আমার জন্মমাটির একটা
গন্ধ ভেসে ওঠে বাতাসে মৌ মৌ করে
স্নিগ্ধ শিশিরে পা ভিজেযায়।

আমার ভালোবাসার মাটির
যদি প্রমাণ নিতে চাও
বাসা খুঁজে পাবে না কিছুই।
তবে নদীর কাছে জেনো
সে আমাকে চেনে আশৈশব
তার জলে মায়ের ছোঁওয়া পাই।
...................................................

সফিকুজ্জামান
কুলবেড়িয়া, রেজিনগর
    মুর্শিদাবাদ
....................................................



No comments:

Post a Comment