কৌশিক বড়ালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

কৌশিক বড়ালের কবিতা


উপেক্ষিত শিশু

        
       
ওই যে দূরে শুনেছ
ওই ছেলেটির কান্নার ধারা!
যখন লাগল দাঙ্গা, কে হেন্দু, কে মুছলমান!
নিজের জাত জানতে সে তখন দিশেহারা!
এখনও সে পারেনি জানতে,
পারোনি সে সেদিন আঘাত হানতে,
তবু আজ সে ঘর ছাড়া৷
আজ সে পাতা কুড়োয়
স্কুলের পথের থেকে অনেক দূরে,
দিন যাপনের শেষ সীমানায়৷
তবু সে সুখ খোঁজে,
ছেড়া গোলাপের পাঁপড়ি শুঁকে বলে,
আহ.....
এখনও সে বৃষ্টি ভেজে,
নিঝুম রাতের তারা গোনে,
একাকী সময়ে গান ধরে মনে মনে
হারিয়ে সব, খোঁজে খুচরো সুখের জন্যে৷৷৷
         ———

নাম:- কৌশিক বড়াল
ঠিকানা:- কান্দী, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ

No comments:

Post a Comment