মনোতোষ আচার্যের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

মনোতোষ আচার্যের কবিতা


দেশগাঁয়ের কবিতা


লোকাল ট্রেনের ভিড়ে যে লোকটা
হারিয়ে ফেলেছিল রেশনকার্ড
সে আমার বাবা
গরু পাচারের মিথ্যে হুজুগে যাকে পিটিয়ে মেরেছিল হিন্দুস্তান
সে আমার কাকা

আসামের শরণার্থী শিবিরে ধর্ষণ করে
যাকে খুন করা হয়েছিল
সে আমার অবিবাহিতা বোন       
রাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় গেল ভোটে
জল্লাদ বাহিনীর গুলি যার প্রাণ কেড়েছিল
সে আমার ভাই
প্রতি রাতে হুমকি শুনতে শুনতে
যিনি রাম নাম জপ করেন
তিনি আমার জনমদুখিনি 
বন্দেমাতরম!                                                  

No comments:

Post a Comment