কাজল দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

কাজল দাসের কবিতা

দেশ বলতে কি দেশ হবে না


ভারতবর্ষের নাম বদলায়নি- বদলে গেছে আচার বিচার,
বদলায়নি শহীদ মিনার- গাছগাছালি পাখির কূজন,
ফুলের গন্ধ একই আছে, বদলে গেছে সুহৃদ সুজন।
মানুষ গুলো একই আছে, বদলে গেছে আচার বিচার।

দেশ বলতে কি দেশ হবেনা, মানুষেরই আসল মানে,
ভাষা কিংবা পোশাকে নয়,যার অর্থ সবাই জানে।
যে দেশটা দেখে তুমি, কবির মতে ভুল ঠিকানা,
বিপ্লবীদের রক্তে আঁকা, দেশ বলতে কি দেশ হবে না?

একই মাটি পায়ের তলায়, আকাশখানাও একই আছে,
তখন শুধু মানুষ ছিল, এখন ভরা মরা গাছে।
এখন ভরা মরা গাছে লুকিয়ে জীবন একলা বাঁচে,
জানালার রঙ বদলে গেছে, আকাশ কিন্তু একই আছে।

প্রথম যেদিন ডাকলো পাখি স্বাধীনতার প্রথম ভোরে,
ঘুম মোছা চোখ জেগে ছিল বারুদ মেশা অন্ধকারে।
আপনজনা কেউ ছিলনা, নিলো সবায় আপন করে,
এখন সবাই আপন হয়ে পরের মত নিজের ঘরে।

বদলে যাওয়ার এই যে রীতি, বিবর্তনের ভুল ধারণা,
মানুষ জানে মানুষ আছে, প্রমাণ দেবে লোকগণনা।
এটাই যদি বাঁচার মানে, অন‍্য কিছুই আর বোঝ না,
হলফ করে বলতে পারি, দেশ বলতে, আর দেশ হবে না।

No comments:

Post a Comment