ভারতবর্ষের নাম বদলায়নি- বদলে গেছে আচার বিচার,বদলায়নি শহীদ মিনার- গাছগাছালি পাখির কূজন,ফুলের গন্ধ একই আছে, বদলে গেছে সুহৃদ সুজন।মানুষ গুলো একই আছে, বদলে গেছে আচার বিচার।দেশ বলতে কি দেশ হবেনা, মানুষেরই আসল মানে,ভাষা কিংবা পোশাকে নয়,যার অর্থ সবাই জানে।যে দেশটা দেখে তুমি, কবির মতে ভুল ঠিকানা,বিপ্লবীদের রক্তে আঁকা, দেশ বলতে কি দেশ হবে না?একই মাটি পায়ের তলায়, আকাশখানাও একই আছে,তখন শুধু মানুষ ছিল, এখন ভরা মরা গাছে।এখন ভরা মরা গাছে লুকিয়ে জীবন একলা বাঁচে,জানালার রঙ বদলে গেছে, আকাশ কিন্তু একই আছে।প্রথম যেদিন ডাকলো পাখি স্বাধীনতার প্রথম ভোরে,ঘুম মোছা চোখ জেগে ছিল বারুদ মেশা অন্ধকারে।আপনজনা কেউ ছিলনা, নিলো সবায় আপন করে,এখন সবাই আপন হয়ে পরের মত নিজের ঘরে।বদলে যাওয়ার এই যে রীতি, বিবর্তনের ভুল ধারণা,মানুষ জানে মানুষ আছে, প্রমাণ দেবে লোকগণনা।এটাই যদি বাঁচার মানে, অন্য কিছুই আর বোঝ না,হলফ করে বলতে পারি, দেশ বলতে, আর দেশ হবে না।
Saturday, August 18, 2018
কাজল দাসের কবিতা
Tags
# ৬ষ্ঠ সংখ্যা ভাদ্র ১৪২৫ # "আমার দেশ দেশের মানুষ"

প্রসঙ্গ : নবপ্রভাত পরিবার
৬ষ্ঠ সংখ্যা ভাদ্র ১৪২৫ # "আমার দেশ দেশের মানুষ"
Subscribe to:
Post Comments (Atom)
'নবপ্রভাত সাহিত্য পরিবার'
* 'নবপ্রভাত' মাসিক ব্লগ-ম্যাগাজিন সাহিত্যের সমস্ত শাখার লেখাই প্রকাশ করে। গোষ্ঠীর ছুঁৎমার্গ নেই।
* মুদ্রিত নবপ্রভাত বছরে ১/২ বার প্রকাশিত হয়।
* নবপ্রভাত প্রকাশনী সুনামের সঙ্গে তার পথ চলা জারি রেখেছে।
* সাধারণ সম্পাদকঃ নিরাশাহরণ নস্কর। প্রয়োজনে যোগাযোগঃ ৯৪৩৩৩৯৩৫৫৬।
* আমাদের পরিবারের অন্য দুটি মাসিক ব্লগজিন— ১) কথাকাহিনি (সমস্ত রকম গদ্য প্রকাশিত হয়। সম্পাদকঃ শ্রী বিশ্বনাথ প্রামাণিক) এবং ২) কিশলয় (শিশুকিশোর উপযোগী আঁকা-লেখা প্রকাশিত হয়। যুগ্ম সম্পাদকঃ শ্রী প্রিয়ব্রত দত্ত ও শ্রী কার্তিক চন্দ্র পাল)। * সম্পাদকমণ্ডলীর অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য—শ্রী লক্ষ্মণ চন্দ্র নস্কর, জগবন্ধু হালদার, অরবিন্দ পুরকাইত, চন্দন মিত্র, পরিতোষ মণ্ডল প্রমুখ।
No comments:
Post a Comment