অরিন্দম দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

অরিন্দম দাসের কবিতা

"কলঙ্কিত স্বাধীনতা"



ছিঃ ছিঃ
ভাবতে অবাক লাগে আজ,
আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক।
কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন !
না মিথ্যে স্বাধীনতার ,
অভিনয় করে চলেছি প্রতিনিয়ত।
এমন স্বাধীনতার জন্য
মহাপুরুষের বলিদান করেছিল।
কি দরকার ছিল এমন স্বাধীনতার,
তার মানে ব্রিটিশ শাসিত ভারত
ঢের ভালো ছিল।
আর যাই হোক....
সেখানে মৃত্যু ভয় তো ছিল না।
গলায় দড়ি থাকলেও তো
থাকত প্রভুর অধীন।
পরাধীন ভারতেও একটা শৃঙ্খল ছিল,
যা আজ স্বাধীন ভারতে নেই।
এই স্বাধীনতা আতঙ্কের ।
এই স্বাধীনতা কলঙ্কের ।
এই স্বাধীনতা লজ্জার ।।
________________________

Name =Arindam das
Vill = Takipur (Duckbanglo)

No comments:

Post a Comment