শুক্লা মালাকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

শুক্লা মালাকারের কবিতা

*চল বিছানা পেতে দি আদরের*




একই আকাশ নিয়ে যারা পর হতে চলেছে তাদের মাথার ওপর চল বিশ্বাসের ছাতা ধরি


আমাদের সঙ্গে মাটির নীচে জড়িয়েছে শিকড় যাদের উপড়ে ফেলতে চাইছে রাষ্ট্র ভালোবাসার জাল ছড়িয়ে চল আষ্টেপিষ্টে বেঁধে রাখি তাদের


যে বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গে ছুঁয়ে যায় মন যাদের চোখ অনুভূতি শূণ্য হয়েছে তাদের ফাঁকা চোখে চল বসন্তের কবিতা লিখে আসি


হিমালয় পেরোনো বাতাস এসে একই সঙ্গে নাড়িয়ে দেয় আমাদের যাদের বুক হাওয়া হীন করে চলেছে ধর্ম ধর্মদ্রোহী হয়ে চল তাদের কিছু মানবতা দিয়ে আসি


চল বিছানা পেতে দিই আদরের যাদের জড়িয়ে ধরেছে কাঁটাতার।

=================


----শুক্লা মালাকার

No comments:

Post a Comment