Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

বিকাশ দাসের কবিতা

* প্রচ্ছন্ন মাটি *



এক এক করে সকলের মস্তকের ভেতর মুর্ধার গন্ধ শুঁকেছি
এ যেন মাটির গন্ধ ।
এক এক করে সকলের হৃতপিন্ডের ধুকধুকানি ধ্বনি শুনেছি
এ যেন মাটির ছন্দ ।
এক এক করে সকলের পাঁজর ঠুকে হৃদয়ের স্পন্দন শুনেছি
এ যেন মাটির প্রাণ ।
এক এক করে সকলের শিরদাঁড়ার রিডে স্বরলিপির বাঁধ পেয়েছি
এ যেন মাটির গান ।
এক এক করে সকলের হাতের রেখায় সৌভাগ্যের রঙ দেখেছি
এ যেন মাটির রঙ ।
এক এক করে সকলের কাঁধে বার্ধক্যের শিশুসুলভ প্রহর দেখেছি
এ যেন মাটির ঢঙ ।
এক এক করে সকলের দুচোখের কোলে একতার স্পর্শ পেয়েছি
এ যেন মাটির টান ।
এক এক করে সকলের দু পায়ের গোড়ালিতে শ্রান্তির শ্রম দেখেছি
এ যেন মাটির দান ।
এক এক করে সকলের ত্বকের ভগ্নভাঁজে মমতাশীল হাত দেখেছি
এ যেন মাটির নীড় ।
এক এক করে সকলের শরীরে শিরালে শিরায় রক্তের বীর্য দেখেছি
এ যেন মাটির নীর ।
হে কবি বন্ধুরা এগিয়ে এসো
ধরে মাটির ধুরা দুচোখে রসো ।
ধরো মাটির গন্ধ রঙ তোমার ছন্দ গাঁথার চূড়ায়
মাটির অরুণ তিনকা মাটির তরুণ তিলকা ।
বাকি মানুষের নির্মাংস হাড় কংকালের দৃঢ়তায়
জাগিয়ে তোলো
মানুষবোধ সুস্থ্ সুলভ মানসবোধ
মাটির বন্দনায় মাটির অমৃতে মাটির গীতল সুধায় ।

হে কবি বন্ধুরা এগিয়ে এসো .........

=============================



বিকাশ দাস / মুম্বাই

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩