সোমনাথ বেনিয়ার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

সোমনাথ বেনিয়ার কবিতা

বলছি, ভালো আছো তো



হাঁটতে-হাঁটতে তুমি যাকে পথ বলো তা অনেকের ঘরবাড়ি। যদিও সুখ সেখানে কুমিরের
পিঠ, আশ্রয় সাপের গায়ের পিচ্ছিল আর বিষাদের বটবৃক্ষ রূপকথার রাক্ষসের ঘন ঘন
হাউমাউ ...

আকাশের গায়ে তাদের যাপনচিত্রের জলছবি আঁকে ব‍্যস্ত শহরের আশ্চর্য কোলাহল।
মধ‍্যপন্থার হলুদ জীবন কুকুরের আড়াই প‍্যাঁচ যার বদান‍্যতায় পৃথিবীর গতি
ছাপাখানার গলিতে দু-মলাটে শিশুর হাতের সহজ পাঠ। ভরসার চুক্তি, প্রতারণার দহন,
মুঠো-মুঠো ধূসর সংরক্ষণ, কোমরের ঘুনসিতে ঝুলছে ক‍্যাপিটালিজমের মাদুলি ...

দৃশ‍্য বদলে যায় হাততালির শব্দে, স্লোগানের হেঁচকি ওঠায়। এখন এই যে মনে
বিপণনযোগ‍্য সূত্র, হৃদয়ে বহুজাতিক শপিংমল আর রক্তে রাখাল বালকের গল্প, সব
চোরাবালির নমুনা। আস্তে-আস্তে গিলে নেওয়া যার পরমধর্ম। তাই সারাংশের টাইমলাইনে
ভাসে একটি কথা - বলছি, ভালো আছো তো! ভালো থাকতে গোধূলির আশকারায় সময় করে
দেশমাতার কাছে আজ একটু আগুন চাওয়ার দুধেল আবদার রাখি ...

No comments:

Post a Comment