Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কান্তিলাল দাসের কবিতা

স্বদেশ আমার


তেরঙা পতাকা উড়ছে শ্রাবণ বাতাসে
দেশ জুড়ে আবেগ আবেগ !
ভারতবর্ষ...হিন্দুস্তান... ইণ্ডিয়া
কত নামে ডাকি গো তোমায়
হে আমার দেশ ! এই স্বাধীনতা দিনে
ভালো আছো ? ভালো কি রেখেছি তোমায়?

পতাকা ওড়াই শুধু পতাকা ওড়াই
কাঁপাই বাতাস শুধু শহীদের জয়ধ্বনি দিয়ে!
সাতটি দশক গেছে ধর্মচক্র দেখেছে আকাশ
গেরুয়া-সাদা-সবুজের মর্ম শুধু
পড়ুয়া জেনেছে !

স্বদেশ আমার !
কেন এত কালো রঙ
জড়ো করে মাখিয়েছ জীবনের
পরতে পরতে ?
এখনো কি শিশুদের
মরে যেতে হবে অনাহারে ?
এখনো কি শিক্ষা
ব্রাত্য হবে অভাবের ঘরে?
ভেজালের কারবারি স্বাস্থ্যের
বারোটা বাজাবে?
বিক্রী হবে মেয়েরা বোনেরা, পাচারের ফাঁদে !
কর্মহীন মানুষের উদভ্রান্ত পদভারে
কেঁপে তুমি উঠবেনা জননী আমার?
রত্নগর্ভা স্বদেশ আমার বলো
কোথা থেকে এলো এই শিশু-ধর্ষণ
কোথা থেকে এলো
এত হত্যা এত রক্ত দাম্পত্যের নিকানো উঠানে ?
অপাঙক্তেয় হয়ে যাচ্ছে বৃদ্ধ মাতা-পিতা
কোন সুখ অর্জনে সন্তানের কাছে ?
সহিষ্ণুতা কেন পরবাসে ?
ধর্ম নিয়ে রাজনীতি কেন করে নিলাজ মৃগয়া ?

আজ ভালো নেই
স্বদেশ আমার, ভালো নেই
মানুষের মন আজ বিকল বিরস
যতই বলি না কেন, লিখি হেথা হোথা
'মেরা ভারত মহান'...
মহত্ত্বের সব চিহ্ন মুছে দিতে চেয়ে
ঘৃণ্য সব আয়োজনে নাচে বেইমান !
তোমাকে স্বচ্ছ করে সাজাতে চেয়েছে
তারা, যারা, নিজেরাই প্রহেলিকাময় !
কার হাতে নিরাপদ জননী আমার তুমি
কে তোমার সুরক্ষার দায়ভার নেবে ?
একাত্তর বছর গেল, নিজেদের ছকে !

ভীরু জনগণ
বালিমুখ উটপাখি, আশাতেই খাসা
যে যার সে তার
চুপিচুপি গাল পাড়ি নষ্টাচার দেখে !
জানেনা এখনো,--
যদি জাগে দিকে দিকে ঐক্যে ভর করে
ভয়ে গর্তে ঢুকে যাবে সব শয়তান !
শক্তি দাও স্বদেশ আমার
সব শুভ আনি যেন আমজনতারা ।
শান্তিপ্রিয় শান্ত ছেলে কতকাল আর ?
অশান্তি বাঁধায় যারা
তারা তো শান্ত ছেলে থাকতে দেবে না !
যৌবনজলতরঙ্গ এসো
ভাসাও ভাসাও সব কচুরির দল
স্বচ্ছ করো, শুভ দিকে নিয়ে যাও
সবার ভারত,- প্রিয় এই জন্মভূমি।
অন্যায় নিগড় থেকে মুক্ত করো তাঁকে
জয় হোক জনতার,প্রকৃত নেতৃত্বে।
....................................................................


কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর
(বেলতলা লেন)
ডাক : সিঙ্গুর
জেলা : হুগলি
ডাক সূচক - ৭১২ ৪০৯
দূরভাষ : ৮৭৭৭৬৩৯৭৭০

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল