কৌশিক সিনহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

কৌশিক সিনহার কবিতা


      ভারতবর্ষ 


তোবড়ানো হাঁড়িতে মাকড়সার জাল
চালের চিহ্নও নেই কোথাও 
ঘরময় খেলাকরে নিরবচ্ছিন্ন নিরন্নতার সুর
মেঝের গর্ত ছেড়ে আগেই সরেছে সেয়ানা ইঁদুর 
প্লাস্টিকের ক্যান সবটা মোছেনি কেরোসিন ঘ্রাণ
বাঁচার চেষ্টা করেছিল সে আপ্রাণ....

ভাঙা খাটিয়ায় এখানেই পড়েছিল.....
একাত্তর বছরের কঙ্কালসার লোকটা।

মিডিয়া চিৎকার করেছিল.... অনাহার 
সংসদে ঝড় তুলেছিল ধ্বজাধারীরাও
শহরের পথে জ্বলেছিল শৌখিন মোমবাতি 
তরজায় মেতেছিল ভরপেট মানুষ 

সবাই ভুলেছি সব প্রতিবাদ 
গনতন্ত্রে সবাই সমান
রাজা কোনো ভুল করেনা
লোকটাই সৎ বা বোকা ছিল -নির্ঘাৎ।।
---------------------------------------------------
কৌশিক সিনহা
আসানসোল  ( বৈশালী পার্ক)
ph- 9232550633


No comments:

Post a Comment