Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

রাজশ্রী ব্যানার্জীর নিবন্ধ



শক্তিশালী কে ?
----------------------



৭২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে, নিরন্তর আপোষ কাজিয়া |বিপ্লবী বীরেদের রক্তে ভিজেছিল জন্মদাত্রীর কোল |রক্তের দাম নিলামে উঠেছে | লোভ, লালসার বিকৃত সত্তা কুরে খায় শহীদের রক্তস্নাত বিপ্লব |  বিদেশি আঁতাত ৷দেশীয় বাজারে রগরগে হাত বদল ৷স্বার্থের পাথরে থেঁতলে যায় কর্তব্যের ঝিম ধরা শরীর ৷রাষ্ট্রের প্রতি ,রংচটা আবেগের মুহুর্মুহু আক্রমণ,খোকলা করতে থাকে রক্ত,মাংস,মজ্জা ৷ অর্থ,সম্পত্তি বেনামে গিলে খায় কুমিরের হা ৷মুষ্টিমেয় লুফে নেয় বাঁচার অধিকার ৷এ কেমন মেকী স্বাধীনতা ? শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান -মুষ্টিমেয়র একচ্ছত্র অধিকার!!  গণতন্ত্রের বুকের ওপর বসে উপরে নিয়েছে হৃৎপিন্ড ৷ স্পন্দনহীন গণতন্ত্রের শবদেহ নিয়ে ক্ষমতাসীনদের উল্লাস ৷মূল্যবোধ তলানিতে ঠেকেছে ৷ বিশাল অট্টালিকা কিন্তু ক্ষুদ্র হৃদয়ে স্থান দিতে পারে না বৃদ্ধ পিতা মাতাকে ৷ স্বজনহীন অচেনা পরিবেশে ঠাঁই হয় তাঁদের বৃদ্ধাশ্রমের এক কোণায় ৷ এ কোন অবক্ষয় পথে এগিয়ে চলা !! সূচি বস্ত্রে যে রোজ বলে ওঠে 'শক্তি রূপেন সংস্থিতা ', সেই আবার কন্যা ভ্রূণ হত্যার পাতক ৷ যে দেশের ইতিহাস খনা,দময়ন্তী,গায়ত্রী,গার্গীদের গৌরবকে বুকে ধরে বাঁচে , রানী রাসমণি,মাতঙ্গিনী হাজরা, লক্ষীবাই ,সুলতানা রাজিয়ার বীরত্বকে কুর্নিশ করে আজ সেখানে শৃগাল কুকুরের ভিড় ৷মাংসের গন্ধে অন্ধ মনুষ্যত্ব ৷আট থেকে আশি নারী মাংস চাখছে বিকৃত লিঙ্গ ৷ এ  কোন ভারতবর্ষ ! স্যাতস্যাতে অন্ধকারে,দমবন্ধ কদর্য কাম ! আসিফার মত ছোট্ট শিশুর জননাঙ্গ ক্ষতবিক্ষত বা বৃদ্ধা সন্ন্যাসীর ধর্ষণ! সভ্যতা ধুঁকছে ৷ দারিদ্র্যতা বিকলাঙ্গ করে সমাজকে ৷ অশিক্ষা আগাছার মত ছড়িয়ে সর্বত্র ৷ ডিজিটাল ভারতবর্ষ ? সোনার পাথরবাটি! খাদ্য,বস্ত্র,বাসস্থানের মত শিক্ষা হোক ন্যুনতম চাহিদা ৷ অশিক্ষার আগাছার রাজত্বে , ডিজিটাল ভারতবর্ষ অলীক স্বপ্ন ৷ এই ভারতবর্ষের দেহে ক্ষত ৷ কখনও বৃদ্ধ পিতা মাতার কুরে কুরে খাওয়া হৃদয়ের কান্না,কখনও ধর্ষিতা নারীর তীব্র আর্তনাদ, মাতৃগর্ভে কন্যা ভ্রূণ হত্যার পাপ -বারবার কলঙ্কিত করে এই ভারতবর্ষের গরিমাকে ৷ এই ভারতবর্ষ আমার স্বপ্নের ভারত নয় , গর্বের ভারত নয় , গৌরবের ভারত নয় ৷  "জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী "৷  কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষের আহুতি হোক ৷ বিনয় ,বাদল , দিনেশ ,জওহরলাল নেহরু,মাস্টার দা , গান্ধী জীর  ভারতবর্ষে ফিরতই হবে ৷ শক্তিশাালী কে ?  কতিপয় শৃগালের উল্লাস কি এতই শক্তিশালী, আপামর ভারতবাসীকে খালি হাতে ফিরতে হবে ? বিচারের খাড়ায় এত ভয়ানক দৃষ্টান্তের সৃষ্টি হোক , যাতে অপরাধী মনোবৃত্তি আগুনে ঝলসে যায় ৷ প্রতিটি সন্তান যষ্টি হয়ে উঠুক পিতা মাতার জীবন সায়াহ্নে ৷

আসমুদ্র হিমাচল অনুরণিত হোক "ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে " ৷৷

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল