Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

রাজশ্রী ব্যানার্জীর নিবন্ধ



শক্তিশালী কে ?
----------------------



৭২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে, নিরন্তর আপোষ কাজিয়া |বিপ্লবী বীরেদের রক্তে ভিজেছিল জন্মদাত্রীর কোল |রক্তের দাম নিলামে উঠেছে | লোভ, লালসার বিকৃত সত্তা কুরে খায় শহীদের রক্তস্নাত বিপ্লব |  বিদেশি আঁতাত ৷দেশীয় বাজারে রগরগে হাত বদল ৷স্বার্থের পাথরে থেঁতলে যায় কর্তব্যের ঝিম ধরা শরীর ৷রাষ্ট্রের প্রতি ,রংচটা আবেগের মুহুর্মুহু আক্রমণ,খোকলা করতে থাকে রক্ত,মাংস,মজ্জা ৷ অর্থ,সম্পত্তি বেনামে গিলে খায় কুমিরের হা ৷মুষ্টিমেয় লুফে নেয় বাঁচার অধিকার ৷এ কেমন মেকী স্বাধীনতা ? শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান -মুষ্টিমেয়র একচ্ছত্র অধিকার!!  গণতন্ত্রের বুকের ওপর বসে উপরে নিয়েছে হৃৎপিন্ড ৷ স্পন্দনহীন গণতন্ত্রের শবদেহ নিয়ে ক্ষমতাসীনদের উল্লাস ৷মূল্যবোধ তলানিতে ঠেকেছে ৷ বিশাল অট্টালিকা কিন্তু ক্ষুদ্র হৃদয়ে স্থান দিতে পারে না বৃদ্ধ পিতা মাতাকে ৷ স্বজনহীন অচেনা পরিবেশে ঠাঁই হয় তাঁদের বৃদ্ধাশ্রমের এক কোণায় ৷ এ কোন অবক্ষয় পথে এগিয়ে চলা !! সূচি বস্ত্রে যে রোজ বলে ওঠে 'শক্তি রূপেন সংস্থিতা ', সেই আবার কন্যা ভ্রূণ হত্যার পাতক ৷ যে দেশের ইতিহাস খনা,দময়ন্তী,গায়ত্রী,গার্গীদের গৌরবকে বুকে ধরে বাঁচে , রানী রাসমণি,মাতঙ্গিনী হাজরা, লক্ষীবাই ,সুলতানা রাজিয়ার বীরত্বকে কুর্নিশ করে আজ সেখানে শৃগাল কুকুরের ভিড় ৷মাংসের গন্ধে অন্ধ মনুষ্যত্ব ৷আট থেকে আশি নারী মাংস চাখছে বিকৃত লিঙ্গ ৷ এ  কোন ভারতবর্ষ ! স্যাতস্যাতে অন্ধকারে,দমবন্ধ কদর্য কাম ! আসিফার মত ছোট্ট শিশুর জননাঙ্গ ক্ষতবিক্ষত বা বৃদ্ধা সন্ন্যাসীর ধর্ষণ! সভ্যতা ধুঁকছে ৷ দারিদ্র্যতা বিকলাঙ্গ করে সমাজকে ৷ অশিক্ষা আগাছার মত ছড়িয়ে সর্বত্র ৷ ডিজিটাল ভারতবর্ষ ? সোনার পাথরবাটি! খাদ্য,বস্ত্র,বাসস্থানের মত শিক্ষা হোক ন্যুনতম চাহিদা ৷ অশিক্ষার আগাছার রাজত্বে , ডিজিটাল ভারতবর্ষ অলীক স্বপ্ন ৷ এই ভারতবর্ষের দেহে ক্ষত ৷ কখনও বৃদ্ধ পিতা মাতার কুরে কুরে খাওয়া হৃদয়ের কান্না,কখনও ধর্ষিতা নারীর তীব্র আর্তনাদ, মাতৃগর্ভে কন্যা ভ্রূণ হত্যার পাপ -বারবার কলঙ্কিত করে এই ভারতবর্ষের গরিমাকে ৷ এই ভারতবর্ষ আমার স্বপ্নের ভারত নয় , গর্বের ভারত নয় , গৌরবের ভারত নয় ৷  "জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী "৷  কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষের আহুতি হোক ৷ বিনয় ,বাদল , দিনেশ ,জওহরলাল নেহরু,মাস্টার দা , গান্ধী জীর  ভারতবর্ষে ফিরতই হবে ৷ শক্তিশাালী কে ?  কতিপয় শৃগালের উল্লাস কি এতই শক্তিশালী, আপামর ভারতবাসীকে খালি হাতে ফিরতে হবে ? বিচারের খাড়ায় এত ভয়ানক দৃষ্টান্তের সৃষ্টি হোক , যাতে অপরাধী মনোবৃত্তি আগুনে ঝলসে যায় ৷ প্রতিটি সন্তান যষ্টি হয়ে উঠুক পিতা মাতার জীবন সায়াহ্নে ৷

আসমুদ্র হিমাচল অনুরণিত হোক "ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে " ৷৷

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩