আর্যতীর্থর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

আর্যতীর্থর কবিতা


।। এই সময়, এই দেশ।।


প্রতিটি গুজবে রক্ত ছড়িয়ে পড়ছে মাটিতে।
কল্পিত গাভীর মৃতদেহ থেঁতলিয়ে দিচ্ছে জ্যান্ত মানুষকে।
মুখিয়ে রয়েছে লোকে পাতা ফাঁদে পা দিতে।
কারা যেন আড়াল থেকে আগুন চলেছে উসকে।

এই মৃত্যু উপত্যকাই আমার দেশ, আমার জন্মভূমি।
এখানে ঈশ্বর রক্তপিপাসু, দাঙ্গা না হলে ঘুম হয়না তাঁর।
প্রতি ভোটে বেজে ওঠে আমরা ওরা'র ঝুমঝুমি।
এখানে ধর্ম লেখে সবার কাহিনী, শুরু থেকে উপসংহার।

এখানে ন্যায় অন্যায় কেউ দেখে না, ভোট মাপে।
আগামীর মুখে আগুন দিয়ে বর্তমানকে দখল করাই রীতি।
সিন্দবাদের বুড়োর মতন নেতা জনতার ঘাড়ে চাপে।
প্রতিবাদ মানে বেঘোরে প্রাণ হারানোর ভীতি।

এ আমার দেশ, যেখানে ধনী বা রাজনৈতিকের কোনো সাজা নেই।
এখানে সততা ওপরে ওঠার পথে অন্তরায়।
শাসকের দিন কেটে যায় দু আনার কাজে ষোলো আনা ঢাক বাজাতেই।
এ আমার দেশ, আঁধার যেখানে আলোকে আস্ত গিলে খায়।

এখানে এখন রোজ তৈরী হয় ঘৃণার ফেক ভিডিও।
ধর্মের তাগিদে নয়, ভোটের তাড়নায় হিংসা জারি রাখা দরকার।
আমরা বনাম ওরা'র আগুনে কারা যেন দেয় গুজবের ঘি-ও,
বিষণ্ণ দিন হিসেব হারায় কোথায় পুড়লো ঘর কার।

অথচ এ দেশ প্রগতির পথে, বলে চলেছেন সরকার...

+++++++++++++++++++++++++++++++++++


আর্যতীর্থ


No comments:

Post a Comment