দেবাশিস মোহন মুখোপাধ্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

দেবাশিস মোহন মুখোপাধ্যায়ের কবিতা


।। স্বাধীনতা ।।


(1)

তুমি আজও দাঁড় টানো জলে
আজও তোমার সুরে মল্লার গাঁথা
অভাবী সংসার টেনে যাও তবু
জানো কি আজ স্বাধীনতা ?

(2)

ট্রেনের কামরায় ফেরি করো তুমি
কত ছড়া কাটো মুখে প্রতিদিন
অভাবী সংসারে একা তুমি
জানো কি আজ স্বাধীনতা -দিন ?

(3)
তোমার সংসারে কতশত ঋণ
ছেলে কষ্ট করে কলেজে পড়ে
পাড়ার মোড়ে চা-ঘুগনির দোকানি তুমি
জানতে চাওয়া আজ স্বাধীনতার দিন ।

(4)
বেকার ছেলেটা চাকরির খোঁজে
অলিতে-গলিতে ঘোরে বুকে হতাশার ব্যাথা
আজ যে পনেরো আগস্ট, স্বাধীন ভারত
রাত হয়ে যায় ,ভুলে গেছে ছেলে সে কথা ।

(5)

সহস্র মেহনতি হাত ক্ষুধার রাজ্য জুড়ে
চোখ রাখে শুধু একমুঠো অন্নে
সবাই যেন চিৎকার করে বলছে "স্বাধীনতা 
তুমি কিসের জন্যে ?"


-------×-----------×--------------×----------×------





দেবাশিস মোহন মুখোপাধ্যায়
45 / 6 বাঘাযতীন কলোনি
পোঃ প্রধান নগর
শিলিগুড়ি

No comments:

Post a Comment