সুমন কল্যাণের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

সুমন কল্যাণের কবিতা

সত্যিই কি জানি স্বাধীনতা কাকে বলে



সত্যিই কি জানি স্বাধীনতা কাকে বলে
জানি কি আমরা
কোনটা নিজের দেশ?
সত্যিই কি জানি বেঁচে থাকা কাকে বলে
এই তো আছি ভালোই আছি বেশ!

এখনও তো দেখি চারিদিকে হাহাকার
প্রদীপখানি শিখা নিয়ে শুধু জ্বলে
তারই নীচে গভীর অন্ধকার!

খালি পেট যত ভরে যেতে দেখি
অনাহারে আর স্লোগানে
সাংবিধানিক অধিকারবোধ
শুধু প্রতিরোধ বয়ে আনে।

কি পেয়েছি আর কি পাবো
ভাবতে যাই না আর
একই কুমিরছানা দেখা হল বহুবার!

আজও দুবেলা দুমুঠোর জন্য অসম সংগ্রাম
আজও প্রকাশ্যে চলছে শাসন শোষন
আজও বেঁচে আছেন অন্ধ ধৃতরাষ্ট্র
একা তুমি দোষী নও হে দুর্যোধন।

এত কিছুর পরও কি আছে পোড়া দেশে
'জন গন মন' গেয়ে উঠলে অজান্তে
চোখে জল নেমে আসে।
মন কে বলি তেরঙ্গা ওটা
একটুকরো কাপড় ছাড়া কিছু নয়
তবুও যখন আকাশে ওড়ে
মনের ভিতর কি যেন একটা হয়।

একটা স্বপ্ন দেখি- স্বাধীনতা বলতে ১৫ই আগষ্ট
প্রভাত ফেরি আর রাজপথে প্যারেড বোঝাবে না
না, একটা ছুটির দিন একটু উৎসবও নায়,
স্বাধীনতা হবে একটাই নীল আকাশ
আর সেই আকাশে হাজার সূর্যোদয়।

****************************

সুমন কল্যাণ মণ্ডল
ত্রীশূলাপট্টী (সারদাপল্লী)
বোলপুর, বীরভূম

No comments:

Post a Comment