Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

পুস্তক আলোচনাঃ দেবাশিস কোনার।। কাব্যগ্রন্থ "নির্বাক বাল্মীকি" ।। কবি শুভদীপ সেনশর্মা





"যদি পৃথিবীর এক কোণে আমার হৃদয় চাপা পড়ে থাকে

 সেটা আমার দায় নয়"



অনেকদিন আগে করি শুভদীপ এই কাব্যগ্রন্থটি
উপহার স্বরূপ হাতে পেয়েছিলাম।সেসময় কিছুটা দায়বদ্ধতা আবার সামান্য সৌজন্যের
কারনে প্রায় করতে হবে তাই করা -এমন মনোভাব নিয়ে বইটির আলোচনা করেছিলাম।আর এখন
করছি মনের আনন্দে।তরুণ কবির উত্তরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।প্রতিটি কবিতাতেই
পরিণতির ছাপ স্পষ্ট।"সেলের ভেতর থেকে"কবিতায় কবি বলেন,
"সফলতা হাতের মুঠোয় এসে
যখন আত্মক্ষরণ হয়,তখন আমি
সেলের ভেতর বসে থাকি "
বৃষ্টি বিষয়ক কবির বেশ কয়েকটি কবিতায় ঝংকৃত হয়েছে বিরহ, স্মৃতিমেদুরতা,আত্মকথন, আত্মক্ষরণ ও ভালোবাসা। তিনি বলেন "বৃষ্টির শব্দে আমার কথা ফোটে মুখে"। তার এই সব উচ্চারণ পাঠকের বুকে আশার সঞ্চার ঘটায়।
কখনও কবির বলছেন, "বৃষ্টি কখনো রোদ্দুর হলে মেঘের হাসি পায়।"
কবির বলবার ধরনটি একেবারেই কবির নিজস্ব।এই প্রসঙ্গে জাঁ পল সার্তে এর উক্তি
অনুসরণ যোগ্য। তিনি বিশ্বাস করতেন ,"ব্যক্তি যদি তার অস্তিত্ব বিষয় সচেতন থাকে
তবে তাকে শোষণ করা সহজ নয় ।" "স্বাধীনতা মানুষকে সাহায্য করে সবকিছুকে
চিনতে,ভাবতে ও অর্জন করতে।" তিনি তার নানা সাহিত্য কর্মে দেখিয়েছেন একটি সমগ্র
বিবেচনাহীনতার কাছে ব্যক্তি মানুষ কতই না অসহায়। কবি শুভদীপ নিজের অস্তিত্বকে
প্রকাশ করেছেন সচেতন ভাবে।
নির্বাক বাল্মীকি শীর্ষক কবিতায় সেজন্য তার সদম্ভ উচ্চারণ -
"একটা সমুদ্র চাই আমার - যেখানে সহনসীমা পরিযায়ী
বিন্দুবৃত্ত তৈরি করবে অসামরিক অধিকার -রক্তচাপ"কবির ভাষাশৈলি ও শব্দচয়ন
পাঠককে বিমোহিত করবে। দেশ ও প্রেমী কবিতায় তিনি বলেন , দেশ জানে না কতটা
বিদ্বেষ করলে
একটা নতুন কবিতার জন্ম হয।
কবি শুভদীপের এটা যে প্রথম কাব্যগ্রন্থ তা বোঝা যায় না কবিতাগুলি পাঠ করলে।মনে
হয় কবি যেন দীর্ঘকাল ধরে কবিতা লিখছেন।তার ছয় নম্বর রাজ্য সড়ক শীর্ষক
কবিতাগুলো যেন তরবারির মতো শাণিত।"ভোরের পাখিরা নিশাচর সেজে বসে থাকে
ইলেকট্রিক পোস্টের ছাদে। হুশ শশ করে ঢলে যায় উড়ন্ত সব ক্লান্তির
দল।"ক্লান্তির দল কবির কাছে উড়ন্ত।তারা আসে বটে তবে ঝেড়ে ফেলতে পারলে উড়ে
পালায়। এই অকুতোভয় কবি সেজন্য উচ্চারণ করতে পারেন,নতুন নতুন ক্লান্তিরা
ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে।আসলে "নির্বাক বাল্মীকি" একটি ল্যান্ডমার্ক। এই
কাজটি করবার জন্য বিরুৎজাতীয় সাহিত্য সম্মিলনীকে বাহবা দিতেই হয়। শুভদীপদের
মতো ছাত্র কবিদের প্রচার পাবার দরকার,এটা যত বেশি বেশি করে হবে তত মঙ্গল।
প্রচ্ছদ,ছাপা এবং কাগজ ভাল।নিজের আঁকা প্রচ্ছদে শুভদীপ আর একবার নিজের জাত
চিনিয়েছেন।

 ====================================

কাব্যগ্রন্থ "নির্বাক বাল্মীকি" ।। কবি শুভদীপ সেনশর্মা।।
প্রকাশক -বীরুতজাতীয় সাহিত্য সম্মিলনী, কালীমোহনপল্লী, বোলপুর ।। 
বিনিময় 60 টাকা

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩