ইন্দ্রজিৎ নন্দীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

ইন্দ্রজিৎ নন্দীর কবিতা

 বাইশ গজের বৃত্তান্ত

--------------------------


ইন্টারন্যাশনাল উয়োম্যানস ওয়ার্ল্ডকাপের পর থেকে কারো বাড়িতে টিভি বন্ধ হয়নি। সেবার একটা সিএট টায়ারের অ্যাড হত। প্রতিটা ব্রেকে অ্যাড থেকে নেমে আমরা সটান ঢুকে যেতাম গ্যালারিতে। আম্পায়ার হয়তো সবসময় দেখতে পেতো না , পেলে হয়তো ক্লিনবোল্ড ইশারায় জানিয়ে দিত পিচ শুকানোর কাজ চলেছে!


অতএব চুপচাপ ম্যামথের মত বসে থাকা দর্শকগন বারচারেক হিসি করতে যাবে ও পাঁচবার জল খেয়ে উল্টে পাল্টে দেখে নেবে কোন চ্যানেলে কি চলেছে! কোনোটায় বোরোপ্লাসের অ্যাড কোনোটায় আবার সূর্যবংশম।মাঝেমধ্যে কমেন্ট্রি চলবে পিচ শুকানোর কাজ এখনো শেষ হয়নি! চলেছে তো চলেছেই!

এখন যেটুকু বৃষ্টি আর পলিথিনের প্যাকেট মাঠে জমেছে তার থেকেও অনেক বেশি হতাশা এপারের লোকগুলোর মনে। অর্থাৎ আমরা এপারে যারা বসে আছি, ছুঁয়ে দেখতে পাচ্ছি না ধোনির হেলিকপ্টার শট কিংবা বিরাটের লেগড্রাইভ !কয়েকজন অচেনামুখ মেয়ে আজ ক্রিজে। ওপোনেন্টের চেহারার পাশে অনেক ছোটো যাদের চেহারা। আজও যাদের প্রতিবেশী বলে মেয়েদের অত খেলাধুলা করতে নেই কিংবা মাঠে নেমে লাফালাফি ছেলেদেরই মানায়!

তাদের সবার গালে সটান থাপ্পড়ের মত কভার ড্রাইভে চার মেরেছিল মেয়েটা! নাম মনে নেই মেয়েটার। শুধু মনে আছে বল যতবার বাউন্ডারি টপকেছিল একটাই শব্দ শোনা গিয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়া। যে ইন্ডিয়া কারো একার না! আমাদের সবার।আফসোস একটা ছিল সেদিন ওরা জিততে পারেনি। এতে কারও আবীর ফেলা যায়নি। টিভি বন্ধ হয়নি কারো ! শুধু হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া! সামান্য দূর্বলতায়। সেই দূর্বলতা কোনো মেয়েশরীরের নয়। একটা সমাজের। অভ্যাসদোষে হিটআউট কনজারভেটিভ সমাজের।

*****************************************************


ইন্দ্রজিৎ নন্দী
লিংক রোড, আরামবাগ, হুগলি

No comments:

Post a Comment