কোয়েলী ঘোষের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

কোয়েলী ঘোষের কবিতা

সত্তর বছর পর


স্বাধীনতার পতাকা উড়ল আকাশে
তবু স্বাধীন হল কি দেশ, অনিমেষ?
কত স্বপ্ন, কত আশা, কত মুক্তিযুদ্ধ
রেখে গেল দেওয়ালে রক্তের দাগ অবশেষ।
তুমি কি আজও স্বপ্ন দেখ অনিমেষ?
সুস্থ্য সুন্দর এক সমাজের স্বপ্ন?
সত্তর বছর গেছে কেটে --
আজো আলো নেই অন্দরে,  অন্তরে।
যে মেয়েটা আজ পতাকা তুলেছিল আকাশে
বাড়ি ফেরার পথে ধর্ষিত!
একে কালো রঙ মেয়েটার
তায় আবার পর পর দুটো মেয়ে,
মরে গিয়ে হয়তো বেঁচে গেল।
আরও একজন হাসপাতালে,
এসব কথা কত লিখি বল অনিমেষ?
পায়ে শিকল বেঁধে কেটে গেল জীবন
কত ঝড়, জল, বৃষ্টি বারান্দায়,
মেয়েটি মানসিক ভারসাম্য হারাল।
সারি সারি শিশু রাশি রাশি মৃত্যু
দমবন্ধ হয়ে আসছে --
এ কোন স্বাধীনতা পেলাম?
প্রতিদিন রাত্রি আসে দুঃস্বপ্নে
প্রতিদিন সকাল হয় জাগরণে।
ঐ দেখ অনিমেষ,  আগামী প্রজন্ম চলেছে
ওদের চোখে সূর্যের আলো!
কি বলছে শোনো -- কিশলয়
এ দেশ বাঁচাবে ওরা সঙ্কটে, বিপদে।
ওই দেখ পতাকা হাতে এগিয়ে চলেছে ওরা
আকাশে উড়ছে স্বপ্ন... মুঠো মুঠো রঙ।

No comments:

Post a Comment