ছড়া ।। মিঠে আলোয় ।। স্বপন মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

ছড়া ।। মিঠে আলোয় ।। স্বপন মুখোপাধ্যায়

মিঠে আলোয় 

স্বপন মুখোপাধ্যায়


আজ বোশেখের নিমন্ত্রণে 
মাতছি খুশির গানে,
হাসছে পলাশ কৃষ্ণচূড়া
সবার প্রাণে প্রাণে।

নতুন বছর দিচ্ছে দোলা
শিরিষ ফুলে ফুলে,
রঙিন আশায় গর্বে এ বুক 
উঠছে দুলে দুলে।

সকাল থেকেই দোকান দানি
সাজছে নতুন করে,
হালখাতা আর গনেশ পুজো 
হচ্ছে আড়ম্বরে।

সাজছে ঘরের দেওয়ালগুলো 
নতুন ক্যালেন্ডারে,
মিঠে আলোয় মনের দুয়ার 
খুলছে বারে বারে।

***************

স্বপন মুখোপাধ্যায়
বহড়া,ষাটপলসা,বীরভূম 
ফোন নম্বর 8617822208




No comments:

Post a Comment