ছড়া ।। নাইয়র ।। সুব্রত চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

ছড়া ।। নাইয়র ।। সুব্রত চৌধুরী

নাইয়র

সুব্রত চৌধুরী


বোশেখ মাসে নাইয়র আসে 

হারায় পথের বাঁকে,

পথের ধূলোয়  পদচিহ্নে

সুখের ছবি আঁকে।


নাইয়র আসে সখী হাসে

বাজে খুশির বীণ,

এই 'টা দিন দু: ব্যথা

ওদের হবে লীন।


নাইয়র বেড়ায় বাগান জুড়ে 

আলতা পায়ে নুপুর,

কাঁঠাল মুচি কুচি কুচি

ঘামে ভেজা দুপুর।


সন্ধ্যা নামে রূপোর খামে

নাইয়র মাতে গানে,

রূপোর সিকি ঝিকিমিকি 

ডাকে খুশির বানে। 


————————————-

সুব্রত চৌধুরী

আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র 

হোয়াটসআপ # +1 6092332728



No comments:

Post a Comment