গল্প ।। শিকড়-সন্ধানের গল্প অথবা সন্তান-বিরহের আখ্যান ।। চন্দন মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র
  • Home
  • About
  • Contact
  • 404

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

  • Home
  • গদ্য
  • _গল্প-উপন্যাস
  • __গল্প
  • __ছোটগল্প
  • __অণুগল্প
  • _উপন্যাস
  • _প্রবন্ধ-নিবন্ধ
  • _স্মৃতিকথা
  • _ভ্রমণকাহিনি
  • অন্যান্য গদ্যরচনা
  • _মুক্তগদ্য
  • _রম্যরচনা
  • _ফিচার
  • _নাটক
  • _ধর্মকথা
  • মুদ্রিত নবপ্রভাত
  • নবপ্রভাত প্রকাশনী

Friday, April 15, 2022

Home ৫০তম সংখ্যা ।। বৈশাখ ১৪২৯ এপ্রিল ২০২২ গল্প গল্প ।। শিকড়-সন্ধানের গল্প অথবা সন্তান-বিরহের আখ্যান ।। চন্দন মিত্র

গল্প ।। শিকড়-সন্ধানের গল্প অথবা সন্তান-বিরহের আখ্যান ।। চন্দন মিত্র

নবপ্রভাত পরিবার 4/15/2022 11:53:00 AM ৫০তম সংখ্যা ।। বৈশাখ ১৪২৯ এপ্রিল ২০২২, গল্প,

শিকড়-সন্ধানের গল্প অথবা সন্তান-বিরহের আখ্যান  

               চন্দন মিত্র

অলিভিয়া ফেরেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। কলেজ থেকে ফিরে খবরটা শুনে দুশ্চিন্তায় ভেঙে পড়লেন তপন মণ্ডল। তাঁর সব রাগ গিয়ে পড়ল স্ত্রী দীপালির উপর। হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করে দিলেন।   

— আমাকে তো ফোন করতে পারতে একবার।

— আমি জানব কী করে যে ও এমন কাণ্ড ঘটাবে। ছ-টার মধ্যে  তো বাড়িতে ঢোকে। আমি স্কুল থেকে ফিরে একবার ফোন করেছিলাম। দেখলাম নট রিচেবল। তখনও ছটা বাজেনি। ভাবলাম টাওয়ারের সমস্যা। তারপর মিনতিদিকে রান্নার দিকটা বুঝিয়ে দিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভাবলাম রাস্তায় আছো সাতপাঁচ ভাববে, তাই আর তোমাকে ফোন করিনি। সকালবেলা ইউনিভার্সিটি যাচ্ছি বলে বেরোল। তবে  অন্যদিনের তুলনায় অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছে। খেয়ে যেতে বললাম। বলল, ক্যান্টিনে খেয়ে নেবে।

    কয়েকদিন আগে অলিভিয়ার কিনে আনা আদ্যিযুগের পুরোনো মডেলের পেন্ডুলাম  ঘড়িটা ঢং ঢং করে আটবার বেজে উঠল। তপন মণ্ডল বারবার রিং করে যাচ্ছেন এই আশায়, যদি হঠাৎ করে রিং হয় আর অলি মধুর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ বাপি বলো ! এখন বলছে সুইচড অব।

দীপালি শোনান আরও ভয়ানক কথা।

— ওর সঙ্গে যারা এমফিল করছে তাদের একজনকে ফোন করেছিলাম, সে জানিয়েছে আজ ওদের ক্লাসই ছিল না।  

— শোনো যা দিনকাল চলছে, আমি আর ভাবতে পারছি না। আমি বেরোচ্ছি। প্রথমে থানায় যাব, তারপর দেখি...

— মিনতিদিকে আজ না-ছাড়লেই ভালো হতো বুঝলে। কিন্তু কীকরে বুঝব ! তুমি এক  কাজ করো, জামাকাপড় ছেড়ে হাতেমুখে একটু জল দাও। হালকা কিছু খেয়ে নাও, আমি একটু চা করে দিচ্ছি। তারপর ঠাণ্ডা মাথায় ভাবো কী করা যায়। তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিয়ো না।

    তপন মণ্ডল চায়ে চুমুক দিতে দিতে করণীয় ভাবতে থাকেন। দীপালি সোফায় বসে থাকতে থাকতে হঠাৎ কী মনে করে  চার্জার থেকে ফোনটা খুলে অন করেন। চা শেষ করে বেরিয়ে প্রোফেসর মণ্ডল লিফটে পা রাখবেন, ঠিক সেই সময়ে দীপালির আচমকা চিৎকারে তিনি তড়িদাহতের মতো কেঁপে ওঠেন। ফিরে এসে দেখেন দীপালি ফোনটি হাতে ধরে অট্টহাস্য করছেন। মুহূর্তে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়, শিরদাঁড়া বেয়ে একটা ঠাণ্ডা স্রোত নেমে যায় তপন মণ্ডলের। তবে কী যা আশঙ্কা করেছিলেন ...

    দীপালি এবার অনেকটাই প্রকৃতিস্থ, হা হা করে হাসতে হাসতে বললেন — দ্যাখো আমাদের পাগলিটার অবস্থা দ্যাখো। তোমার চা খাওয়ার সময় হঠাৎ আমার মাথায় খেলে যায়, দেখি তো ওর ফেসবুক প্রোফাইলটা, কোনো ক্লু যদি পাই। এই দ্যাখো তোমার মেয়ের কাণ্ড, বিকাল চারটের সময় পুন্যিপুকুর চড়কমেলা থেকে লাইভ করেছে।  

— কই দেখি।

এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নেন তপনবাবু। তাঁর মুখ থেকে দুশ্চিন্তার ছায়া সরে যায়। তাঁদের কলিজার টুকরো তখন গ্রামের সোনারোদ মেখে চৈত্রের ঝোড়ো বাতাসে চুল উড়িয়ে একমুখ হাসি নিয়ে ভাষণ দিয়ে চলেছে —      

'বন্ধুরা আজ আমি তিনঘণ্টা জার্নি করে এসে পড়েছি আমার দেশের বাড়ি পুন্যিপুকুর গ্রামে। প্রায় পনেরো বছর পরে এলাম আমার জন্মগ্রামে। এই যে আমার পিছনে রাশিরাশি হলুদ ফুল দেখছেন এগুলি সূর্যমুখী ফুল, সান ফ্লাওয়ার। আমার কাকা-জ্যাঠা ও পুন্যিপুকুরের অন্যান্য চাষিরা চাষ করেছেন। এর বীজ থেকে তেল পাওয়া যায়, সান ফ্লাওয়ার অয়েল নামে যা বহুল পরিচিত। এই যে স্কুলটা দেখছেন পুন্যিপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এখানে আমার ঠাকুরদা গোপীনাথ মণ্ডল, বাবা অধ্যাপক তপন মণ্ডল, কাকা স্বপন মণ্ড্‌ল, জ্যাঠা বপন মণ্ডল সবাই পড়েছেন। আমিও এই স্কুলে  ক্লাস ফোর পর্যন্ত পড়েছি। তারপর বাবা হাইস্কুলের চাকরি ছেড়ে কোলকাতার কলেজে যোগ দিলেন, মাও কোলকাতার একটা স্কুলে চাকরি পেয়ে গেলেন। ব্যাস গ্রামের পাঠ উঠে গেল। গিয়ে ঢুকে পড়লাম মহানগরীর ফ্ল্যাট নামক খাঁচাবাড়িতে। আমার মামার বাড়ি পাশের গ্রাম তিরপুন্যিতে। দাদু-দিদা মারা গেছেন, মামা তাঁর ফ্যামিলি নিয়ে উঠেছেন দমদমের এক খাঁচাবাড়িতে। এতদিন বিভিন্ন টুরিস্ট স্পট আর দমদমের মামার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার পৃথিবী। বাড়ির কাছের এই আরশি নগরে  পৌঁছাতে কেটে গেল আমার এতগুলো বছর। মা-বাবাকে কতবার বলেছি, তাঁরা আমাকে গ্রামের বিভিন্ন অসুবিধার কথা মনে করিয়ে দিয়ে প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন তাঁরা আর গ্রামের মাটিতে পা রাখবেন না। অথচ বন্ধুরা দ্যাখো, গ্রামেই তো আমার শিকড় তার টান কীকরে অস্বীকার করি ! এই যে চরকতলার মাঠ এখানে কত আনন্দ করেছি একসময়। আর ওই দেখুন মাঠের কিনারা ছুঁয়ে বয়ে চলেছে আমাদের চাঁদভাসি খাল। ওর জলে কত সাঁতার কেটেছি একদিন। এখানে আমার কাকা-জ্যাঠা আছেন তাঁদের পরিবার আছে। ঠাকুরদা নেই, ঠাকুরমা আছেন। সকলের সঙ্গেই একে একে তোমাদের পরিচয় করাব। একটু পরেই মূল সন্ন্যাসী চড়ক গাছে উঠবেন, শুরু হবে চড়ক গাছের চক্কর। কালকে পয়লা বৈশাখ, এই মাঠে বসবে গোষ্ঠমেলা। বন্ধুদের সবাইকে জানাচ্ছি চৈত্র সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আর হ্যাঁ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আগাম জানিয়ে রাখলাম। বন্ধুরা কদিন আমি পুন্যিপুকুরেই থাকছি। সঙ্গে থেকো বেশ মজা হবে। আর হ্যাঁ চুপি চুপি তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমি বাবা-মাকে না-জানিয়েই এখানে এসেছি। কদিন অন্তত তাঁরা আমার ঠাকুরমার মতো বুঝে নিক সন্তান-বিরহ কাকে বলে ...


 

চন্দন মিত্র
ভগবানপুর ( হরিণডাঙা )
ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক - ৭৪৩৩৩১






Tags # ৫০তম সংখ্যা ।। বৈশাখ ১৪২৯ এপ্রিল ২০২২ # গল্প
  • Tweet on X
  • Share on FB
  • Pin it to pinterest
  • আপনার মন্তব্য লিখুন:
Author Image

প্রসঙ্গ : নবপ্রভাত পরিবার

গল্প
by নবপ্রভাত পরিবার at 4/15/2022 11:53:00 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Tags ৫০তম সংখ্যা ।। বৈশাখ ১৪২৯ এপ্রিল ২০২২, গল্প

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

'নবপ্রভাত সাহিত্য পরিবার'

* 'নবপ্রভাত' মাসিক ব্লগ-ম্যাগাজিন সাহিত্যের সমস্ত শাখার লেখাই প্রকাশ করে। গোষ্ঠীর ছুঁৎমার্গ নেই। * মুদ্রিত নবপ্রভাত বছরে ১/২ বার প্রকাশিত হয়। * নবপ্রভাত প্রকাশনী সুনামের সঙ্গে তার পথ চলা জারি রেখেছে। * সাধারণ সম্পাদকঃ নিরাশাহরণ নস্কর। প্রয়োজনে যোগাযোগঃ ৯৪৩৩৩৯৩৫৫৬। * আমাদের পরিবারের অন্য দুটি মাসিক ব্লগজিন— ১) কথাকাহিনি (সমস্ত রকম গদ্য প্রকাশিত হয়। সম্পাদকঃ শ্রী বিশ্বনাথ প্রামাণিক) এবং ২) কিশলয় (শিশুকিশোর উপযোগী আঁকা-লেখা প্রকাশিত হয়। যুগ্ম সম্পাদকঃ শ্রী প্রিয়ব্রত দত্ত ও শ্রী কার্তিক চন্দ্র পাল)। * সম্পাদকমণ্ডলীর অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য—শ্রী লক্ষ্মণ চন্দ্র নস্কর, জগবন্ধু হালদার, অরবিন্দ পুরকাইত, চন্দন মিত্র, পরিতোষ মণ্ডল প্রমুখ।

Menu

নতুন লেখা ১০

জনপ্রিয় ১০

  • সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল
    সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল
    সাহিত্যের মাটিতে এক বীজ -- "ত্রয়ী কাব্য" ------------------------------------------------------------------------------ সুনন্দ...
  •  প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।।  শ্রীজিৎ জানা
    প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা
    লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা শ্রীজিৎ জানা "সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়"। স্রোতের ধারা তার দু'প্রান্তে রেখে যায় ...
  • গ্রন্থ আলোচনা: শর্মিষ্ঠা দেবনাথ
    গ্রন্থ আলোচনা: শর্মিষ্ঠা দেবনাথ
    প্রতিবাদ যখন অগ্নিবাণী বাংলাদেশে নারীমুক্তি ও নারী আন্দোলনের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৯তম জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবে...
  • শ্যামাপদ মালাকার কবিতা
    চোখ """"""" নদী, অরণ্য, রাতের ফালি চাঁদ- সবেই তো আমার...স্বর্ণপিঁড়িটাও!। সেদিন, শুক...
  •   মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি
    মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি
    লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি (লেখক ও সম্পাদকীয় দপ্তরের কথোপকথন আকারে) --কী পত্রিকা? --নবপ্রভাত। --মুদ্রিত না অনলাইন? --মুদ্রিত। --কোন সংখ্যা হবে এট...
  • কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।।  পার্থ সারথি চক্রবর্তী
    কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী
      কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা : এক ঐতিহ্যবাহী অধ্যায়  পার্থ সারথি চক্রবর্তী  কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। রাজার শহর কোচবিহারের ...
  • লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
    লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
       মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য...
  • উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।।  সৌরভ পুরকাইত
    উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত
      উৎসবের সৌন্দর্য:  সেকালে ও একালে   সৌরভ পুরকাইত বাংলার উৎসব বাংলার প্রাণ। প্রতিদিনের জীবনযাপনের মধ্যে যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন তাকে বেঁচ...
  • কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার
    কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার
    বসন্তের কোকিল তুমি   বিচিত্র কুমার                      (০১) তোমার দু-আঁখির গহীন অরণ্যে একটা স্বপ্নের বহমান নদী রয়েছে, তারই রেশ ধরে আমি হেঁট...
  • লেখক-সূচি ও সম্পাদকীয়
    লেখক-সূচি ও সম্পাদকীয়
    নবপ্রভাত মাসিক ব্লগ-ম্যাগ জ্যৈষ্ঠ ১৪২৫ # মে ২০১৮ মে মাসে শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধায় বিশেষ সংখ্যা বিষয়ঃ 'সভ্যতা...

মন্তব্য ৫

সূচিপত্র

  • ►  2025 (463)
    • ►  June (102)
    • ►  May (73)
    • ►  April (75)
    • ►  March (43)
    • ►  February (93)
    • ►  January (77)
  • ►  2024 (816)
    • ►  December (32)
    • ►  November (79)
    • ►  October (63)
    • ►  September (55)
    • ►  August (73)
    • ►  July (97)
    • ►  June (99)
    • ►  May (89)
    • ►  April (75)
    • ►  March (53)
    • ►  February (73)
    • ►  January (28)
  • ►  2023 (888)
    • ►  December (36)
    • ►  November (61)
    • ►  October (129)
    • ►  September (109)
    • ►  August (86)
    • ►  July (51)
    • ►  June (67)
    • ►  May (83)
    • ►  April (46)
    • ►  March (55)
    • ►  February (99)
    • ►  January (66)
  • ▼  2022 (882)
    • ►  December (37)
    • ►  November (62)
    • ►  October (72)
    • ►  September (84)
    • ►  August (69)
    • ►  July (69)
    • ►  June (84)
    • ►  May (108)
    • ▼  April (59)
      • প্রচ্ছদ, সম্পাদকীয় ও সুচিপত্র ।। ৫০তম সংখ্যা ।। বৈ...
      • প্রবন্ধ ।। আবেগের নববর্ষ -- ঐতিহ্যের পয়লা বৈশাখ |...
      • স্মৃতিকথা ।। পয়লা বৈশাখ আর কালবৈশাখী ।। সোমা চক্র...
      • মুক্তগদ্য ।। "নব আনন্দে জাগো আজি…" ।। শ্রীজিৎ জানা
      • নিবন্ধ ।। পয়লা বোশেখ ।। শিবপ্রসাদ পুরকায়স্থ
      • নিবন্ধ ।। নববর্ষের আবির্ভাব ।। রমলা মুখার্জী
      • মুক্তগদ্য ।। নববর্ষের কুচুটে ভাবনা ।। মুক্তিপ্রকা...
      • মুক্তগদ্য ।। শুভ বাংলা নববর্ষ ।। শেফালী সর
      • মুক্তগদ্য ।। আমার সেকাল আর একালের নববর্ষ ।। ঊষা ম...
      • গল্প ।। শিকড়-সন্ধানের গল্প অথবা সন্তান-বিরহের আখ্য...
      • কবিতা ।। জীবাশ্মহীন অ্যানথ্রাসাইট ও নতুন অক্ষর পুর...
      • কবিতা ।। প্রস্তুতি ।। লাবণী পাল
      • ছড়া ।। এই নববর্ষে ।। আনন্দ বক্সী
      • কবিতা ।। নতুন বছর ।। সুশান্ত সেন
      • কবিতা ।। স্বপ্ন নিয়ে ।। সুমিত মোদক
      • কবিতা ।। নতুন দিনের ডাক ।। সুজন দাশ
      • কবিতা ।।বাংলা নববর্ষ।। শ্রীমন্ত সেন,
      • কবিতা ।। নববর্ষের গল্প বলি ।। তুহিন কুমার চন্দ
      • কবিতা ।। বর্ষবরণ ।। তীর্থঙ্কর সুমিত
      • কবিতা ।। নববর্ষ ।। দীপঙ্কর সরকার
      • ছড়া ।। নাইয়র ।। সুব্রত চৌধুরী
      • ছড়া ।। নববর্ষের নব হর্ষে ।। সুব্রত দাস
      • ছড়া ।। মিঠে আলোয় ।। স্বপন মুখোপাধ্যায়
      • কবিতা ।। নববর্ষ ।। সুব্রত কুণ্ডু
      • বোশেখ মানেই আলোর দিশা ।। জয়শ্রী সরকার
      • কবিতা ।। নতুন বছর নতুন দিনে ।। মৃত্যুঞ্জয় হালদার
      • ছড়া ।। নববর্ষ ।। রূপালী মুখোপাধ্যায়
      • ছড়া ।। সোহাগ মায়ায় এসো ।। নিরঞ্জন মণ্ডল
      • বৈশাখী ছড়া ।। রঞ্জন কুমার মণ্ডল
      • নববর্ষের কবিতাগুচ্ছ ।। সৌমেন দেবনাথ
      • অণুগল্প ।। নববর্ষের আনন্দ ।। মিঠুন মুখার্জী
      • ছড়া ।। বর্ষবরণ ।। বিদ্যুৎ মিশ্র
      • ছড়া ।। থাকলো এটুক আশা ।। বদ্রীনাথ পাল
      • কবিতা ।। নববর্ষ ।। মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
      • ছড়া ।। নববর্ষ ।। মানস চক্রবর্তী
      • কবিতা ।। নতুন রবি ।। রতন নস্কর
      • ছড়া ।। ফিরে পাওয়া ।। কার্ত্তিক মণ্ডল
      • কবিতা ।। এসো হে নববর্ষ ।। সাইফুল ইসলাম
      • ছড়া ।। মিলনের মেলা ।। বদ্রীনাথ পাল
      • কবিতা ।। নববর্ষ কাদের তরে ? ।। তপন কুমার বৈরাগ্য
      • কবিতা ।। বৈশাখ ।। লালমোহন ভট্টাচার্য
      • ছড়া ।। নববর্ষের দিনে ।। জগদীশ মাল
      • ছড়া ।। নববর্ষ ।। নির্মল কুমার দে
      • ছড়া ।। পয়লা বৈশাখ ।। দীনেশ সরকার
      • ছড়া ।। নববর্ষ ।। মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
      • কবিতা ।। নববর্ষ ।। রণেশ রায়
      • কবিতা ।। আবাহন ।। সান্ত্বনা ব্যানার্জী
      • কবিতা ।। পয়লা বৈশাখ ।। গৌতম সমাজদার
      • কবিতা ।। 'এসো হে বৈশাখ' ।। স্বপনকুমার মৃধা
      • কবিতা ।। নববর্ষ - ১৪২৯ ।। শংকর ব্রহ্ম
      • ছড়া ।। বৈশাখ মানে ।। কাশীনাথ হালদার
      • কবিতা ।। সুপ্রভাত ।। অরুণ কুমার দাঁ
      • কবিতা ।। এসো হে বৈশাখ ।। অশোক দাশ
      • দুটি কবিতা ।। বিচিত্র কুমার
      • কবিতা ।। নতুন সূর্য।। শুভশ্রী দাস
      • কবিতা ।। নববর্ষ ।। রাণু বর্মণ
      • কবিতা ।। এসো নববর্ষ ।। কালিদাস নস্কর
      • কবিতা ।। শুভ নববর্ষ ।। নিরাশাহরণ নস্কর
      • বই-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত।। গ্রন্থ: ছড়া কনফিউশন...
    • ►  March (80)
    • ►  February (62)
    • ►  January (96)
  • ►  2021 (920)
    • ►  December (95)
    • ►  November (51)
    • ►  October (118)
    • ►  September (87)
    • ►  August (60)
    • ►  July (100)
    • ►  June (70)
    • ►  May (93)
    • ►  April (47)
    • ►  March (42)
    • ►  February (57)
    • ►  January (100)
  • ►  2020 (976)
    • ►  December (26)
    • ►  November (42)
    • ►  October (83)
    • ►  September (112)
    • ►  August (100)
    • ►  July (129)
    • ►  June (135)
    • ►  May (95)
    • ►  April (96)
    • ►  March (60)
    • ►  February (66)
    • ►  January (32)
  • ►  2019 (938)
    • ►  December (55)
    • ►  November (87)
    • ►  October (91)
    • ►  September (44)
    • ►  August (100)
    • ►  July (106)
    • ►  June (116)
    • ►  May (60)
    • ►  April (78)
    • ►  March (80)
    • ►  February (83)
    • ►  January (38)
  • ►  2018 (889)
    • ►  December (63)
    • ►  November (61)
    • ►  October (90)
    • ►  September (64)
    • ►  August (86)
    • ►  July (108)
    • ►  June (70)
    • ►  May (112)
    • ►  April (136)
    • ►  March (98)
    • ►  February (1)

এই মুহূর্তে আমাজনের স্পেশাল ডিল:-

test

প্রবন্ধ-নিবন্ধ

সমস্ত সংখ্যা

1st issue "অর্ধেক আকাশ" (97) 24তম সংখ্যা : ফেব্রুয়ারি 2020 (66) 29th issue (127) 30th issue : ভাদ্র ১৪২৭ (99) আলোচনা সংখ্যা # আষাঢ় ১৪২৫ (64) বর্ষ ১ সংখ্যা ২ # এপ্রিল ২০১৮ (134) সংখ্যা ১ 'অর্ধেক আকাশ' (97) ১০ম সংখ্যাঃ পৌষ ১৪২৫ ডিসেম্বর ২০১৮ (67) ১১শ সংখ্যাঃ মাঘ ১৪২৫ জানুয়ারি ২০১৯ (38) ১২শ # মাতৃভাষা দিবস সংখ্যাঃ ফেব্রুয়ারি ২০১৯ ফাল্গুন ১৪২৫ (82) ১৩শ সংখ্যা # নারী বিষয়ক সংখ্যা (79) ১৪শ সংখ্যা # বৈশাখ ১৪২৬ এপ্রিল ২০১১৯ (77) ১৫শ সংখ্যাঃ ভোট বিষয়ক (60) ১৬শ সংখ্যাঃ আষাঢ় ১৪২৬ জুন ২০১৯ (118) ১৭শ সংখ্যা: শ্রাবণ ১৪২৬ জুলাই ২০১৯ (104) ১৮শ সংখ্যা: ভাদ্র ১৪২৬ আগস্ট ২০১৯ (100) ১৯তম সংখ্যা: আশ্বিন ১৪২৬ সেপ্টেম্বর ২০১৯ (44) ২০তম সংখ্যা : কার্তিক ১৪২৬ অক্টোবর ২০১৯ (91) ২১তম সংখ্যা # নভেম্বর ২০১৯ (86) ২২তম সংখ্যা # ডিসেম্বর ২০১৯ (55) ২৩তম সংখ্যা : মাঘ ১৪২৬ জানুয়ারি 2020 (33) ২৫তম সংখ্যাঃ মার্চ ২০২০ চৈত্র ১৪২৬ (60) ২৬তম সংখ্যা : বৈশাখ ১৪২৭ এপ্রিল ২০২০ (95) ২৭তম সংখ্যা : জ্যৈষ্ঠ ১৪২৭ মে ২০২০ (95) ২৮তম সংখ্যা : আষাঢ় ১৪২৭ জুন ২০২০ (134) ৩য় সংখ্যাঃ 'সভ্যতার পিলসুজ' (111) ৩১তম সংখ্যা : কার্তিক ১৪২৭ অক্টোবর 2020 (1) ৩২তম সংখ্যা: কার্তিক ১৪২৭ অক্টোবর 2020 (78) ৩৩তম সংখ্যা: 'উৎসব ও আমরা' বিষয়ক (40) ৩৪তম সংখ্যা: পৌষ ১৪২৭ ডিসেম্বর 2020 (25) ৩৫তম সংখ্যা: মাঘ ১৪২৭ জানুয়ারি 2021 (1) ৩৫তম সংখ্যা: মাঘ ১৪২৭ জানুয়ারি2021 (1) ৩৫তম সংখ্যা: মাঘ ১৪২৭ জানুয়ারী 2021 (8) ৩৫তম সংখ্যা: মাঘ ১৪২৭ জানুয়ারী 2021 কবিতা (1) ৩৬তম সংখ্যা: ফাল্গুন ১৪২৭ ফেব্রুয়ারি 2021 (57) ৩৭তম সংখ্যা: চৈত্র ১৪২৭ মার্চ 2021 (42) ৩৮তম সংখ্যা: বৈশাখ ১৪২৮ এপ্রিল 2021 (47) ৩৯তম সংখ্যা : জ্যৈষ্ঠ ১৪২৮ মে 2021 (89) ৪০তম সংখ্যা ।। আষাঢ় ১৪২৮ জুন ২০২১ (69) ৪১তম সংখ্যা ।। শ্রাবণ ১৪২৮ জুলাই ২০২১ (100) ৪২তম সংখ্যা ।। ভাদ্র ১৪২৮ আগস্ট ২০২১ (60) ৪৩তম সংখ্যা ।। আশ্বিন ১৪২৮ সেপ্টেম্বর ২০২১ (86) ৪৪তম সংখ্যা ।। কার্তিক ১৪২৮ অক্টোবর ২০২১ (115) ৪৫তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪২৮ নভেম্বর ২০২১ (51) ৪৬তম সংখ্যা ।। পৌষ ১৪২৮ ডিসেম্বর ২০২১ (92) ৪৭তম সংখ্যা ।। মাঘ ১৪২৮ জানুয়ারি ২০২২ (95) ৪৮তম সংখ্যা ।। ফাল্গুন ১৪২৮ ফেব্রুয়ারি ২০২২ (62) ৪৯তম সংখ্যা ।। চৈত্র ১৪২৮ মার্চ ২০২২ (97) ৫ম সংখ্যা # শ্রাবণ ১৪২৫ # "বর্ষাবিচিত্রা" (107) ৫০তম সংখ্যা ।। বৈশাখ ১৪২৯ এপ্রিল ২০২২ (59) ৫১তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪২৯ মে ২০২২ (107) ৫২তম সংখ্যা ।। আষাঢ় ১৪২৯ জুন ২০২২ (83) ৫৩তম সংখ্যা ।। শ্রাবণ ১৪২৯ জু্লাই ২০২২ (67) ৫৪তম সংখ্যা ।। ভাদ্র ১৪২৯ আগস্ট ২০২২ (65) ৫৫তম সংখ্যা ।। আশ্বিন ১৪২৯ সেপ্টেম্বর ২০২২ (77) ৫৬তম সংখ্যা ।। কার্তিক ১৪২৯ অক্টোবর ২০২২ (70) ৫৭তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪২৯ নভেম্বর ২০২২ (60) ৫৮তম সংখ্যা ।। পৌষ ১৪২৯ ডিসেম্বর ২০২২ (37) ৫৯তম সংখ্যা ।। মাঘ ১৪২৯ জানুয়ারি ২০২৩ (44) ৬ষ্ঠ সংখ্যা ভাদ্র ১৪২৫ # "আমার দেশ দেশের মানুষ" (86) ৬০তম সংখ্যা ।। ফাল্গুন ১৪২৯ ফেব্রুয়ারি ২০২৩ (97) ৬১তম সংখ্যা ।। চৈত্র ১৪২৯ মার্চ ২০২৩ (49) ৬২তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩০ এপ্রিল ২০২৩ (46) ৬৩তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩০ মে ২০২৩ (81) ৬৪তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩০ জুন ২০২৩ (67) ৬৫তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩০ জুলাই ২০২৩ (50) ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩ (84) ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩ (104) ৬৮তম সংখ্যা ।। কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩ (128) ৬৯তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩০ নভেম্বর ২০২৩ (60) ৭ম সংখ্যা # আশ্বিন ১৪২৫ # "শিক্ষা ও শিক্ষক" (64) ৭০তম সংখ্যা ।। পৌষ ১৪৩০ ডিসেম্বর ২০২৩ (34) ৭১তম সংখ্যা ।। মাঘ ১৪৩০ জানুয়ারি ২০২৪ (27) ৭২তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩০ ফেব্রুয়ারি ২০২৪ (68) ৭৩তম সংখ্যা ।। চৈত্র ১৪৩০ মার্চ ২০২৪ (52) ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪ (73) ৭৫তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩১ মে ২০২৪ (88) ৭৬তম সংখ্যা ।। আষাঢ় ১৪৩১ জুন ২০২৪ (99) ৭৭তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩১ জুলাই ২০২৪ (96) ৭৮তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪ (73) ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪ (54) ৮ম সংখ্যা # কার্তিক ১৪২৫ # "উৎসব সংখ্যা" (90) ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪ (58) ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪ (75) ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪ (35) ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ (75) ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫ (90) ৮৫তম সংখ্যা ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫ (42) ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫ (74) ৮৭তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩২ মে ২০২৫ (74) ৯ম সংখ্যা অগ্রহায়ণ ১৪২৫ (60) ৯ম সংখ্যা অগ্রহায়ন ১৪২৫ (2)

বিষয়সমূহ

কবিতা (1330) গল্প (320) ছড়া (290) নিবন্ধ (268) বিশেষ রচনা (141) প্রবন্ধ (107) অণুগল্প (95) আলোচনা সংখ্যা # আষাঢ় ১৪২৫ (64) স্মৃতিকথা (44) মুক্তগদ্য (42) ছোটগল্প (38) প্রচ্ছদ (38) সূচিপত্র (36) রিভিউ (31) কবিতাগুচ্ছ (25) প্রচ্ছদ ও সূচিপত্র (20) গদ্য (19) বই আলোচনা (13) রম্যরচনা (12) শব্দছক (8) ইভেন্ট বাছাই (6) মুদ্রিত নবপ্রভাত (6) সম্পাদকীয় (6) প্রতিবেদন (5) নাটক (4) ফিচার (4) অনুবাদ গল্প (3) নবপ্রভাত রজতজয়ন্তী উৎসব ২০১৮ঃ খবরাখবর (3) নাটিকা (3) প্ৰচ্ছদ (3) রম্যগল্প (3) আত্মকথা (2) উপন্যাস (2) ধারাবাহিক (2) নবপ্রভাত ৩০তম বর্ষপূর্তি উৎসব ২০২৪ (2) পুরাণকথা (2) পৌরাণিক গল্প (2) ভূতের গল্প (2) লিটল ম্যাগ (2) সংগৃহীত (2) সাহিত্য-সংবাদ (2) Amazon Offers (1) অনুবাদ (1) ইংরেজি (1) উপন্যাসিকা (1) কল্পগল্প (1) গান (1) গ্রন্থ-প্রকাশ (1) চিরায়ত (1) ছোটদের লেখা (1) ধর্মকথা (1) ধারাবাহিক গল্প (1) নাট্য আলোচনা (1) নিয়মাবলি (1) পুনঃপাঠ (1) প্যারডি (1) প্রিয় কবি (1) ফটোগ্রাফি (1) বড়গল্প (1) ভৌতিক গল্প (1) রূপকথার গল্প (1) লোককথা (1) শ্রদ্ধাঞ্জলি (1) সিনেমা আলোচনা (1) স্থাপত্য (1)

Total Pageviews

মতামত ও লেখা এখানে জমা করতে পারেন

Name

Email *

Message *

Contact Form

Name

Email *

Message *

Crafted With By Templatesyard | Distributed By Gooyaabi Templates | Copyright By Nabapravat Prakashani and Respective Writers.