কবিতা ।। নববর্ষ ।। রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

কবিতা ।। নববর্ষ ।। রণেশ রায়



নববর্ষ


রণেশ রায়



পৃথিবী প্রদক্ষিণ করে নিজেকে

দিন থেকে রাত রাত থেকে দিন

সময়ের স্রোতে আমি প্রদক্ষিণ করি বছরকে

একই বছর দুবার আসে না

নতুন বছর আসে পুরোনো নেয় বিদায়

ঠিক যেমন

'চেরীর একই ডাল একই ঝড়ে

দু'বার দোলে না'।


চলতি বছর যায় নতুন বছর আসে

নতুনের আহ্বান পুরনোর বিদায়

শৈশব থেকে কৈশোর

যৌবন হয়ে বার্ধক্য

জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে জন্ম

প্রদক্ষিণ করে চলে এ জীবন

নব নব রূপে নতুন বছর

নব রূপে আগমন

সময়ের স্রোতে বয়ে চলা

পুরনোর বিদায়ে নতুনকে বরণ 

নতুন শিশু ছাড় পত্র পায়

নতুনের ভৈরবী পুরনোর বিদায় বেলায়

নতুন বরষে নবজন্ম আমার

পুরোনো তোমায় বিদায়।





No comments:

Post a Comment