কবিতা ।। নতুন বছর ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

কবিতা ।। নতুন বছর ।। সুশান্ত সেন



নতুন বছর

সুশান্ত সেন

নতুন বছর ত এসে গেল
এখনো সবাই চুপ করে থাকলে
বাতাসের স্রোত কি দক্ষিণ সাগর থেকে আসবে !
পাশেই যে তরঙ্গভঙ্গ হয় বারবার
বারবার সমুদ্রস্রোত যে বালিয়াড়িকে ধুয়ে ধুয়ে 
                                                            যায়
সেই কথাটা কারো মনেই থাকে না।
চুপ করে থাকার স্বাধীনতা
                                 পরাধীনতাই ডেকে আনে।
ভয়, শেকলের ভয়, মরণের ভয়, দল ছাড়া হয়ে
                                  বাঁচার ভয়
চুপ করিয়ে রাখে।
তাই মাসের পর মাস প্রতিবাদেও চুপ করে থাকে
       সংবিধান, অনড় থাকে আইন ও আদালত ।
একবার তো জেগে ওঠো
একবার তো বলো ---
             আমি বেঁচে আছি, আমার কথা শোন ।

************************

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০

No comments:

Post a Comment