মুক্তগদ্য ।। শুভ বাংলা নববর্ষ ।। শেফালী সর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

মুক্তগদ্য ।। শুভ বাংলা নববর্ষ ।। শেফালী সর



।। শুভ বাংলা নববর্ষ ।।

শেফালী সর

চৈত্রের শেষ আর নতুন বছরের সূচনাই তো বাংলা  নববর্ষ।জীর্ন পুরাতন বছরটা রাত্রির অন্তিম প্রহরে যেন তারই আগমনের  বার্তা  ঘোষনা  করে।আাঁধার রাত্রির বুক চিরে উদিত হয়  নবীন  সূর্য।পৃথিবী বাসীর মনে  জাগায় নবীন  আশার উন্মাদনা।পাখির কণ্ঠে  ধ্বনিত হয় নব প্রভাতের বন্দনা গান।মর্ত‍্যবাসী থাকে  উৎসবের মেজাজে।সকলে নতুন  বছরকে অভিনন্দিত করে শঙ্খধ্বনির মাধ‍্যমে।নতুন দিনের  কাছে  প্রত‍্যাশা থাকে নতুন বছরটিতে যেন সবার  জীবন  সুখ সমৃদ্ধিতে ভ'রে ওঠে।অতীতে অগ্রহায়ণ মাসকে বছরের  প্রথম মাস বলে  ধরা  হ'তো।তাই অগ্রহায়ণ মাসকেই বলা  হ'ত মার্গশীর্ষ মাস। অগ্র অর্থাৎ  শ্রেষ্ঠ  আর হায়ণ মানে ব্রীহি বা ধান জন্মায় যে মাসে তাই-ই অগ্রহায়ণ।কালের পরিবর্তনে বিশাখা নক্ষত্র যুক্ত  পূর্ণিমার নাম বৈশাখী পূর্ণিমা।বৈশাখ যেহেতু পুণ‍্যের মাস সেই থেকেই বৈশাখ বছরের  প্রথম মাস।

 যদিও নববর্ষের দিনটি বছরের  আর পাঁচটা দিনের  মতোই সাধারণ, এর তেমন  কোনও  বিশেষত্ব  নেই।তবুও  এই  দিনটি  প্রতিটি  বাঙালির  মনে  একটি সম্পূর্ণ  স্বতন্ত্র দিন।চলমান মহাকালও যেন  বিশেষ  এই দিনটিতে থমকে  দাড়ান। তাঁর অশ্রান্ত গতিও যেন ক্ষণিকের জন‍্য হলেও  স্তব্ধ হয়।তখন মহাকাল যেন আমাদের সামনে মূর্তিমান বিগ্রহের রূপ  নেন। আনন্দ আর বিস্ময়ে অন্তর মন্দির  পরিপূর্ণ  হয়ে ওঠে।নতুনকে তখন  সাদরে বরণ করি।বিপুল সমারোহে তাকে  অভ‍্যর্থনা জানাই সব পুরাতনকে ভুলে।

 বাংলা নববর্ষের এই  দিনটিকে আমরা  বাঙালিরা আবেগ মথিত ভাবাবেশে ভাসিয়ে  দিই।সারাবছরের গ্লানিময় দিনগুলিকে পিছনে  ফেলে নববর্ষের এই  দিনটিকে  সুচারুভাবে উপভোগও  করতে চাই।এইদিনটিতে বিভিন্ন  জায়গায় সাংস্কৃতিক  অনুষ্ঠান  হয়-খুব ভালো  লাগে কারণ নিজদের নতুন  করে আবিষ্কার  করি এই  সব অনুষ্ঠানে  অংশগ্রহণ  করে।স্থানে স্থানে মেলা বসে এই দিনটিকে কেন্দ্র করে  আমাদের  গ্রাম বাংলায় ও শহরতলিতে।এই উপলক্ষে  আর একটি  উৎসব  হয় সেটি হল ব‍্যবসায়ীদের হালখাতার শুভ মহরত। এই  উপলক্ষ্যে  মিষ্টি মুখ করানো হয় ক্রেতাদের।কোথাও কোথাও  একদিনের জন্য ফুটবল  বা ক্রিকেট খেলারও আয়োজন  করা  হয়।বাড়িতে আত্মীয়  স্বজনের আগমন  হয়  এই  বিশেষ  দিনে।নতুন বস্ত্র পরিধান করে নানান  ধর্মীয় অনুষ্ঠানে  অংশগ্রহণ  করি আমরা  বাঙালিরা নববর্ষের এই  পুণ্য দিনে।মিষ্টি বিতরনে ও নানারকম খাদ্য  পানীয় পরিবেশনের মাধ্যমে  দিনটিকে জমজমাট  করে  ভরিয়ে রাখা হয়।

--------------------:--------------------

                       শেফালি  সর

                        জনাদাঁড়ি

                       গোপীনাথপুর

                     পূর্ব মেদিনীপুর 

                        ৭২১৬৩৩

No comments:

Post a Comment